নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কোথিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

মাহবু১৫৪

জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কঠিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

মাহবু১৫৪ › বিস্তারিত পোস্টঃ

সরি! আর পারছি না

২২ শে জুন, ২০১৪ সকাল ১০:৫৯



ও তাই!



হাহাহাহা

কেন এত হাসাও আমায়?

নাকি আমায় নিয়ে উপহাস করো?

প্রতি পদে পদে যেভাবে আমায় নিয়ে তোমরা ঠাট্টা করো,

যদি তুমি বলতে তুমি একটা অপদার্থ!

তাহলে বুঝে নিতাম তুমি ভালই বলেছ,

সরি, তোমার কথায় আমি আজ কান দিচ্ছি না।



কি? এত চিন্তা কর কেন, আমায় নিয়ে?

আমার ভরসায় কেন এত রাত্রি জাগো?

কিছু একটা করে দেখাবো, এই ভেবে বসে থাকো?

রাতের পর রাত কাটিয়ে দাও না খেয়ে,

যখন শূণ্য হৃদয়ে, ক্লান্ত শরীরে নীড়ে ফিরি

তখন ও তোমার উৎসুক চোখের চাহনি আমায় বিরক্ত করে,

সরি, তোমাদের দেবার মত আমার আর কিছুই নেই।



নাহ! কেউ বুঝবে না হয়তো আমার কষ্ট

করবে না কেউ আপোস

হয়তো সবাই চাইবে অনেক অনেক সাফল্য,

কিন্তু, হয়তো অজানাই থেকে যাবে এর পিছনে থাকা একেকটা মুহুর্তের কথা

হয়তো অজানাই থেকে যাবে একেকটা দীর্ঘশ্বাসের অজানা কাব্য

জীবন যুদ্ধে হয়তো পরাজিত সৈনিক আমি,

সরি, বিদায় জানাবো বলে আর একবার এসেছি তোমাদের কাছে।







বিঃদ্রঃ বহুদিন পর ব্লগে আসলাম। ভাল লাগছে আবার ফিরে আসতে পেরে। :)

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৪ সকাল ১১:১৪

আমি স্বর্নলতা বলেছেন: ওয়েলকাম ব্যাক। :)


সরি, বিদায় জানাবো বলে আর একবার এসেছি তোমাদের কাছে।


ভালো লাগল কবিতা। শুভকামনা রইল।

২২ শে জুন, ২০১৪ সকাল ১১:১৭

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ আপু।

ভাল লেগেছে জেনে খুশি হলাম

২| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:১০

মামুন রশিদ বলেছেন: প্রায় বছর খানেক পর ব্লগে আসলেন । ফিরে আসার শুভেচ্ছা । আশাকরি নিয়মিত পাব ।

২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৮

মাহবু১৫৪ বলেছেন: বছর খানেক!!

হা হা হা ।

না ভাই, বছর হয় নি

৩| ২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

কেএসরথি বলেছেন: কি ভাই, ভাবীকে রেখে কই যান? B-)

২২ শে জুন, ২০১৪ রাত ৯:৩৬

মাহবু১৫৪ বলেছেন: :-*

৪| ২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২০

একজন ঘূণপোকা বলেছেন: ওয়েলকাম ব্যাক।

২২ শে জুন, ২০১৪ রাত ৯:৩৭

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ

৫| ২৪ শে জুন, ২০১৪ সকাল ১১:২৯

নীল-দর্পণ বলেছেন: নন্দন পার্ক যাওয়ার টিকেট, অভিন্দন আপনাকে ফিরে আসার জন্যে B-))

২৪ শে জুন, ২০১৪ রাত ১১:২৯

মাহবু১৫৪ বলেছেন: নন্দন পার্ক যাইবো কেঠায়? তুমি যাও :P

ধন্যবাদ

৬| ০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১০:২৮

শায়মা বলেছেন: ভাইয়া এত দুঃখ কবিতা কেনো?

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১১:৪১

মাহবু১৫৪ বলেছেন: :P

৭| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৯

জেবুন্নেসা সুলতানা জে এস বলেছেন: সও পেয়েই ন ফু্ল। :(

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:১১

মাহবু১৫৪ বলেছেন: মানে?

৮| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৮

লিরিকস বলেছেন: +

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫০

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ

৯| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৬

মাহফুজা সুলতানা বলেছেন:
'জীবন যুদ্ধে হয়তো পরাজিত সৈনিক আমি,
সরি, বিদায় জানাবো বলে আর একবার এসেছি তোমাদের কাছে।'
লাইন ২ টি সত্যি আমাকে আবেগ দ্বারা আক্রান্ত করেছে ।আর আপনার লিখাটি সুন্দর ।একটা অনুরোধ- ভাইয়া , please কখনোই বিদায় নেয়ার কথা ভাববেন না ।ভাল থাকুন ।

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৮

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ আপু আপনাকে

মনে থাকবে আপনার কথা। :)

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নাহ! কেউ বুঝবে না হয়তো আমার কষ্ট
করবে না কেউ আপোস

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫০

মাহবু১৫৪ বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.