নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন রণবীর

মামুন রণবীর

আমি খুব সাদাসিধে মানুষ ।কবিতা,গল্প,লিরিক লিখার চেষ্টা করি মাত্র ।মাঝে মাঝে জীবনকে রহস্যেঘেরা বৃত্ত মনে হয় । যে বৃত্তে আমরা একদিক থেকে অন্যদিকে পরিভ্রমন করি ।কখনো কখনো জীবনের কথাগুলো অলীক ভাবনাদের স্পর্শ করতে ব্যাকুল হয় ।কিন্তু ভাবনাগুলো কখনোই স্পর্শ করা হয়না ।হয়তো কিছু কথা রাখতে গিয়েও রাখা হয়না ব্যাপারটির সাথে একমত পোষণ করে ।রাখা না রাখার ক্যানভাসে জীবন নি:শেষের পথে হাঁটে ।একসময় সেটাও ফুরোয় ।এরমাঝে অনেক কথার মিছিলে একটি প্রশ্ন মনে বারবার আঁচর কাটে...........আমরা কি কখনো পরিপূর্ণ হতে পারি.................আমরা মুগ্ধ হই...........কিন্তু মুগ্ধতাকে ছুঁতে পারিনা,খুব কাছ থেকে............

মামুন রণবীর › বিস্তারিত পোস্টঃ

আকুলতার গল্প

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৩

ময়মনসিংহ স্টেশন।ট্রেন এক্ষুণি ছাড়বে।কামরায় ওঠার আগে শেষ কথাটায় আমি একজনকে বললাম কিছু কিছু ভালো লাগার কারণ না থাকলেও চলে ,ভালো থেকো

বলে ট্রেনে উঠে গেলাম।সে তাকিয়ে রইলো জানালার দিকে যেখানটায় বসে আছি।আমি তাকালাম না।অনেক কষ্ট নিয়ে আকাশের দিকে চেয়ে কিছু প্রশ্নের উত্তর খুঁজছি।কখন যে ট্রেন ছেড়ে দিল টেরই পেলাম না।হয়তো সে স্টেশনেই আছে।অন্য ট্রেনের অপেক্ষায়।তার এখনকার যাত্রা যে আমার পথে নয় অথবা অন্য কোন সময়।



অনেকদিন পর কথাটা মনে হলো যখন নিশ্চুপ নীরবতা কথা বলতে শুরু করেছে,রাতের কফি হাউসে

দু একজনের আনাগোনা।একটু ঝিমুনি ধরায় কফিতে চুমুক দেয়াটা বাধ্যতামূলক হয়ে গেল।

কফি শেষ করতেই রাতের গল্প প্রোগ্রাম টিমের গাড়ী হাজির।আজ টিএসসি এলাকায় শ্যুট করা হবে।সব রেডি।ক্যামেরাম্যান আর উপস্থাপকের সাথে কথা বলতে বলতে প্রোডাকশনের কেউ একজন জানালো গেস্ট উপস্থিত।আমি রাজু ভাস্কর্যের সামনে থেকে টিএসসি বিল্ডিংয়ের সামনের ফাকাঁ জায়গাটায় আসতেই তাকে দেখলাম।কেমন যেন একটা ঘোরের মধ্যে পড়লাম।সে ই সে।কিছুটা বদলে গিয়েছে ,কিছুটা আগের মতো।তখনও হৃদ্য আমাকে দেখেনি।আমি পুরনো দিনের কথা মনে করে বাস্তব থেকে আপাত অনেকটা দূরে ফ্ল্যাশব্যকের শহরে চলে গেলাম।কতক্ষণ এভাবে গেল জানিনা। এরপর ফোনের রিংটোনের শব্দে এই মুহূর্তে ফিরে এলাম।হ্যাটটা খুলতে খুলতে সবার মাঝে এলাম।রাত ১০ টা।লাইট ক্যামেরা একশনে রাতের গল্প শুরু হলো। টিএসসি ,শহীদ মিনার,পলাশী ঘুরে রাজু ভাস্কর্যের সামনে এসে উপস্থাপক বললেন আজকের মতো বিদায়,ভালো থাকবেন আর থাকবেন রাতের গল্পের সাথে।ততক্ষণে ঘড়িতে সময় ১১ টা ৪৭



কফি হাউসে আবার সবাই বসা।কফি শেষ করে হৃদ্য বললো রাফসান চলেন তো একটু আগায়া দিবেন।খানিক ইতস্তত করার পর বললাম ওকে।

আমরা গাড়ীতে।হৃদ্য বললো

-এভাবে দেখা হবে

-ভাবনি তাই তো,আমি ভেবছি।

-আর কি ভেবেছ

-অনেক কিছু।এখন অবশ্য ভাবনাটা কম হয়।

-কেন

-যাকে বারবার চেয়েছি তার ভাবনাকে যখন স্পর্শ করতে পারিনি তখন খুব ভেবে কি লাভ।

-আর কি করেছ

-কিছুই না আবার অনেক কিছুই।তার গানের একটা শোও মিস করিনি।বাদ দাও আমার কথা তোমার কেমন চলছে? অবশ্য ভালো চলারই কথা কারণ তুমি তো এখন অনেক বড় সিঙ্গার।

-বড় হলেই ভালো থাকা যায় ?

-অনেকখোজার পর অনেক প্রহর ফুরিয়েছে।

-আবার কি সে পথে যাওয়া যায় অথবা প্রথম প্রণয় দিনে ?

কিছুক্ষণ পর বললাম

-যায় যদি একটা গান শোনাও

বাসার সামনে এসে গিয়েছি।ও নেমে গেল। আমি বললাম

-আসি

-গান শুনবেনা

গাড়ী থেকে নেমে বললাম

-চলো কিছুক্ষণ হাটি

আমরা হাটছি ধানমন্ডি 9/A রোডে।ও গাইছে"আমার মন কেমন করে"



মানুষহীন রাস্তায় আমরা দুজন।ভাবছি রাত যদি না ফুরাত তবে এ যাত্রা হতো অনন্তকালের

কিছু গান

কিছু ভাবনা

অথবা আকুলটায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.