নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কোথিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

মাহবু১৫৪

জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কঠিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

মাহবু১৫৪ › বিস্তারিত পোস্টঃ

স্টুডেন্ট ভিসায় কানাডায় আসার কিছু প্রয়োজনীয় টিপস

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩২

বহুদিন পর ব্লগে আসলাম। কেমন জানি নতুন নতুন লাগছে সবকিছু। আগের সেই উত্তাপটা এখন আর তেমন অনুভব করতে পারছি না। সে যাই হোক, অনেকদিন পর ব্লগে আসতে পেরে ভাল লাগছে।

প্রথমেই বলে রাখি, স্টুডেন্ট ভিসায় কানাডা আসার ২ টা পোস্ট দিয়েছিলাম বেশ আগেই। যারা পড়েননি তাদের জন্য নিচের নিচে লিংক দিলাম।


স্টুডেন্ট ভিসা নিয়ে যারা কানাডা আসতে চান তাদের জন্য কিছু টিপস (অবশ্য পাঠ্য)

কানাডায় বিশ্ববিদ্যালয়/কলেজ নির্বাচন এবং আরো কিছু প্রয়োজনীয় পরামর্শ (নিজের অভিজ্ঞতার আলোকে)

এই পোস্ট ২ টি দেয়ার পর অনেক ব্লগার ভাই বোনেরা তাদের প্রয়োজনীয় প্রশ্ন করেছেন। আমি চেষ্টা করেছি আপনাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর দেয়ার। আপনাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।

জরুরি কিছু বিষয় আজকে শেয়ার করবো বলেই নতুন করে আবার পোস্ট দিলাম।

প্রস্তুতি পর্ব
আপনি যদি অতিমাত্রায় ধৈর্য্যশীল হয়ে থাকেন তবে কানাডা আপনাকে বরণ করে নেয়ার জন্য অপেক্ষা করে আছে। এই কথাটা কেন বললাম তা হয়তো অনেকেই বুঝতে পারছেন না। যারা বুঝেছেন তাদেরকে ধন্যবাদ। কানাডায় স্টুডেন্ট হিসেবে আসতে হলে প্রথমেই আপনাকে ইউনিভার্সিটি নির্বাচন করতে হবে। আমাকে অনেকেই প্রশ্ন করে কিভাবে কিংবা কোন ইউনিভার্সিটি নির্বাচন করবো? আবার অনেকেই প্রশ্ন করেন স্নাতক নাকি স্নাতকত্তর; কোন সময়ে আসা ভাল? কোন বিষয়ে পড়তে আসলে ভাল?
আপনাদের এসব প্রশ্নের উত্তর গুলো দেয়ার চেষ্টা করছি –

১। মনে রাখবেন, আপনার একটু চেষ্টা থাকলে আপনি কারো সাহায্য ছাড়াই এসব প্রশ্নের উত্তর আপনা আপনি পেয়ে যাবেন। প্রথমেই গুগল মামার সাহায্য নিন। কানাডার যে কয়টা ইউনিভার্সিটি আছে সেগুলো খুজে বের করুন; প্রভিন্স, শহর অনুসারে। এবার বাছাই করুন কোন ইউনিভার্সিটিতে এবং কোন বিষয়ে আপনি পড়তে ইচ্ছুক।
২। আমার মতে স্নাতক পর্যায়ে কানাডায় আসা সবচেয়ে বুব্ধিমানের কাজ। কারণ স্নাতক পাশ করে কিংবা পাশ করার আগেই জব পাওয়া তুলনামূলকভাবে বেশ সহজ।
৩। যেই ইউনিভার্সিটি এবং বিভাগ নির্বাচন করবেন তার বিভাগীয় অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করুন। উনি আপনাকে প্রয়োজনীয় তথ্য্ দিয়ে সহায়তা করবেন। বিশেষ করে যারা স্নাতকত্তর করতে আসতে চান তাদের জন্য এটা মাস্ট। আমাকে অনেকেই প্রশ্ন করেন কিভাবে যোগাযোগ করবো তাদের সাথে? তাদের সাথে যোগাযোগ করতে চাইলে ইমেইলে করুন। মনে রাখবেন, এরা অনেক ব্যস্থ থাকেন। আর তাই ১ টা ইমেইল দিয়ে বেশিদিন অপেক্ষা না করে ৪/৫ টা ইমেইল দিয়ে উনাকে আপনার আগ্রহের কথা জানান।
৪। ইউনিভার্সিটিতে আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন। এবং যেই সিমিস্টারে আপনি পড়তে আসতে চান তার ৬/৭ মাস আগে আবেদন করুন। কারণ ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসার পর আপনার ভিসার জন্য আবেদন করতে হবে। যেটা বেশ সময় সাপেক্ষ; ২ মাস কিংবা আরো বেশি সময় লাগতে পারে।
৫। আপনার পাসপোর্ট এর মেয়াদ ঠিক আছে কি না দেখুন। কমপক্ষে ৩/৪ বছর মেয়াদ থাকলে ভাল।

কানাডা যাবার পূর্বপ্রস্তুতি
অনেকেই দেখা যায় দেশ ছাড়ার ১ সপ্তাহ আগে তড়িঘড়ি করে বাসা ঠিক করতে চান। অনেক বাসা বা থাকার কোন ব্যবস্থা না পেয়ে কি করবেন তা নিয়ে হাহুতাশ করেন। তাদের জন্য বলছিঃ দেশ ছাড়ার আগে বাসা ঠিক করে যান। সবচেয়ে ভাল হয় যদি ইউনিভার্সিটির হলে থাকেন। সে ক্ষেত্রে আপনাকে বেশ আগেই বুকিং দিয়ে রাখতে হবে। যদিও হলের ভাড়া বেশ ব্যয়বহুল। অনেক হিডেন খরচ থাকে এদের। তাই সাবধান থাকাটা জরুরি। আর যাদের বন্ধু বান্ধব আছে তাদের তো কোন কথাই নাই।

কানাডায় আসার পর
১। প্রতিটা ইউনিভার্সিটিতেই স্টুডেন্ ইন্টারন্যাশনাল অফিস থাকে। তাদের অফিসে যেয়ে কথা বলুন। তাদেরকে জানান আপনি নতুন এসেছেন। কি করতে হবে, আপনার করণীয় এখন কি কি। মনে রাখবেন, visa এবং work permit এক জিনিস না। এটা অনেকেই ভুল বুঝে থাকেন। ভিসা কাজে লাগে যখন আপনি কানাডার বাহিরে কোথাও যাবেন এবং সেখান থেকে ফেরৎ আসবেন। ঠিক সময় মত যাবতীয় কাগজ রিনিউ করতে ভুলে যাবেন না।
২। বিভাগীয় অ্যাডভাইজারের সাথে সরাসরি দেখা করুন। আপনার আগ্রহের কথা জানান। কোন প্রশ্ন থাকলে করুন। উনার কাছে যাবার আগে প্রস্তুতি নিয়ে যান।

আজ এই পর্যন্তই। আপনাদের কারো কোন প্রশ্ন থাকলে করতে পারেন।

মন্তব্য ৪৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৭

জুন বলেছেন: কেমন আছেন মাহবু ? অনেক দিন পর দেখে সেই আড্ডা দেয়ার দিনগুলো মনে পড়লো ।

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪১

মাহবু১৫৪ বলেছেন: ভাল আছি আপা, আলহামদুলিল্লাহ।

আপনি কেমন আছেন? আসলেই, সেই দিনগুলো অনেক মিস করি।

২| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৪

প্রামানিক বলেছেন: সুন্দর পোষ্ট। ধন্যবাদ

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫০

মাহবু১৫৪ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৫

এজজিলারেটেড উইন্ড বলেছেন: নতুন ডিভি ভিসা ২০১৫ ছাড়া হয়েছে,কিন্তু এখনও বাংলাদেশের কোন দোকানে জানেই না।বাংলাদেশে আমার ছোট ভাইয়েরা এটা নিয়ে ব্যাপক টেনশনে।পোস্ট দিতে এসেছিলাম সামুতে,কিন্তু এসে দেখি, আমার নাকি পোস্ট করার অধিকার নেই।

এই পোস্ট এবং আমার এই কমেন্ট কি কোন মডু দেখবেন? আমার পোস্ট প্রকাশ করার অধিকার নির্ধারিত সময় পার হওয়ার পরও বন্ধ রাখা হয়েছে।বলা হয়েছিল ৬ দিন পর আমার পোস্ট দেওয়ার অধিকার খুলে দেওয়া হবে।কিন্তু ৬ দিন অনেক আগেই পেরিয়ে গেছে।এখন লেখা আছে আমি নিরাপদ।আবার পোস্ট করতে গেলে দেখায় এই ব্লগে লেখার অধিকার আমার নেই।

মডুর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি আমার যদি কোন ভুল না থাকে তবে পোস্ট দেওয়ার অধিকার খুলে দেওয়া হোক।ডিভি ভিসা নিয়া এখনই পোস্ট দেব। ৩ নভেম্বর ডেডলাইন।

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৩

মাহবু১৫৪ বলেছেন: বেশ কিছুদিন আগে একটা খবর পড়েছিলাম। বাংলাদেশ থেকে ডিভি ভিসার আবেদন আর করা যাবে না। বাংলাদেশ থেকে যতজন নেয়ার কথা ছিল তার পুরো কোটাই নাকি শেষ।

লিংকটা এখন আমার কাছে নেই। তাই দুঃখিত। এখন নিয়ম বদল করেছে কি না আমি জানি না।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৫

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ এরকম পোস্ট শেয়ার করার জন্য। একটা অনুরোধ, যারা কানাডায় পিএইচডি করতে চায় তাদের সুবিধার্থে যদি আরেকটি লেখা শেয়ার করেন তবে মন্দ হয় না। ধন্যবাদ।

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৪

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ আপনার কমেন্টের জন্য

চেষ্টা করবো এমন একটা পোস্ট দেয়ার

৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৭

আবু শাকিল বলেছেন: উপকারী পোষ্ট ।
অনেকের কাজে লাগবে ।
লেখক কে ধন্যবাদ ।

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৪

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ আপনাকেও

৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

সৃজন আহমদ বলেছেন: উপকৃত হলাম। অনেক ধন্যবাদ।

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৪

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ

৭| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৯

বন্যলোচন বলেছেন: আমি ইন্টার পরীক্ষা দেব এবছর। তাহলে কি পরীক্ষার পরেই আইইএলটিএস করা উচিত?

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৫

মাহবু১৫৪ বলেছেন: ইন্টার পরীক্ষাটা ভাল মত দেন। তারপর অন্য কথা।

শুভকামনা রইলো

৮| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০০

কেএসরথি বলেছেন: অনেক দিন পর আপনার পোস্ট দেখলাম।
বাংলাদেশ থেকে ডিভি তো বন্ধ।

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৬

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম। ডি ভি বন্ধ এখন বাংলাদেশ থেকে।

ধন্যবাদ

৯| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৩

রুদ্র জাহেদ বলেছেন: কেজো পোস্ট।খুব কাজে লাগবে ভবিষ্যতে এই তথ্য

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৭

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ

১০| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৪১

রুদ্র জাহেদ বলেছেন: সংগ্রহে রাখলাম

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৭

মাহবু১৫৪ বলেছেন: :)

১১| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:০৫

কিরমানী লিটন বলেছেন: অনেক শিক্ষণীয় লিখা-কাজে লাগবে,তাই প্রিয়তে নিয়ে গেলা++++

সতত শুভাশিস ...

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৮

মাহবু১৫৪ বলেছেন: :)

১২| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১০

এহসান সাবির বলেছেন: সুন্দর পোস্ট।

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৮

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ

১৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৫

ইকরাম বাপ্পী বলেছেন: DV-2017 Program Instructions
Select the English version of the DV-2017 Program Instructions in PDF format for your convenience and required use. The English language version of the DV-2017 Program Instructions is the only official version. Unofficial translations in additional languages will be added as they become available.

লিঙ্ক

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪০

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম

১৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৫

দস্যু বনহুর বাই রোমেনা আফাজ বলেছেন: আচ্ছা ভাই, মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউ ফাউন্দল্যান্ড রেপুটেশনের দিক থেকে কেমন? ওখানে টিউসন ফি দেখলাম সবচেয়ে কম । ওখান থেকে স্নাতক করলে জব পাওয়া যাবে? এছাড়া university of saskachewan কেমন?

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৫

মাহবু১৫৪ বলেছেন: মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউ ফাউন্দল্যান্ড এ পড়াশোনার খরচ কম। প্রভিন্স ছোট। তবে কানাডার প্রায় সব ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের থেকে ডাকাতের মত পয়সা নেয়। এটাই বাস্তবতা। আর এটাই ইউনিভার্সিটি গুলোর আয়। জব পাওয়া যাবে কি না সেটা ডিপেন্ড করবে আপনি কোন সাবজেক্টে পড়ছেন। বাকার কেমন। এসব কিছুর উপর। যে কোন ইউনিভার্সিটি থেকে আপনি ডিগ্রী নিতে পারেন। জব হবে কি না সেটা আগে থেকে অনন্ত কানাডায় বসে সেটা বলা যায় না।

university of saskachewan টপ ২০ ইউনিভার্সিটির মধ্যে আছে।

১৫| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২০

তারেক মাহমুদ ৭০১ বলেছেন: ভাল পোস্ট।

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৫

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ

১৬| ২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

জেনারেশন সুপারস্টার বলেছেন: বাংলাদেশে ডিভি ভিসা ছাড়সে নাকি?

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৬

মাহবু১৫৪ বলেছেন: না মনে হয়

১৭| ২৫ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:৩২

শাহরিয়ার নীল বলেছেন: কাজে লাগবে ইনফোগুলো। ধন্যবাদ।

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৬

মাহবু১৫৪ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১৮| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২০

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার পোস্ট ।

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৬

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ

১৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

মাহবু১৫৪ বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা

২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩২

বিজন রয় বলেছেন: আপনি কি কানাডায় থাকেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম

২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২

বিজন শররমা বলেছেন: MASTERS IN CANADA.

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০১

মাহবু১৫৪ বলেছেন: ঠিক

২২| ১৪ ই মে, ২০২২ সকাল ১০:৫০

বিজন রয় বলেছেন: কোথায় হারিয়ে গেলেন সব!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.