নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জন্যে ্

শেখ মামুনুর রশিদ

চল নব উদ্দ্যমে সৃষ্টির অভিযাত্রায়, চল পাল্টাই…

শেখ মামুনুর রশিদ › বিস্তারিত পোস্টঃ

হতে পারি নি কারও

১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:২৮

আমি হতে পারি নি কারও
না নিঃস্বের, না বিশ্বের
না পরিনতির, না পরিনীতার
না প্রকৃতির, না পরকৃতীর
হতে পারি নি বন্ধু
আত্মার পরমাত্মার।
অবাঞ্ছিত জীব হিসাবে বেড়ে উঠেছি কৃত্রিমতার কুহরে অবহেলা ও চরম নিষ্ঠুরতার শিকার হয়েছি
এই অতি সভ্য সমাজের
হয়েছি বন্য উদ্বাস্তু উদাস।
চারপাশে অজস্র উৎপীড়িতের আনাগোনা
ওঁৎ পেতে আছে চোখ ঠোঁট শরীর
সবাই পঁচা গলিত ক্ষত বিক্ষত।
এখনে সবই লোকদেখানো নিষ্প্রাণ কৃত্রিম
কৃত্রিম রং কৃত্রিম রুপ কৃত্রিম আদর কৃত্রিম আশীর্বাদ
দূষিত রক্ত দূষিত সম্পর্ক।
এ সব মেনে নিয়েও আমি হতে পারি নি
নষ্টের কষ্টের ইষ্টের ভ্রষ্টের
আমার সমস্ত আশ প্রশ্বাস বিশ্বাস উজাড় করে দিয়েও
আমি হতে পারি নি।
তবুও,
আমি শ্রদ্ধা করি সেই সব মানুষকে
যারা নিজের প্রতিভাগ্নিতে পুড়ে শুদ্ধ সিদ্ধ ও প্রসিদ্ধ হয়েছেন।
আমি কখনই তাদেরকে ঘৃণা করি না
যারা ভয় লাজ মোহের উর্দ্ধে উঠে মনের কথা গুলো
অবলীলায় কলমের ডগা দিয়ে বের করে দেন।
কখনই আমার ভালোবাসা বঞ্চিত হবে না তারা
যারা নিজে কিছু না করতে পারলেও অন্যের ছিদ্রান্বেষণ করতে মোটেও অলসতা করে না।
এখানে বৈধ অবৈধ বলে কিছুই নেই।
সবই মানুষের মনগড়া রীতি, মানসিক ভ্রষ্টাচার।
আজ এখানে যেটা অবৈধ, অন্য কোথাও সেটা বৈধ।
আজ তোমার কাছে যেটা অগ্রহনযোগ্য
একদিন তুমিই সেটা গ্রহনের জন্য উষ্ণ অভ্যর্থনা জানাবে।
এটাই প্রকৃতির নিয়ম।
সকল প্রভাব থেকে মুক্ত হও।
নিজেকে জানতে চেষ্টা করো।
প্রকৃত সত্যকে জানো। বলো-

আমি মানবের আমি দানবের
আমি সাধুর আমি শয়তানের
আমি গরিবের আমি আমিরের
আমি সংসারের আমি সন্ন্যাসের
আমি মিথ্যার আমি সত্যের
আমি জনমের আমি মরণের
আমি সৃষ্টির আমি ধ্বংসের
আমি স্রষ্টার আমি সৃষ্টের
আমি অসীমের আমি সসীমের
আমি শোষকের আমি ক্ষুধিতের।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কল্যাণ হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.