নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কোথিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

মাহবু১৫৪

জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কঠিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

মাহবু১৫৪ › বিস্তারিত পোস্টঃ

২০১৪ সালে প্রকাশিত মজার কিছু দেশী বিজ্ঞাপন :)

২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৮

আর মাত্র কয়েকটা দিন। এরপর আরো একটি বছর চলে যাবে আমাদের মাঝ থেকে। নানা কারণে এই বছরটি আলোচিত সমালোচিত। সেই ১০ থেকে ১২ বছর কিংবা তারো আগে করা বিজ্ঞাপনগুলো আজো মনে দাগ কেটে যায়। ইদানিং বিজ্ঞাপনগুলো অতটা মনে দাগ কাটতে পারে না। ভূমিকা তো হল!



এইবার চলুন দেখে নেই ২০১৪ সালে প্রকাশিত কিছু মজার বিজ্ঞাপন।



১। এয়ারটেল





২। টেলিটক (জামাই আদর)





৩। বাংলালিঙ্ক (ইয়ো ইয়ো) :P





৪। ডানো (১০০ এর থেকে বেশি)





৫। ফ্রুটিকা





৬। এখানেই ডট কম





৭। প্রাণ জুস





৮।আর এফ এল (কিচ্ছু হবে না)





৯। অ্যাটম গাম





১০। প্রাণ পিনাট বার





১১। আর এফ এল সোফা





১২। এয়ারটেল (প্যান প্যান)





এবং সবশেষে একটি সুন্দর বিজ্ঞাপন যা মনকে নাড়া দিয়ে যায়







ভাল থাকুন সবাই। নতুন বছরের শুভেচ্ছা রইলো।

মন্তব্য ৫০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩২

ইমতিয়াজ ১৩ বলেছেন: লাইক

২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪১

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪

জনাব মাহাবুব বলেছেন: ভালো কালেকশন। একটি একটি করে দেখে ফেলবো। B-) B-)

২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪২

মাহবু১৫৪ বলেছেন: ঠিক আছে, দেখে ফেলুন

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬

যোগী বলেছেন:
দারুন কিছু এ্যাড দেখলাম

২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯

মাহবু১৫৪ বলেছেন: :)

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭

দিপ্২৪ বলেছেন: ধইন্যা পাতা

২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২০

মাহবু১৫৪ বলেছেন: আপনাকে ও ধইন্যা পাতা

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো পোস্ট ভ্রাতা +++++

রাঁধুনি সরিষার তেলের বিজ্ঞাপনটা কি ১৪ এর ?
ওটাও বেশ ভালো। মজার।

শুভেচ্ছা :)

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫০

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম। ২০১৪ সালের করা একটা বিজ্ঞাপন আছে রাধুনি সরিষার তেলের।


ধন্যবাদ আপনাকে

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৪

মামুন রশিদ বলেছেন: বেশ কিছু ক্রিয়েটিভ বিজ্ঞাপন ছিল, আবার কিছু ছিল চরম বিরক্তিকর । পোস্ট ভালো লেগেছে ।

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫১

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১১

আমি ময়ূরাক্ষী বলেছেন: ১৩। এয়ারটেল (প্যান প্যান)


আমার মনের মত একটা বিজ্ঞাপন। আমারও কারো প্যান প্যান শোনার টাইম নাই।

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫১

মাহবু১৫৪ বলেছেন: হা হা হা

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৮

আমি ময়ূরাক্ষী বলেছেন: ৮। ডিপ্লোমা (ডাকাত)


হা হা

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫২

মাহবু১৫৪ বলেছেন: :P

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২১

নিলু বলেছেন: প্রচারেই প্রসার তাই হরেক রকম অ্যাড , আর আমরা হাবুডুবু খাচ্ছি তার মধ্যে

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৩

মাহবু১৫৪ বলেছেন: আসলে, মানুষকে সুরসুরি দিয়ে হাসানোর চেষ্টা

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭

কলমের কালি শেষ বলেছেন: অসাধারন পোষ্ট ।+++++

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫০

অপু তানভীর বলেছেন: ৮ নাম্বার টা আমার সব থেকে পছন্দের !

কিন্তু ওটা কি ২০১৪ সালের ? আরও আগের মনে হয় !

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৮

মাহবু১৫৪ বলেছেন: হা, ঠিকই বলেছেন আপনি।

খোজ নিয়ে জানতে পারলাম এই বিজ্ঞাপনটি ২ বছর আগের।

অন্য আর একটি বিজ্ঞাপন পেলে সরিয়ে নিচ্ছি এটা।

ভাল থাকবেন

১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





এয়ারটেল আর টেলিটকের বিজ্ঞাপনটি চমুতকার!!

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৩

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৫৬

এইস ম্যাকক্লাউড বলেছেন: ১০ নং টা তো অন্তত সাত বছর আগের

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:১৪

মাহবু১৫৪ বলেছেন: আপনি ঠিকই বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে

এটা প্রথম প্রকাশিত হয় ২১ শে জুলাই ২০০৭ সালে।

ডিলিট করে দিচ্ছি এখনই

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

তুষার কাব্য বলেছেন: কয়েকটা বেশ মজার এবং ক্রিয়েটিভ বাকিগুলো আর কি বলব...পোস্টে প্লাস...

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০০

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৩৭

দীপংকর চন্দ বলেছেন: প্রতিটি বিজ্ঞাপনই বেশ মজার।

ফ্রুটিকার বিজ্ঞাপনে একটা ছন্দ আছে। অন্ত্যাক্ষরে।

অনেক অনেক ভালো লাগা ভাই।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সব

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২১

মাহবু১৫৪ বলেছেন: অনেক ধন্যবাদ কমেন্টের জন্য

ভাল থাকবেন সবসময় আপনিও

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

কাবিল বলেছেন: প্রতিটি বিজ্ঞাপনই ভাল লেগেছে + +

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৩

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:০৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অন্যরকম পোষ্ট

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:২৭

মাহবু১৫৪ বলেছেন: :)

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: কয়েকটা দেখলাম। সবগুলো দেখবো বলে প্রিয়তে নিয়ে রাখলাম। দেশী এড অনেক দিন ঠিক মতো দেখা হয় না। যে কয়টা দেখেছি বেশ উপভোগ্য ছিল। ধন্যবাদ মাহবু১৫৪।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৫

মাহবু১৫৪ বলেছেন: ঠিক আছে, পরে সময় করে দেখে নিয়েন।

ধন্যবাদ

১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৪

আরুশা বলেছেন: বিজ্ঞাপন গুলি চমকপ্রদ কিছুটা উপভোগ্য +++্

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৬

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ

২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৮

ইমিনা বলেছেন: দারুন কালেকশন ভাইয়া :)

থ্যাঙ্কু, আমাদের সাথে শেয়ার করার জন্য।
শুভকামনা।।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য এবং কমেন্টের জন্য

২১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

আমি তুমি আমরা বলেছেন: সুন্দর :)

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০০

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ

২২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

বোকামানুষ বলেছেন: দেখলাম সবগুলো :D

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৫১

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ :)

২৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:২৭

ডি মুন বলেছেন:
বাহ, দারুণ মজার সব এড।

তবে এ বছর সবচেয়ে মজা পেয়েছি প্রাণ এর এডটাতে।

আর একদম শেষের এডটা চমৎকার।

ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্যে।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২১

মাহবু১৫৪ বলেছেন: শেষের বিজ্ঞাপনটা আসলেই মন ছুয়ে যাওয়া বিজ্ঞাপন।

কমেন্টের জন্য ধন্যবাদ

২৪| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৭

ঠকচাচা বলেছেন: সুন্দর কালেকশান।

০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ

২৫| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪

টেকবাংলা২৪ বলেছেন: সবগুলোই দারুন।

০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৫

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.