নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

মাতৃভাষা বাংলায় আবহাওয়া বিজ্ঞান চর্চা (পর্ব ১৭): শীতকালীন প্রচন্ড শীত ও বৃষ্টিপাতের বৈজ্ঞানিক ব্যাখ্যা

১০ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪১

২০২২ সালের ডিসেম্বর মাসের ২৪, ২৫ ও ২৬ তারিখে ছিল বৃষ্টি > ২৮ শে ডিসেম্বর থেকে শুরু করে আজ ১০ ই জানুয়ারি, ২০২৩ পর্যন্ত শীত > আগামী সপ্তাহে বৃষ্টি (জানুয়ারি ১৪, ১৫, ১৬)> তার পরের সপ্তাহে আবারও শীত (জানুয়ারি ১৬ থেকে ২২) > তার পরের সপ্তাহে আবারও বৃষ্টি (জানুায়ারির ২৩, ২৪, ২৫) হওয়ার সম্ভাবনার কথা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাষ মডেল গুলো।



বাংলা ভাষায় একটা প্রবাদ রয়েছে "যত দোষ নন্দ ঘোষ"। আবহাওয়া বিজ্ঞানের ভাষায় এই নন্দ ঘোষ ব্যচারার নাম হলও জেট স্ট্রিম। এই জেট স্ট্রিমই প্রধানত দায়ী শীতকালের প্রচণ্ড শীত ও বৃষ্টির জন্য।

২০২২ সালের ডিসেম্বর মাসের ২৪, ২৫ ও ২৬ তারিখে ছিল বৃষ্টি > ২৮ শে ডিসেম্বর থেকে শুরু করে আজ ১০ ই জানুয়ারি, ২০২৩ পর্যন্ত শীত > আগামী সপ্তাহে বৃষ্টি (জানুয়ারি ১৪, ১৫, ১৬)> তার পরের সপ্তাহে আবারও শীত (জানুয়ারি ১৬ থেকে ২২) > তার পরের সপ্তাহে আবারও বৃষ্টি (জানুায়ারির ২৩, ২৪, ২৫) হওয়ার সম্ভাবনার কথা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাষ মডেল গুলো।

বাংলা ভাষায় একটা প্রবাদ রয়েছে "যত দোষ নন্দ ঘোষ"। আবহাওয়া বিজ্ঞানের ভাষায় এই নন্দ ঘোষ ব্যচারার নাম হলও জেট স্ট্রিম। জেট স্ট্রিম হলও ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৮ থেকে শুরু করে ১৫ কিলোমিটার উচ্চতায় প্রায় ৩০ ডিগ্রী উত্তর অক্ষাংশ থেকে শুরু করে ৬০ ডিগ্রী উত্তর অক্ষাংশের মধ্যবর্তী এলাকার মধ্য দিয়ে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যুদ্ধ বিমানের গতিতে প্রবাহিত বায়ু। এই বায়ু সাধারণত স্থান ভেদে ঘণ্টায় ২০০ থেকে ৫০০ কিলোমিটার বেগে প্রবাহিত হয় যা প্রায় যুদ্ধ বিমানের গতিবেগের সমান। এই কারণে এই বায়ুকে জেট-স্ট্রিম নামা অভিহিত করা হয় আবহাওয়া বিজ্ঞানে।



এই জেট স্ট্রিমই প্রধানত দায়ী শীতকালের প্রচণ্ড শীত ও বৃষ্টির জন্য। এই জেট স্ট্রিমের সামনের অর্ধেক অংশ যখন বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের উপর অবস্থান করে তখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে ও বৃষ্টিপাত ঘটায়। পক্ষান্তরে একই এই জেট স্ট্রিমের পিছনের অর্ধেক অংশ যখন বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের উপর অবস্থান করে তখন আকাশ মেঘ মুক্ত থাকে ও প্রচণ্ড শীত জেঁকে বসে। এই সময় সন্ধ্যার পরে কিংবা সকাল বেলায় কুয়াশায় ঢাকা পড়ে দেশের বিভিন্ন অংশ।

=======================================================
ছবি বর্ণনা: (ছবিগুলো আজ থেকে প্রায় ১ বছর পূর্বের, ২০২২ সালের জানুয়ারি মাসের)
=======================================================

ছবি ২ টি উদাহরণ হিসাবে ব্যবহার করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ১১ তারিখের বৃষ্টি ও জানুয়ারি মাসের ১৮ তারিখের শীতের।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০১

বিটপি বলেছেন: ২০২২ ডিসেম্বরে বাংলাদেশে বৃষ্টি হয়েছে, এমন কোন তথ্য তো আমার জানা নেই। তবে হ্যাঁ, আগের বছর অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বরে ঘুর্ণীঝড়ের প্রভাবে তিন দিন টানা বৃষ্টি হয়েছিল।

১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ২৫ শে ডিসেম্বর রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের সকল জেলায় বৃষ্টি হয়েছে। ঢাকা শহরেই তো প্রায় ৬ ঘন্টা ধরে বৃষ্টিপাত হয়েছে ২৫ শে ডিসেম্বর। ২৪ শে ডিসেম্বর বৃষ্টি হয়েছে নেত্রকোনা ও সুনামগন্জে। ২৬ শে ডিসেম্বর বৃষ্টি হয়েছে বরিশাল ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোতে।

ইয়ে, মানে, আপনি কি ঐ ৩ দিন সুইজারল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন নাকি?

২| ১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: শীত কালে খুব একটা ঝড় বৃষ্টি হয় না। তবে আগুন লাগে বেশি। অবশ্য এ বছর এখন পর্যন্ত কোথাও আগুন লাগার ঘটনা ঘটেনি। রাস্তাঘাটে অনেককে দেখা যায় আগুন পোহাচ্ছে।

১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আগুন লাগে সাধারণ ফেব্রুয়ারি ও মার্চ মাসে। তবে ভালো সংবাদ যে এই বছর এখন পর্যন্ত কোন আগুন লাগে নাই।

৩| ১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২২

বিটপি বলেছেন: আসলেই তো! আমি কি সুইজারল্যান্ডে গিয়েছিলাম? নইলে ৬ ঘন্টা ধরে বৃষ্টি হল - আমি টের পেলাম না কেন?

১৩ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ইরা মানে, সুইস ব্যাংকে কত টাকা রাইখা আসলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.