নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

solitude

মেরিনার

প্রকৃতির মাঝে নির্জনতায় একাকী থাকতে পছন্দ করি!

মেরিনার › বিস্তারিত পোস্টঃ

তুমি আর আমি কিছুতেই এক নই

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৯

তুমি আর আমি কিছুতেই এক নই
যেমন অবিশ্বাস আর বিশ্বাস এক নয়,
আঁধার আর আলো যেমন এক নয়,
অসুন্দর আর সুন্দর যেমন এক নয়।

শোষক আর শোষিত কখনো এক নয়,
যেমন জালিম আর মজলুম এক নয়।
তেমনি শাসক আর শাসিত এক নয়-
অথবা আমলা আর পাবলিকও এক নয়।

সাম্যবাদের পুস্তিকা যাই বলুক না কেন-
নেতা আর গণসাধারণ এক নয়।
“গ্রেট লিডার” অথবা “ডিয়ার লিডার”,
কখনো সাধারণ কমরেডের সমান নয়।

মিথ্যা আর সত্য যেমন এক নয়,
তেমনি সাদা আর কালোও এক নয়।
জোর করে বোঝাতে চাইলে কি হবে,
নারী আর পুরুষ কখনো এক নয়।

বিভাজন রেখা মুছে দিতে চাইলেই কি হয়,
সে রেখার দু'পাশ কখনো এক হবার নয়।
অবিশ্বাসী আর বিশ্বাসী কখনো সমান নয়,
তুমি আর আমি কিছুতেই এক নই।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


সুতরাং, টিকবে না

২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫১

মেরিনার বলেছেন: আচ্ছা।

২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা থাকছে ভাই।

অনিঃশেষ শুভকামনা।

সবসময় ভালো থাকবেন। অনেক।

২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৯

মেরিনার বলেছেন: ধন্যবাদ...।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

মাহমুদা আক্তার সুমা বলেছেন: মিথ্যা আর সত্য যেমন এক নয়,
তেমনি সাদা আর কালোও এক নয়।
জোর করে বোঝাতে চাইলে কি হবে,
নারী আর পুরুষ কখনো এক নয়

মোক্ষম হাচা কতা কইচুইন বাই। এরুম হাচা কয়জন কইতারে।

২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৬

মেরিনার বলেছেন: আপনি যে সেই "হাচা কতা" বুঝেছেন, সে জন্য সাধুবাদ।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

অমিত অমি বলেছেন: এবং একটি গল্পের ইতিপ্রায়।

২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬

মেরিনার বলেছেন: পড়ার জন্য আর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিভাজন রেখা মুছে দিতে চাইলেই কি হয়,
সে রেখার দু'পাশ কখনো এক হবার নয়।

এই পার ঐ পার কখনো এক নয়
তৌহিদ-মুশরিক এক হবার নয়;

দুইপার একাকার কোনোদিন নয়
তোমার সংস্কৃতি তোমার,মোটেই আমার নয়;

সহাবস্থান আর একাকার হওয়া এক নয়
আমার দ্বীনে তোমার মিশ্রন কভু হবার নয়;

মুখে বলো সেকুলার তোমরা কি তাই
পরম শত্রুকেই বানিয়েছো ভাই।



২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৩

মেরিনার বলেছেন: বাহ্, আপনি একদম instant কবিতা লিখতে পারেন.... মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:০৮

কিরমানী লিটন বলেছেন: চমৎকার ভালোলাগার কবিতা, দ্রোহের- অনেক শুভকামনা রইলো...

২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫

মেরিনার বলেছেন: ধন্যবাদ।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৫

রুদ্র জাহেদ বলেছেন: এক হলে কী এমন হয়।
আমাদের এক হওয়া চাই।
কবিতা ভালো লেগেছে--

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

মেরিনার বলেছেন: রুদ্র জাহেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে যাকে "তুমি" বলে সম্বোধন করেছি - তার সাথে "এক" হওয়া সম্ভব নয়।

৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

রুদ্র জাহেদ বলেছেন: বুঝেছি। আমি অন্য মনোভাব থেকে এক হওয়ার কথা বলেছি

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৫

মেরিনার বলেছেন: না ঠিক আছে.... মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ।

৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২২

বাক স্বাধীনতা বলেছেন: হবে না।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬

মেরিনার বলেছেন: হুম...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.