নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটা কৌতূহলী যাত্রার নাম- স্রষ্টা, সৃষ্টি, উদ্দেশ্য এবং এই সব কিছুর সত্যতা কে ঘিরে... আর আমি সেই পথের একজন সাধারণ যাত্রী। নিজের জায়গা থেকে সব স্থান, কাল, পাত্রে আপন অস্তিত্বকে কল্পনা করতে ভালোবাসি আর সেই অনুযায়ী প্রত্যেকটা কাজ করে যাই...

মাহফুজ আলআমিন ( Auspicious Fate )

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) › বিস্তারিত পোস্টঃ

সৌন্দর্যের পাগল?

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৭

মানুষ সৌন্দর্যের পাগল। নিজের চেহারা, দেহ থেকে শুরু করে তার চারপাশে যা কিছু আছে সব কিছুতে সে সৌন্দর্য খোঁজে। তবে এই ক্ষেত্রে যার যার কাছে সৌন্দর্যের প্রতি দৃষ্টিভঙ্গি তার তার মত। মূল কথা হলো সে সৌন্দর্য দেখে অভিভূত হবে, প্রশংসা করবে, বারবার তাকিয়ে দেখবে, নিজেকে চিমটি কেটে নিশ্চিত হতে চাইবে, এমন সৌন্দর্য আদৌ সম্ভব! গাছপালা, নদী সমুদ্র, পাহাড় পর্বত, পশু পাখি বাড়ি ঘর, মহল, যে কোন জিনিস ই হোক না কেনো জীবন্ত, অথবা কৃত্তিম কোন বস্তু সকল কিছুর মাঝে সৌন্দর্য তাকে বিশেষ এক ভালো লাগার অনুভূতি দেয়, এই সৌন্দর্যের টানে সেই বিশেষ ব্যক্তি, বস্তু বা প্রাণি, স্থান যাই হোক না কেনো সে বারবার ছুটে যায় সেই বিশেষ ভালোলাগার অনুভূতির টানে।

শুধু কি তাই? সকল সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর এবং নিখুত সৃষ্টি মানুষ নিজে। মাঝে মাঝে হয়তো আপনার মনে হয়, একটা মেয়ে আদৌ কিভাবে এতো সুন্দর হতে পারে! না এ দুনিয়ার কোন মানুষ হতে পারেনা, পরী ডাকলেও কম হবে। তার দিকে তাকিয়ে থাকতে, তার সৌন্দর্যে হারিয়ে যেতে ইচ্ছে করে (অবৈধভাবে কোন নারীর দিকে তাকানোর কথা বলছি না, ধরুন সে আপনার স্ত্রী :p )। অথবা আপনার মনে হয় যে, একটা ছেলের এতো সুন্দর হওয়া সাজে না, এতো অমুক, তমুক আরো কত কি! যাই হোক, মানুষ এর চেয়েও বেশি সৌন্দর্যের পাগল তার নিজের দেহ, গড়ন, সৌন্দর্যকে নিয়ে অনুভব করে (বিশেষ করে মেয়েদের মাঝে এই স্বভাবগত প্রবণতা রয়েছে)। আপনি বারবার আয়নায় তাকান, ঠোট ব্যাকা করে, চোখে রহস্য টেনে, চুলগুলো এদিক ওদিক করে, একটা দুর্দান্ত হাসি দিয়ে এমন হাজারো ভঙ্গিতে নিজেকে প্রতিবার নতুনভাবে উপস্থাপন করে ভাবেন, আহ আমি কতই না সুন্দর! যেনো নিজেই নিজের প্রেমে পড়ে যাচ্ছি!

যাই হোক, এই যে সৌন্দর্যের লম্বা একটা প্যাচাল পারলাম এতোক্ষণ, তাতে বুঝতেই পারছেন সৌন্দর্যের প্রতি মানুষ আসলেই কতখানি পাগল! কিন্তু, হ্যা, এখন কিন্তুর পালা। সমস্যা হলো আমরা যখন সৌন্দর্যের জন্য সেই সকল জিনিস, ব্যক্তি, বস্তু স্থান থেকে শুরু সকল সুন্দরের প্রতি মোহগ্রস্থ হই, আবেশে জড়িয়ে যাই, মুগ্ধ হয়ে কবিতা রচনা করি তখন অধিকাংশ মানুষ একটা বিষয় যেনো ইচ্ছে করেই ভুলে যাই, এই সকল সৌন্দর্যের পেছনের কারিগর আসলে কে? কে এই সব কিছু এতো সুন্দর করে সৃষ্টি করেছেন, কেনো করেছেন, করার পর কি বলেছেন, কেনো বলেছেন, সেই সুন্দরের কারিগর কি শুধু এই দুনিয়ার সৌন্দর্যে তুষ্ট হতে বলেছেন, নাকি এমন কোন চিরন্তন সৌন্দর্যের জন্য আমাদের পরীক্ষা করছেন যার পুরস্কার এই পৃথিবীর সৌন্দর্যের তুলনায় অসীম, অচিন্তনীয়, তবে এই পরীক্ষার ফলাফল কি? যদি পরীক্ষার পুরস্কার দেয়া হয়, তবে সেই সত্বা কেমন সৌন্দর্যের স্থানে প্রবেশ করাবেন, কেমন সৌন্দর্যের স্বাদ নেয়ার ব্যবস্থা করে দেবেন, আর সবচেয়ে বড় যেই প্রশ্ন টা দাঁড়ায় তা হচ্ছে-

সেই মহান সত্বা, যিনি সকল সৌন্দর্যের কারিগর তিনি নিজেই কতখানি সুন্দর?? :D

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.