নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাজহারুল সাকিব

মাজহারুল সাকিব

বিষাদ করে ভর, তাই এখানে সেখানে উকি মারি ।

মাজহারুল সাকিব › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক সমীকরণ

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪

প্রথম আলুর উপসম্পাদক সোহরাব হাসানের ২য় প্যারায় লেখাঃ
২৫-১২-১৫-তে
"স্বৈরাচারী এরশাদের দল জাতীয় পার্টি যেমন শেখ হাসিনার কাঁধে ভর করেছে, তেমনি একাত্তরের মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতে ইসলামী খালেদা জিয়ার ঘাড়ে চেপে বসেছে। তাই দুই নেত্রীর রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণে অনেক সময় মূল চরিত্রের চেয়ে পার্শ্বচরিত্রের ভূমিকা প্রাধান্য পেয়ে থাকে।"
সোহরাব তাঁর লেখায়,
স্বাধীনতা বিরোধী জামাত= স্বৈরাচারী জাতীয় পার্টি সমীকরণ মেলানোর চেষ্টা করেছেন
আসলে সমীকরণটাকি এমন হওয়ার কথা ছিল?
আমরা সবাই জানি বাংলাদেশের ২টা দল সেনানিবাস থেকে জন্ম হয়েছে,এর একটি বিএনপি অপরটি জাতীয় পার্টি
দুইটারই জন্মগ্রহন একি টাইপের,
আগে দল গঠন, পরে সুবিধাবাদিদের একত্রিত করন, অস্ত্রের মুখে লোক হ্যা না ভোটের মাধ্যমে সংসদে অবস্থান গ্রহন ।
যদি সমীকরণ মেলাতে হয় তাইলে,

বিএনপি= জাতীয় পার্টি।।

স্বাধীনতা বিরোধীরা এই সমীকরণে আসে কিভাবে??

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:

প্রথমত: এগুলো রাজনীতির অংশ হওয়ার কথা ছিল না, এবং অংশ ; এগুলো হলো, ক্ষমতা দখল ও ধরে রাখার ষড়যন্ত্রের অংশ।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৩

মাজহারুল সাকিব বলেছেন: রাজাকার/ যুদ্ধাপরাধী এগুলা এই দেশে ই থাকা উচিত ছিল না,
কুলসিত রাজনীতির অংশ হিসেবে শাহ মুয়াজ্জেম দিয়া শুরু শেষ টা চলমান আছে খালেদা জিয়ার বক্তব্যের মাধ্যমে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.