নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারিক রানা চৌধুরী

তারিক রানা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ছাগল অতটা ছাগল না

২৭ শে মার্চ, ২০১৪ রাত ২:১১

আমরা ছাগল নামক প্রাণীটিকে যতটুকু বোকা ভাবি, তারা আসলে তটা নয়, এমনকি অনেক প্রাণীর চেয়েও বুদ্ধিমান। জানিয়েছেন লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা দেখেছেন, ছাগল বেশ দ্রুত শিখতে পারে, তাদের স্মরণ শক্তিও দারুণ।

গবেষকেরা দেখেছেন, কোনো কোনো কাজে ছাগলেরা শিম্পাঞ্জির চেয়েও দ্রুত শেখে। গবেষকেরা একটি বাক্সে রাখা খাবার বের করতে দুটি ধাপ শিক্ষা দেয়ার চেষ্টা করেন ১২টি ছাগলকে। এগুলোর মধ্যে ৯টি কাজটি বেশ তাড়াতাড়ি করে ফেলে। বাকি দুটিও একটু সময় নিয়ে তা শিখে ফেলে। কেবল একটিই ফেল করে।

এই কাজটি ছাগলদের শেখাতে হয়েছিল ১২বার। শিম্পাঞ্জিদের লেগেছে আরো বেশিবার। এমনকি ১০ মাস পরও ছাগলগুলো বাক্স থেকে খাবার বের করার দুই ধাপের পদ্ধতিটি মনে রেখেছিল।

গবেষকদলের প্রধান ড. ম্যাকইলিগট বলেন, ছাগল বুদ্ধিমান প্রাণী নয়, এই ধারণা ভুল প্রমাণ করতেই আমরা নেমেছিলাম। আমরা দেখেছি, তারা জটিল কাজও করতে পারে এবং তা দীর্ঘ সময় মনেও রাখতে পারে

বিদেশি খবরের সুত্র ধরে নয়া দিগন্তে প্রকাশিত নিউজটি শেয়ার করলাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.