নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

......পরিচয়টা অপ্রকাশ্যই থাক.......

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ

......... ”ক্ষুদ্র করো না হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন সম ঠাঁই পায় শত্রু-মিত্র-পর .........

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধুর কিছু কাজ এবং আজকের সেকুলারদের মাথাব্যাথা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১২

"বঙ্গবন্ধু মরে গিয়ে ভালোই করেছেন, তিনি যদি আজ বেচে থাকতেন তবে তাকে অনেক কষ্ট পোহাতে
হোতো। যেমন ধরুন-
১) তিনি সোহরাওয়ার্দী উদ্যানে মদ ও জুয়ার আসর
বন্ধ করেছিলেন, আর্মি মেসগুলোতে মদ খাওয়ার পার্টি নিষিদ্ধ করেছিলেন, বাংলাদেশের অধিকাংশ পতিতালয় বন্ধ করে
দিয়েছিলেন। আজকে তিনি যদি এই কাজ করতেন তবে আমি নিশ্চিত, চেতনাব্যবসায়ীরা তাকে আইএস ট্যাগ দিতো,
বলতো- সে শরীয়া রাষ্ট্র কায়েম করছে।
২) বঙ্গবন্ধু মুসলিম দেশের সাথে সম্পর্ক রক্ষার জন্য পাকিস্তানে ওআইসি সম্মেলনে গিয়েছিলেন,
পাকিস্তানের নেতাদের সাথে গলায় গলা মিলিয়েছিলেন। আজকে যদি তিনি এই কাজ করতেন, তবে আমি নিশ্চিত- চেতনাব্যবসায়ীরা তাকে ‘পাকি’ ‘রাজাকার’ ইত্যাদি
বলে গালি দিতো।
৩) বঙ্গবন্ধু দেশে ইসলামী কার্যক্রম বৃদ্ধির জন্য ‘ইসলামী
ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছিলেন।
অনেক ইসলামী দিবসে তিনি বায়তুল মোকাররম থেকে মিছিল বের হলে তিনি সেই মিছিলে অংশ গ্রহণ করতেন।
আজকে যদি তিনি এই রকম করতেন, আমি
নিশ্চিত চেতনা ব্যবসায়ীরা তাকে ‘ছাগু’ উপাধি দিতো।
৪) বঙ্গবন্ধু সব সময় মুসলমানদের জন্য পৃথক ভূমি চাইতেন। তিনি বলতেন- “আমি বিশ্বাস করি মুসলমানদের জন্য পৃথক
রাষ্ট্র না হলে তাদের অধিকার প্রতিষ্ঠা হবে না।”
আজকে যদি বঙ্গবন্ধু থাকতো,
আমি নিশ্চিত চেতনা ব্যবসায়ীরা তাকে এই বক্তব্যের জন্য সাম্প্রদায়িক বলে ছি: ছি: করতো।
৫) বঙ্গবন্ধুর যখন বিয়ে করেন তখন স্ত্রীর বয়স মাত্র ৩ । আজকে যদি তিনি এই কাজ করতেন, তবে চেতনা
ব্যবসায়ীরা তাকে ঠিকই জেলে ভরে ছাড়তো।
৬) বঙ্গবন্ধু বাংলাদেশের ভারতীয় সৈন্য রাখতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ইন্দিরা গান্ধী বলেছিলো, শত্রু সম্পত্তি প্রত্যার্পন করতে। কিন্তু তিনি সেটা করেননি।
বর্তমানে যদি তিনি এভাবে ভারতের স্বার্থের বিরুদ্ধচারণ করতেন, আমি নিশ্চিত তিনি একদিনও ক্ষমতায় টিকে থাকতে পারতেন না, বরং চেতনাব্যবসায়ীরা তাকে আগেই ক্ষমতা থেকে নামিয়ে দিতো।
৭) বঙ্গবন্ধু যুদ্ধের পর নাস্তিক সন্ত্রাসীদের গণহারে দমন
করেছিলেন। রক্ষীবাহিনীর ইতিহাস
আমাদের সবার জানা । আজকে তিনি যদি এ
রকম করতেন, তবে আমি নিশ্চিত
চেতনাব্যবসায়ীরা তাকে জঙ্গী বলে ঘোষণা করতো।।

"হে বঙ্গবন্ধুর ভন্ড প্রেমিকরা, হে তোষামোদী গোষ্ঠী যদি সত্যিই সত্যিই বঙ্গবন্ধুর প্রতি প্রেম দেখাতে চাও, তবে তার নীতিগুলো অনুসরণ করো। বঙ্গবন্ধুর নীতির বিরুদ্ধে চলবে, আবার বঙ্গবন্ধুর নাম বিক্রি করে খাবে সেটা ঠিক হবে না।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৩

অঞ্জন ঝনঝন বলেছেন: বঙ্গবন্ধু না শুধু সব নেতাই পরবর্তীদের দ্বারা ব্যবহৃত হন। তাদের যতটুকু নিজেদের ভাল্লাগবে মানে বাকীটা মানে না। শুধু তার নাম বেচে খায়। অবশ্য এমনটাই হওয়া উচিৎ

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪২

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: "বঙ্গবন্ধু না শুধু সব নেতাই পরবর্তীদের দ্বারা ব্যবহৃত হন।
তাদের যতটুকু নিজেদের ভাল্লাগবে মানে বাকীটা মানে না।
শুধু তার নাম বেচে খায়"।
হ্যাঁ দাদা কথাটা ঠিক বলেছেন তবে এমনটাই হওয়া উচিত এমনটা কেন হবে..?

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৭

অঞ্জন ঝনঝন বলেছেন: সব প্রজন্মের নিজস্ব বিচারবুদ্ধি আছে। তা ব্যবহার না করে কি অন্ধভাবে পূর্ববর্তীদের অনুসরণ করা উচিৎ?

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: অনুসরণ না করুক
অনুকরণ তো করা যেতে পারে...?

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪০

ডঃ এম এ আলী বলেছেন: বঙ্গবন্ধুকে বুঝতে হলে সকলেরই আরো অনেক কিছু বুঝা ও জানা প্রয়োজন ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: আপনি মনে হয় বুঝতে পারছেন ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.