নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

......পরিচয়টা অপ্রকাশ্যই থাক.......

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ

......... ”ক্ষুদ্র করো না হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন সম ঠাঁই পায় শত্রু-মিত্র-পর .........

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

"ক্ষুধা লাগছে ভাই কিছু দেননা খামু"

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০০



"গ্যাস ভিল দিয়ে বের হয়ে পাশের চায়ের দোকানে বসে চা
খাচ্ছিলাম। একটা ছেলেকে লক্ষ্য করলাম,
আনুমানিক বয়স ১১ কি ১২ হবে, ছেলেটা পাশের এক
ভদ্রলোককে খুবই কাতরকন্ঠে বলছে-
"ক্ষুধা লাগছে ভাই কিছু দেননা খামু"
ভদ্রলোক ছেলেটার হাতে দুটাকা ধরিয়ে দিলো, যদিও
দুটাকা ক্ষুধা মিটানোর জন্য খুবই নগন্য,
তারপর ছেলেটা ওখান থেকে চলে গেলো।
খুব খারাপ লাগলো ছেলেটির জন্য পড়া - লেখার
বয়সে ছেলেটা পেটের দায়ে ভিক্ষা করে বেরাচ্ছে,
আমি দ্রুত চা শেষ করে ছেলেটার পিছু নিলাম,
জানিনা কেন পিছু নিলাম, ছেলেটা কিছুদূর গিয়ে
একটা ফাস্টফুড দোকানের সামনে দাড়িয়ে
ডিসপ্লে করা বার্গার আর সেন্ডুইচের দিকে
দূর থেকে তাকিয়ে আছে। আমার কাছে খুবই অদ্ভুত
লাগলো কারন মানুষ কতটা ক্ষুধার্ত হলে এভাবে
খাবারের দিকে তাকিয়ে থাকে!
আমি আর দেরি না করে ছেলেটার দিকে এগোলাম।
আমি: কিরে খিদা লাগছে?
ছেলেটা: হ ভাইয়া। (কিছুটা অপ্রস্তুত হয়ে উত্তর দিল)
আমি: তোর নাম কি? কই থাকস?
ছেলেটা: সাজ্জাদ, কালসি থাকি ভাই।
আমি: বার্গার খাবি?
সাজ্জাদ: না ভাই অনেক খিদা লাগছে ভাত খামু।
আমি আর কথা না বারিয়ে কাছের একটা
বিরিয়ানির দোকানে ওকে নিয়ে গেলাম, কিন্তু ও
ভাত ছাড়া কিছুই খাবেনা। ওর কথামত ভাতের হোটেলে
বসলাম জিজ্ঞেস করলাম, কি খাবি?
সাজ্জাদ: সবজি দিয়া ভাত খামু।
আমি: আর কি খাবি?
সাজ্জাদ: আর কিছু খামুনা।
আমি হোটেলের লোককে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম
গরু মুরগির প্লেট কত? সাজ্জাদ আমাকে বললো,
ভাই ডিম দিয়া খামু।
আমি: তুই গরু, মুরগি খাস না?
সাজ্জাদ: না ভাই অডির দাম বেশি, ডিমের দাম কম।
আমি হেসে দিলাম,
জিজ্ঞেস করলাম গরু নাকি মুরগির মাংস বেশি পছন্দ?
সাজ্জাদ: মুরগি।
ভাত মুরগি আর ডাল অর্ডার করলাম।
আমি: তোরা কয় ভাই বোন? তোর বাপ মা কি করে?
সাজ্জাদ: বাপ আরেক বিয়া করছে, দুই ভাই, বড় ভাই
বিয়া কইরা আলাদা থাকে।
আমি: তোর বড় ভাই টাকা পয়সা দেয় না?
সাজ্জাদ: না।
আমি: তুই পুরবিতে কি করস?
সাজ্জাদ: আইজকা দুই দিন ধইরা বাসায় পাক করেনাই
হের লাইগা খাবার খুজতে আইছি।
আমি: তুই কাজ করস?
সাজ্জাদ: হ, কালশির একটা হোটেলে হারি পাতিল
পরিস্কার করি, ঈদের পরথিকা এহনো খুলে নাই হোটেল।
আমি: কত দেয়?
সাজ্জাদ: দুইবেলা খাওন দেয় খালি।
ইতোমধ্যে ওর খাবার চলে আসলো, ও একপ্লেটের বেশি
ভাত খাবে না, তাও জোর করে দুই প্লেট খাওয়ালাম।
সাজ্জাদ: কেউ আমারে কহনো এম্নে খাওয়ায়
নাই, বাপ মায়ও খাওয়ায় নাই। ভাইয়া আপনের নাম কি?
আমি শুনে সাথে সাথে ইমোশনাল হয়ে পরলাম,
নাম বললাম। জিজ্ঞেস করলাম, RC খাবি? বললো না ভাই,
বাসায় যাওনের টাকা নাই ৫ টা টাকা দিলে ভালো হয়।
হোটেল থেকে বের হলাম দুইজন দুইটা
আইস্ক্রিম খেলাম তারপর ওকে রিক্সায় উঠিয়ে
দিলাম। সাজ্জাদ যাওয়ার সময় পেছনে তাকালো
আর হাসি দিয়ে জোরে একটা সালাম দিলো,
খুশি হয়ে গেলাম। জীবনে কতটাকা কতদিকে উরায়ে ফেললাম মনেও নেই, কিন্তু আজ মাত্র ১২৭ টাকা খরচ
করে যা পেলাম তা কোটি টাকা দিয়েও সম্ভব না।
আমি জানি একবেলার খাবার দিয়ে আমার পক্ষে
সাজ্জাদের জীবনে পরিবর্তন আনা সম্ভবনা, জানিনা, পরের বেলা ও কোথায় খাবে!

(সংগৃহিত এবং পরিমার্জিত)

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬

সেলিম৮৩ বলেছেন: অাপনার লেখা পড়ে চোখটা ছলছল করে উঠলো।
সমাজে বিত্ত্ববানরা যদি অাপনার মত মানবিক গুনাবলি নিয়ে চলেতো তবে বাংলাদেশে একটি পরিবার একটি মানুষও অনাহারে দ্বারে দ্বারে ঘুরতো না।
অাল্লাহপাক অাপনার এই মানবিকতার জন্য উত্তম প্রতিদান দান করুক। অামিন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৪

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য ও আমাকে মূলমান দুআ করার জন্য, অন্তরের অন্তস্তল থেকে শুভেচ্ছা রইলো ....

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


আপনি ভালো মানুষ।

এদের সবাইকে ফ্রি পড়ানোর মত টাকা জাতির আছে; শেখ হাসিনা ও মুহিতের বুদ্ধি খুবই নীচু মানের।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২২

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: জাতির কাছে টাকা আছে, কিন্তু টাকা থাকাটাই যথেষ্ঠ না এর সাথে লাগবে একটা সুন্দর 'মন' যা আমাদের জাতির ধারক বাহকদের নিকট অবশিষ্ট নেই খুবই নগন্য তাদের মন...
মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

হোয়াইট ফায়ার বলেছেন: ভালো কাজ করার পর মানুষের মনে অন্যরকম ভালোলাগা তৈরি হয় যা কিছু ভোগ করার মাঝে পাওয়া যায় না।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৪

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন, ধন্যবাদ মন্তব্যের জন্য ...

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

একটি পেন্সিল বলেছেন: সাইকোলজিক্যাল গড়মিল আছে গল্পটায়, তবুও ভাল লাগল। ফেসবুকে এই মাত্র দেখলাম, তারা কি এখান থেকে কপি করেছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৮

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য .. .
ফেসবুকের ব্যপার টা সঠিক বলতে পারলাম না!

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২০

হাবিব বলেছেন: আসলে কি বলব ভাই এইসব পোস্ট দেখে নিজের কাছে খারাপ লাগে, কেননা আমি যখন দেশে থাকি এই রকম অনেক মানুষ কে আমি সাহায্য করি।আজ বাহিরে আছি বলে কিছুই করতে পারছি না।যাই হক আমরা যদি তাদের পাশে দাড়ায়, যাদের আছে তাদের কিন্ত কমে যাবে না,বরং তারা খুশি হবে।আজকের সমাজ এ নেশাপানি, আরও কত কিছু করে টাকা উড়াইতেছে মানুষ, যদি আপ্নে নেশা করার টাকা থেকে কিছু টাকা দেন তাদের বড় উপকার হবে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৬

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: যেনে খুশি হলাম আপনি অসহায় মানুষের সাহায্যে এগিয়ে যান, অসহায় কে সাহায্য করার মত মানুষ এখন দূ্র্লভ, আল্লাহ আপনার কর্ম অনুযায়ী প্রতিদান দান করুন ...
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ '

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৬

প্রামানিক বলেছেন: কষ্টের কাহিনী।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৬

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: হ্যাঁ, ছেলেটির জন্য কষ্টের ... আমাদেরটা জানি না

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৩

জাহাজী বলেছেন: দেশের অল্পসংখ্যক মানুষেরও মানসিকতা এমন হলে দেশটার চেহারাই বদলে যায়। পুঁজিবাদীতা আমাদের অন্তরে ঘুণ ধরায় দিছে

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:০৮

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন, আমাদের বিবেক ভোতা হয়ে গেছে অচিরেই একে ধার দেয়া প্রয়োজন না হয় দেশের অবস্থা আরো করুণ হয়ে যেতে বেশি দেরি নেই!
মন্তব্যের জন্য ধন্যবাদ, ভালো থাকুন ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.