নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাইমিনুল ইসলাম বাপ্পী-র ব্লগ

একলা চলো রে

ভালো নাম মোহাইমিনুল ইসলাম বাপ্পী।কল্পবিজ্ঞান, সাইকোলজিক্যাল গল্প এবং ফ্যান্টাসি নিয়ে লেখালেখি করতে ভালো লাগে। এসব নিয়েই লিখছি অল্পবিস্তর।

একলা চলো রে › বিস্তারিত পোস্টঃ

আমার প্রথম বইঃ যে শহরে গল্প লেখা বারণ

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৬

মেলায় চলে এসেছে আমার প্রথম উপন্যাস- “যে শহরে গল্প লেখা বারণ



কাহিনী সংক্ষেপঃ
ছোট্ট এক মফস্বল শহর নিশ্চিন্তপুর। যে শহরে অপরাধ হয় না বললেই চলে। কিন্তু হলো একদিন। চুরি হলো এক প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলরের শখের সাইকেল। ব্যস, শহরে মুখরোচক গল্পে পরিণত হলো ঘটনাটা! ভাবছেন, একটা সামান্য সাইকেল চুরির ঘটনায় এত মাতামাতি করার কি আছে? একই কথা ভেবেছিল নিশ্চিন্তপুরের সাহিত্যমনা একদল তরুণ-তরুণী। তারা বুঝল, মানুষ সত্যিকার বিনোদন পায় অপরাধের গল্প শুনে। কোথাও অপরাধ হলে মানুষ যতই মুখে মুখে ‘হায় হায়’ করুক না কেন, তাদের মনের একটা অংশ আনন্দ পায়। এই বিষয়টা উপলব্ধি করে তারা একটি বিনোদনমূলক পত্রিকা বের করল। নাম দিল ‘গল্প হলেও সত্যি’। কাল্পনিক কিন্তু গায়ে কাঁটা দেওয়া সব অপরাধের গল্প ছাপা হলো সেখানে। অপরাধ-বিহীন শহরে এমন একটি পত্রিকা বিক্রি হতে লাগল হট কেকের মতো। এরপর হঠাৎ কী এমন হলো, কোপেনহেগেন থেকে খ্যাতিমান বাঙালি সাইকোলজিস্ট জিব্রান আহমেদ ছুটে এলো নিশ্চিন্তপুরে? কী এমন ঘটল যে নিশ্চিন্তপুর থানার ওসি রুদ্র তালুকদার তার শান্ত শিষ্ট স্বভাব ছেড়ে রুদ্রমূর্তি ধারণ করল?
একটা বিনোদনমূলক পত্রিকা কি করে নিশ্চিন্তপুরকে বদলে দিল চিরদিনের জন্যে?
ছোট এই মফস্বলে ধীরে ধীরে উন্মোচিত হতে লাগল অকল্পনীয়, অচিন্তনীয় সব
রহস্য!



বইঃ যে শহরে গল্প লেখা বারণ
জনরাঃ সাইকোলজিক্যাল থ্রিলার
প্রকাশনীঃ বাতিঘর প্রকাশনী
স্টল নংঃ ১৫১-১৫২
পৃষ্ঠাঃ ১৪৪
মুদ্রিত মূল্যঃ ১৮০

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২২

নেওয়াজ আলি বলেছেন: প্রিয় শুভ কামনা অহর্নিশি। ♥♥।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

একলা চলো রে বলেছেন: ধন্যবাদ। :)

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৫

শের শায়রী বলেছেন: রিভিউতে ভিন্নতা পেলাম যেন। আপনার সাফল্য কামনা করি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

একলা চলো রে বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: অন্য রকম স্বাদ পেলাম।
ইনশাল্লাহ সংগ্রহ করবো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

একলা চলো রে বলেছেন: ভালোবাসা নেবেন।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৯

রায়হানুল এফ রাজ বলেছেন: বইয়ের কাহিনী সংক্ষেপ পড়ে ভালোই লাগলো।
বই পাঠক নন্দিত হোক। শুভকামনা রইলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

একলা চলো রে বলেছেন: ধন্যবাদ।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

অজ্ঞ বালক বলেছেন: আপনার বই নিয়া ব্যাপক আশায় আছি কইলাম।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

একলা চলো রে বলেছেন: আশা করছি মেলায় গেলে কিনবেন। :)

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০২

করুণাধারা বলেছেন: পাঠক নন্দিত হোক- শুভেচ্ছা রইল।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

একলা চলো রে বলেছেন: ধন্যবাদ।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১০

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা রইলো; বেশ আগ্রহ উদ্দীপক রিভিউ। চেষ্টা করবো সংগ্রহের।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

একলা চলো রে বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা রইল। সম্ভব হলে পড়ে রিভিউ জানাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.