নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেগে ওঠো প্রবঞ্চিত প্রেমিকের দল, সম্ভ্রম হারানো বোনযারা কালরাতে ঘুমাতে পারনি নিজের বিছানায়যে সব মা জেগে আছ সন্তানের ফেরার প্রত্যাশায়যারা ভূগছ মাদক আর সিজোফেনিয়ায়তোমাদের কথা লিখেছি আমার কবিতায়----

মজিদ মাহমুদ

কবি, প্রাবন্ধিক ও কথাশিল্পী

মজিদ মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

সৈনিক

০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

তোমার জন্য কিছু একটা করবো বলেই তো আমার এই সৈনিকজীবন
কাঁধে বন্দুক, ভারিবুট, মোটা-উর্দি- সারাক্ষণ কুইক-মার্চ, এটেশন থাকা
যারা এই ভর দুপুরে স্ত্রীর দেয়া কফি খাচ্ছে, তারা ঠিক বুঝতেই পারবে না
যদিও বাঙ্কারগুলো খালি পড়ে আছে, রোদ কিংবা বৃষ্টিতে ভিজে সহযোদ্ধারা
করছে পর্বতে ক্রলিং; এমনিতেই আমরা যারা সমতলে বেড়ে উঠেছিলাম
কখনো সইতে হয়নি উর্ধ্বমুখী চাপ; শরীরের সঙ্গে অতিরিক্ত চল্লিশ কেজি
ওজন নিয়ে বন্ধুর খাড়াপথ বেয়ে উঠে যাচ্ছি, আবার নেমে আসছি
কল্পিত শত্রুদের করছি মণ্ডুপাত; জানি তোমার অখণ্ডতার রয়েছে ভয়
আমারও তো দিন কাটতে পারত কেবল তোমার প্রসংশায়, আমিও
তোমার ফুল ও পাখি দেখে, খোঁপায় জড়িয়ে দিতে পারতাম করবী
গরম সুপের সঙ্গে অন্থন খেয়ে তোমাকে নিয়ে যেতে পারতাম বিছানায়
বছর বছর, ডায়াপার পাল্টানো, শিশুদের স্কুলে নেয়া; বিবাহবার্ষিকীতে
একটি হিরার নেকলেস, কে আর জানতো তোমার আনন্দের পরিমাপ
সকল কিছুর মধ্যেই তো আনুগত্য ও প্রাপ্তির আকাক্সক্ষা রয়েছে লুকিয়ে
অথচ আমি, এই অন্ধকারে রোদ কিংবা বৃষ্টিতে ভিজে, মশার কামড়ে
পাহারায় রয়েছি তোমার অরক্ষিত অঞ্চল; নিকষকালো অন্ধকার
তুমি দেখতে পাচ্ছ না; ভাবছ, লোকটির মনোযোগ রয়েছে অন্য কোথাও
বন্ধুদের কাছে হেসে হেসে গল্প করছ, সৈনিকের বুদ্ধি বুট ও হাঁটুতে
অবশ্য তুমি জানতেও পারবে না, এই বিনিদ্র বন্দুকের গর্জন ছাড়া
একটি উড়ন্ত বাজপাখির নখরে ঝুলে থাকতো কোমল মেষশাবক
তুমি ভাষা ও ভূগোলবিহীন পরিণত হতে লেপামোছা যৌনদাসীত্বে
যদিও ইতিহাসে লেখা আছে পুরুষের রক্তপাতের কাহিনী; তবু কেউ
বলেনি, পুত্র ও প্রিয়জনের মৃত্যুর পর অন্য কোনো সেনাপতির দখলে
তুমি ঘুমাও, তুমি জেগে থাকো মানসী আমার, যাকে ইচ্ছে মাল্য দাও
তোমার নিরাপদ ঘরে ফেরা, ধূলা থেকে কুড়িয়ে নিচ্ছি অরক্ষিত অঞ্চল
তোমায় পুরোটা পাবাে বলেই তো ঘর নয়, সীমান্তে জাগ্রত রয়েছি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮

শামীম আরেফীন বলেছেন: সুন্দর কবিতা। ভাল্লাগছে

০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪

মজিদ মাহমুদ বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৪

মাসুম মুনাওয়ার বলেছেন: আপনার কবিতা বরাবরের মতই ভালো। মাহফুজা মঙ্গল সেরা

০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫

মজিদ মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন! বোধের কতটা গভীরে গেলে এমন কবিতা আসে...!!

ইতিহাসে লেখা আছে পুরুষের রক্তপাতের কাহিনী; তবু কেউ
বলেনি, পুত্র ও প্রিয়জনের মৃত্যুর পর অন্য কোনো সেনাপতির দখলে
তুমি ঘুমাও, তুমি জেগে থাকো মানসী আমার, যাকে ইচ্ছে মাল্য দাও
তোমার নিরাপদ ঘরে ফেরা, ধূলা থেকে কুড়িয়ে নিচ্ছি অরক্ষিত অঞ্চল
তোমায় পুরোটা পাবাে বলেই তো ঘর নয়, সীমান্তে জাগ্রত রয়েছি।

০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

মজিদ মাহমুদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.