নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

সেলিম জাহাঙ্গীর

সেলিম জাহাঙ্গীর যে দ্যাশে নাই জীন মরণরে আমার মন ছুটেছে সেই দ্যাশে গুরু লওনা আমায় তোমার সে দ্যাশে

সেলিম জাহাঙ্গীর › বিস্তারিত পোস্টঃ

“দাঁড়িয়ে থাকুক যৌনপল্লী“

০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০২

দেশ আমার বেশ ভালো

সব জানলাম-

তবে, মানলামনা কিছু রিতি,

মানুষ গুলো কোথায় বসে আজ

গায় সাম্যের গীতি।

নারী পুরুষ অধিকার আজি

বইয়েতে রয়েছে সুমার ,

যৌনপল্লীগুলো দাঁগিয়ে আছে

সমাজে ধরেছে বিমার।

একজন বেশ্যাকে কেউ যখন বলে

ওরে লটির মেয়ে,

বেশ্যালয় তোদের ভাঙবো দেখিস

দলবল সাথে নিয়ে।

ধর্ম গেলো ধর্মে যাবে

এমনতো যায়না মানা,

জুম্মার নামাজ শেষ করে সবে

দেবো পতিতাদের হানা।

ধর্ম সমাজ রক্ষার নামে

বেশ্যালয় উচ্ছেদ চলে;

নিজের পাপ লেবাশে ঢেকে

অন্যের পাপ খোজা আজ চলে।

একজন নারীর সামাজে আজ

টিকা থাকা বড় দায়,

আমাদের সমাজ আসলে কেমন

ভাবলেই লজ্জা পাই।

সব পতিতার আত্ম কহন

আমায় ডাকিয়া বলে

আমাদের সাথে সারথী হও কবি

এসো ন্যায় সংগ্রামের দলে।

বেশ্যা বৃত্তির পক্ষে নয়

বেশ্যাদের কথা‘ই বলি,

দয়া করুনা সহানুভূতির ছলে

আর দিওনা গালি?

মাথা তাদের উঁচু করে

বেঁচে থাকার অধিকার,

চলবে লড়াই সংগ্রাম আমার

কখনো মানবোনা হার ।

অর্থ নৈতিক সামাজিক সাম্য

প্রতিষ্ঠা করার আগে

দাঁড়িয়ে থাকুক যৌনপল্লী

সভ্যতার লজ্জা হয়ে।

#

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

লেখোয়াড় বলেছেন:
ভাল লিখেছেন।
+++++++++++++

০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

সেলিম জাহাঙ্গীর বলেছেন: লেখোয়াড়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.