নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন যাযাবর বেদুঈন

মোহাম্মদ আবির মাহমুদ

পৃথিবীটা দেখবো বলে কবিতার কাছে যাই!কবিতার কাছে আমি জীবন খুঁজে পাই

মোহাম্মদ আবির মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

অনাকাঙ্ক্ষিত মৃত্যু

০১ লা জুন, ২০১৮ রাত ১১:৪৩

সাদা এপ্রোনের ভেতর থেকে বলেছে,
কোনো শেষ ইচ্ছা থাকলে পূরণ করে ফেলুন!
লাস্ট স্টেজে আমাদের কাছে এসেছেন!
ঝলসানো হৃদপিণ্ডটা বড়জোর ছ'দিন টিকবে!

ডাক্তার সাহেব, একটা সাহায্য করবেন?
আমার কথাগুলো সকলকে জানিয়ে দেবেন!
আমি দুঃখিত পৃথিবী!
তোমার কাছ থেকে নিয়েছি গত বিশটা বছর
দেইনি কানাকড়িও!
ভালো থেকো পৃথিবী!
ভালো থেকো পৃথিবী; ভালো থেকো জনতা
ভালো থেকো তুমি আর অকবির কবিতা।

জানেন ডাক্তার সাহেব!
আমার জন্য কাঁদবে কয়েকজন!
আমার বন্ধুরা আমার মৃত্যুর দিন থেকে গুনেগুনে চারদিন
ঈশ্বরের কাছে কাঁদবে নিজেদের জন্য!
তারপর চল্লিশ দিন অব্দি তারা ইশ্বরের জন্য নিবেদিত প্রাণ হবে!
তারপর ওরা আর কিছুই করবেনা!
না ঈশ্বরের ভয় ওদের ভেতরে থাকবে ওরা শুধু আমার মৃত্যুর কথা ভুলে যাবে!

শুনুন ডাক্তার সাহেব,
আমার জন্য কাঁদবে কয়েকজন!
আমার আয়ু যদি ছ'দিন হয় তাহলে লিখে রাখুন আমার মায়ের আয়ুও ছ'দিন!
আমার মরদেহের সামনে দাঁড়িয়ে মা পাথর হয়ে যাবে!
সবাই উনাকে ঝাঁকি দিয়ে কাঁদাবে!
তারপরে বড়োজোর পাঁচ ছ'ঘন্টা তারপর উনিও মারা যাবেন!

আরেকজন আছে, ডাক্তার সাহেব!
আমার মৃত্যু সংবাদ পেয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকবে।
তারপর ঢুকরে কেঁদে উঠবে পূর্বা!
পূর্বা মানে আমার পূর্বা!
আমাকে ছেড়ে গেছিলো সে; সেটা মনে করে আমার দেওয়া নুপুরজোড়া
আর শুকনো কদমফুল গুলো বুকে জড়িয়ে কাঁদবে সে!
কাঁদতে কাঁদতে পূর্বা পাগল হয়ে যাবে!

আমার মা আর আমি!
আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে কালের গর্ভে!
মলিন পায়ে নুপুর আর ওড়নাতে শুকনো কদম পেঁচিয়ে বেঁচে থাকবে পূর্বা!
বেঁচে থাকবে পূর্বা পাগলি একটি মৃত্যুর সাক্ষী হয়ে!

জানেন ডাক্তার সাহেব!
এতোদিন আমি স্বর্গে যেতে চাইতাম!
স্বর্গ ছিলো একটা কাঙ্ক্ষিত জায়গা!
আজ মৃত্যমুখে পৃথিবীটাকে স্বর্গ মনে হচ্ছে!
আমি এ স্বর্গ ছেড়ে এতো দ্রুত যেতে চাই না!

বলুন না স্রষ্টাকে,দয়াকরে, ডাক্তার সাহেব!
আমাকে আর কটা দিন বাঁচিয়ে রাখতে!
তিনি তো সব পারেন!
আমাকে আর কটা দিন এখানে থাকার সুযোগ দিতে পারেন না?

আমি যেতে চাই না,ডাক্তার!
আমি আর কটা দিন থাকতে চাই!
আর কটা দিন বাঁচতে চাই!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.