নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটা নিমচাঁদের ব্লগ

পুড়ছিল ওই শ্মশান ভরে কাঠের রাশি, পুড়তে আমি ভালোবাসি, ভালোইবাসি।

নিমচাঁদ

ঝিনুক নীরবে সহো,ঝিনুক নীরবে সহো ঝিনুক নীরবে সহে যাও, ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তো ফলাও।

নিমচাঁদ › বিস্তারিত পোস্টঃ

টরেন্টোর ধার্মিকতা

০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৪৭

দেশেও এই প্রশ্নের মুখোমুখি হইতাম

ভাই কি রোজা আছেন?

এই প্রশ্নগুলা যারা করতো তারাও দিনেকালে আমার মতোন দেশান্তরী হইছে, পাস্পোর্টের কালার চেঞ্জ করছে, বাস ছাইড়া নিজের গাড়ী ধরছে, চুপেচাপে এক দুইবার লাল পানিও পেটে ঢুকাইছে
কিন্ত খাইসলত পরিবর্তন করবার পারে নাই।

কাইলকা একজন ফোন দিয়া কয়,

- ভাই সালাম।।
ঃ ওয়ালাইকুম সালাম
- কি ভাই রোজা নিকি?
ঃ বিষয়টা এমন হইয়া গেলো না যে, বিয়ার পরে বউরে জিগাইতেছেন, তুমি বিয়ার আগে কারো লগে শুই ছিলা কিনা।
- কি কন ভাই! জিগাইলাম রোজা রাখছেন কিনা, লগে লগে আমার বউরে লইয়া আইলেন?
ঃ শুনেন, এমন সিলেবাস সামনে আনবেন না, যে সিলেবাসে পইড়া পরীক্ষা দেই নাই। আপ্নাগো বেহেশতও দরকার,দুনিয়াও দরকার।
বীফের ঝাল মাংশও ভালো লাগে, লগে বিয়ার হইলে মন্দ হয় না,আর বিয়ার যখন খাইয়াই ফালাইলাম এখন রোজা নামাজ কইরা মাফ সাফ চাইয়া লইতে হইবো।
৭০ বছরের জীবন আংগুল চাইট্টা খাইয়া, এখন আখেরাতের অনন্ত জীবন আপ্নেরে টানতেছে - এতে আমার সমস্যা নাই।

কিন্ত অন্যের পুরুষাংগ হাতানোর অভ্যাসটা বাদ দেন।
আপনার দুই বিচি খাসীরে দিবেন নাকি ঝি রে দিবেন এইটা নিয়া আপ্নেরে কখনো জিগাইছি?

ওই পাশ থেকে ক্লিক করে লাইন কেটে গেলো

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১২

সোবুজ বলেছেন: এইটা কোন টাইপের আলাপ করলেন।কিছুই বুঝতে পারলাম না।এইটা মনে হয় টরেন্টোর সাথে যায় না।কানাডার সাথেও না।

২| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৯

এপোলো বলেছেন: আপনার সঙ্গ পরিবর্তন করেন। সামান্য একটা প্রশ্নে যদি আপনার এতোই খারাপ লাগে, তাদের ফোন না ধরলেই তো পারেন। এত মন খারাপ করে, এত মুখ খারাপ করে, এতো ফালতু একটা লেখা না লিখে প্রশ্নকর্তাকে বলে দিতেন, ভাই রোজা রাখি না, এই প্রশ্নও সহ্য হয় না।
সামান্য কথায় কাজ শেষ না করে হুদাই মুখটা খারাপ করলেন।

৩| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৫০

জাদিদ বলেছেন: হা হা হা। এইভাবে বিলা হইলেন!! যাক! এই ধরনের পাবলিক সব জায়গায় আছে!
তবে নিম দা! ব্লগে এখন সুশীল হাওয়া চলছে! আপনি যে যুগের ব্লগার, সেই যুগে পোলাপাইন কমেন্ট করতেও ডরাইতো!

@এপোলোঃ অন্য সম্পর্কে না জেনে জ্ঞান দেয়াটা আমাদের একটি কাজ। এই পোস্টটির মধ্যে একটি প্রচলিত এই অন্যায়ের বিরুদ্ধে তীব্র সমালোচনা করা হয়েছে, সমালোচনার ভাষাটা বইয়ের মত হয় নি। আপনি আসল ম্যাসেজ পেলেন না, আপনি আসছেন ভাষার সৌন্দর্য নিয়ে। অবশ্য এখন এই অবস্থাই চলছে। আপনার আর দোষের কিছু না।

৪| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১:১৭

নিমো বলেছেন: হা হা হা! ধর্মেও আছি, জিরাফেও আছি ব্লগাররাইতো ব্লগে বেশ আছি। !:#P

৫| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১:১৮

এপোলো বলেছেন: খারাপ ভাষার মধ্যে কখনো ভালো মেসেজ থাকতে পারে না। এখন সময় ভালো, মানুষ কথা বলতে ভয় পায় না। "নিম দা" যুগে পোলাপাইন কমেন্ট করতে ভয় পেতো শুনে খুব খুশি হলাম এই ভেবে যে সেই যুগ আর নাই। সবজায়গায় জ্ঞান দেয়াটা যে মানায় না সে উপদেশ নিজেই মানলেন না কেন সেটা বুঝলাম না। @জাদিদ

৬| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১:২৪

সোবুজ বলেছেন: এতোক্ষনে বিষয়টা বুঝতে পেরেছি।আমি একটু দেরিতে বুঝি।

৭| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৩:২৯

নিমচাঁদ বলেছেন: আমার ভাষা নিয়া আপনার সমস্যা হওয়াতে আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত। কানাডার সাথে কি কি যায় দয়া করে জানাবেন, আমি সেভাবে নিজেকে শুধরে নিতে চেষ্টা করবো।
আপনার দোয়ার মাঝে আমাকে রাখবেন দয়া করে

৮| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৩:৩৪

নিমচাঁদ বলেছেন: আমি আপনাদের মতোন ভদ্র সংগের অপেক্ষায় দীর্ঘদিন আছি। কিন্ত সমস্যা হলো ভাগে মিলছে না।
রোজা রাখি কি রাখি কিনা এইটা এই লেখার কারণ না।
এই লেখা দিয়ে প্রমাণ করতে চাইলাম
বাংগালী খুব বেশী অন্যের ব্যক্তিগত ব্যাপারে মাথা ঘামাতে চায়।
এই যেমন আপ্নিও আমাকে পরামর্শ দিলেন কে আমার সংগ হবে আর কে হবেনা।
এই রকম টেষ্ট সামনেও চলবে ভাই।

৯| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৩:৩৭

নিমচাঁদ বলেছেন: সুশীলতা শেখানোর চেষ্টা বাদ দেন।
আসেন ভাষা নিয়া আমরা কথা বলি।
এই সমস্ত লেখার উদ্দেশ্য কিন্ত খুব সংগোপন কিছু নয়।
ভদ্রতা, মানবতা, সভ্যতা
ধর্মের চাইতে অনেক উপরের জিনিস।
আপনি ধর্মরে সভ্যতার উপরে রাখছেন। এইটা আপনার বিবেচনা। আমি আপনেরে আপ্নেরে আপনার পছন্দ নিয়া কমেন্ট দিমূ না
কিন্ত অই যে? অনেক মানুষের মতোন আপনার আচরন হইলো নিজের মতামত এবং বিশ্বাস কে সবচেয়ে ওপরে রাখা

এই ধরনের টেষ্টিং সামনে আরো চলবে।
আপনাদের ধৈর্য্যের আরো পরীক্ষা দিতে হইবে

১০| ০৮ ই এপ্রিল, ২০২২ ভোর ৪:১৭

জ্যাকেল বলেছেন:
হেঃহেঃহেঃ এপোলো ভাইসাহেব টপিকটা ধরতে পারেন নাই কারণ নিমঁচাদ ভাইসাহেবদের আমলে ছিলেন না বলেই হয়তো। তবে আমি হলফ করে বলতে পারি পোস্টের বক্তব্য আমার নিকট পরিস্কার ছিল। এই বাম হাত ঢুকানোর খাইসলত আমাগো দেশি ভাই বোনদের কমানো দরকার।

১১| ০৮ ই এপ্রিল, ২০২২ ভোর ৪:৪৯

গরল বলেছেন: আজকাল তো "ভাই কি কনডম ইউজ করেন না ভাবি পিল খায়" এইটা জিগাইলেও কেউ মাইন্ড করে না, রোজা আছেন নাকি এইটাতো অনেক মামুলি বিষয়। তবে আমি এক পুলিশ কর্মকর্তারে "পুলিশের চাকরি করে রোজা রাখা জায়েজ কিনা" এই প্রশ্ন করে আসলেই বিপদে পড়েছিলাম।

১২| ০৮ ই এপ্রিল, ২০২২ ভোর ৬:৫৭

নিমচাঁদ বলেছেন: @গাড়ল, বিষয় এখন জিগানের মধ্যে সীমাবদ্ধ না। ধর্ম পালনের চাইতে ধর্ম রক্ষা যখন কোন সমাজে বড় হইয়া যায় তখন অই সমাজের আসল ধার্মিকেরাও বক ধার্মিকদের কাছে নত হইয়া যায়।এখন, বাংলাদেশে কোন মানুষ অপর মানুষরে নূন্যতম সন্মান, শ্রদ্ধা করেনা। পারলে পরষ্পর পরষ্পরের পাছায় লাত্থি দিয়া গোপন সুখে রাইত যাপন করে। আর সকালে উইঠাই ওযু বাদে জিহাদের ডাক দেয়।
অথচ পরনের লুংগি ছেড়া, টিসিবির লাইনে খাবার নাই।
দেশ বড় দুখেই আছে!

১৩| ০৮ ই এপ্রিল, ২০২২ সকাল ৭:১০

সাসুম বলেছেন: বাংগুর সমস্যা এক্টাই- তারা খালি নিজে বেহেশতে যাইতে চায়না, লগে আশে পাশের পাড়া প্রতিবেশী, নাস্তেক নাসারা, ভিন্নধর্মী সহ গরু , ছাগল, মুরগি, কুত্তা-বিলাই সবাইরে নিয়েই বেহেশতে যাইতে চায়।

এই কারনে নিজে ধর্মের কতটুকু রক্ষা করলো, বা মানলো বা ধর্মে কতটুকু সমর্পিত হল এটার চেয়ে তার বেশি চিন্তা থাকে পাশের বাসার বক্কর ভাইর হাটুর টাকনুর নীচে প্যান্ট কেন, আর পাশের বাসার আম্বিয়া কেন বোরকা পরে না।

আপনার টরোন্টো প্রবাসী ভদ্রলোক ও সেইম সিন্ড্রোমে ভুগছে। সে নিজে তার জান্নাত প্রাপ্তির ব্যাপারে সন্দিহান বলেই আপনারে হেদায়েত কইরা এক্টূ সওয়াব কামাতে চায়।

কি আর করবেন, তবে যেই ধাতানি টা দিলেন এর পর আর কইবে কিনা সন্দ :)

১৪| ০৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৭

শাহ আজিজ বলেছেন: এইরকম জঞ্জাল দিয়া আমেরিকা কানাডা ভর্তি । অপরের উপর ছড়ি ঘুরানোর অভ্যাস দেশের থেকে প্রবাসে বেশি হয় । মেলামেশার ব্যাপারটা সীমাবদ্ধ করলে এই রকম বিব্রত হতে হবে না ।

১৫| ০৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: এই রকম প্রশ্ন সাধারমত বাঙ্গালী মুসলমানরা করে। তাঁরা লন্ডন আমেরিকা বা কানাডা গেলেও তাদের স্বভাব বদলায় না। বদলাবেও না। কথায় বলে- ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে।

১৬| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: এই শ্রেণির মানুষ অগুণতি।

১৭| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৩৯

বিডি আইডল বলেছেন:

সব চেতনার দোষ

১৮| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২৫

হাসান মাহবুব বলেছেন: রোজা আছেন কি না, এই সাধারণ প্রশ্নের জবাবে আপনি তার বউ টানলেন, আপনের পুরুষাঙ্গে হাতাহাতি করাইলেন, অবশেষে তার বিচি নিয়ে বিষোদগার করে উপসংহারে পৌঁছাইলেন। এতে ঠিক কীভাবে "প্রচলিত এই অন্যায়ের বিরুদ্ধে তীব্র সমালোচনা করা" হলো আমি বুঝতে অক্ষম। আমি নিজে খুব ধর্মপ্রাণ কেউ না। কিন্তু রোজা আছেন কি না এটা তো খুব সাধারণ একটা কথা বলার ভঙ্গি বলে আমার মনে হয়। এর দুইটা উত্তর হইতে পারে। হ্যাঁ, এবং না। না উত্তর দেয়ার পর যদি সে প্যাঁচাইতে থাকে তাহলে চেততে পারেন।

ঐ লোক কি আপনাকে প্রায়ই এভাবে প্রশ্ন করে বিব্রত করে? সেটা এই পোস্টে বলা নাই। আগপাছবিহীন এই পোস্টে হুট করে এমন একজনকে এভাবে অপমান করাটা সাধারণ চোখে আমার কাছে অভদ্রতা মনে হয়েছে।

১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৬

নিমচাঁদ বলেছেন: @হাসান মাহবুব ,মেনে নিলাম আমি অভদ্র । কিন্ত আমার ব্যক্তিগত স্পেস আছে । আশা করি আপ্নারও ব্যক্তিগত জায়গা আছে ,নাকি নাই ? পৃথিবীর সব মানুষ ইউনিক , যে যার মতোন ,যার যার বাচন ভংগি ,প্রকাশ ভঙ্গি একান্তই যার যার ব্যাপার ।ব্যক্তিগত সুরক্ষা আইন আপনাকে কি এমন কোন অধিকার দিছে যেখানে আপনি অন্য মানুষের ভদ্রতা অভদ্রতা মাপতে বসেছেন ? আপনি যখন নাস্তিক ছিলেন ( এইটা বইলেন না যে প্রমাণ দেন) তখন তো আপনার ধার্মিক অধিকার নিয়া আমি প্রশ্ন তুলি নাই । আমার জবাদিহিতা তার কাছেই যাকে আমি সৃষ্টিকর্তা মানি, যাকে আমি 'ঐশ্বরিক' মনে করি , আমি মনে করি আমার সকল পাপ, পূণ্য একমাত্র তার কাছেই বিচার্য ,যাকে আমি শ্রেষ্ঠ মনে করি । আমি আপনার সাথে সারা পৃথিবীর রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ করতে পারি কিন্ত আপনি কোন সাইজের জাঙ্গিয়া পড়েন এইটা জিজ্ঞাসা করতে পারিনা । আপ্নারা যখন নাস্তিক ছিলেন মতামতের অধিকার নিয়া বহুত চিল্লাফাল্লা করছেন , কই আমাত্রে কইতে শুনছেন যে আমি এইগুলা নিয়া কোনোদিন কাউরে কিছু জিগাইছি ।
আমার যখন এই এইগুলা কেউ জিগাইবেন , আমি চলিত ভাষা রীতি ব্যবহার করতে বাধ্য নই ।
আমি ব্যাক হ্যান্ডেও পলিটিক্স করিনা , নিজেরেও সাধু ভাবিনা ।
যা ভাবি , তা বিশ্বাস করি , সেইটা জোর গলায় বলি । মাইরের ভয়ে প্রতিদিন বিশ্বাস বোধ চেঞ্জও করিনা ।
নেক্সট টাইম কমেন্টের সময়ে কথা গুলো মনে রাখবেন

১৯| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৭

এস এম মামুন অর রশীদ বলেছেন: হাসান মাহবুব, নিমচাঁদ ভাই এখন যত ব্যাখ্যাই দিন না কেন, এটি অত্যন্ত বিক্ষিপ্ত ও বেপরোয়া আচরণ ও পোস্ট, তবে মডারেটর জাদিদ সাহেবের বক্তব্য আরও দুর্বোধ্য, ঠিক মডারেট নয়।

১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪০

নিমচাঁদ বলেছেন: আমি বলি নাই আমার বক্তব্য আপনার পছন্দ হইতে হবে । যাচমেন্টাল বিচার করার রীতি আমাদের বাংলাদেশেই খুব প্রচলিত । সবার ব্যক্তিগত স্বাধীনতাকে সন্মান করলে ,সন্মানটা সবারই থাকে

২০| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩০

সাসুম বলেছেন: @হামা ভাই, আপনার কাছে খারাপ লাগাটা মোটেই এবনরমাল না, বরং যে কোন কারো কাছেই প্রথম শুনতে খারাপ লাগতেই পারে। একজন মানুষ রোজা আছে কিনা জিজ্ঞেস করলে কেন বকাবকি করবে।

কিন্তু এখানে কন্টেক্সট বা পারস্পেক্টিভ বিবেচনায় আনতে হবে।

যে ভদ্রলোক রোজা নাকি জিজ্ঞেস করছেন, উনি ফোন করেই শুরু করে দিয়েছেন এই আলাপ। যদিও মোসলমান হিসেবে তিনি যে একদম পাক্কা বা সহীহ এমন না, লাল পানি টানি টানার অভ্যাস আছে।

সো, এই যে ফোন করেই নিমচাদ ভাইরে রোজা আছে কিনা বইলা খোচানো শুরু করল এটা যতটা না কুশল জিজ্ঞেস করার চিন্তা তার চেয়ে বেশি মডারেট মোসলমান দের সূর্যের চেয়ে বালি গরম মার্কা চিন্তা।

আপনার সাথে কথা বলা শুরু করার সাথে সাথেই আমি ফোর্স কইরা বসি রোজা আছেন কিনা জিনিষ টা সুন্দর না।

ধরুন- আপনার লগে আমার দেখা, কথা বাত্রা কইতাছি। অনেক ক্ষন পর জিগাইলাম- রোজা নাকি আজকে ভাই? আপ্নিও এটাকে নরমাল ভাবেই নিলেন।

আর আমি দেখা হবার সাথে সাথেই- ও হামা ভাই!! কি মিয়া!! রোজা আছেন তো? নাকি ঐ :) :) :)

এই যে দুইটা সিনারিও তে সেইম কোশ্চেন বাট বলার ভঙ্গিমা বা স্থান কাল পাত্রের কারনে একটা হয়ে যায় নরমাল প্রশ্ন আরেকটা হয়ে যায় খোঁচা ।

নিমচাদ ভাইর এখানে এগ্রেসিভ হবার দোষ দেয়া যায় না।

২১| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪১

সোনালি কাবিন বলেছেন: .

২২| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৮

হাসান মাহবুব বলেছেন: আহা, এতদিন পর কমেন্টের রিপ্লাই পায়া ধন্য হয়ে গেলাম।

যাই হোক, "@হাসান মাহবুব ,মেনে নিলাম আমি অভদ্র ।"

মেনে নিছেন যখন তখন তো আর নতুন করে বলার কিছু নাই। আপনাকে ইন জেনারেল অভদ্র বলছি না আমি, আপনার কাছে আমার ঐ আচরণ অশিষ্ট মনে হয়েছিলো, এবং যেহেতু এটা একটা কমিউনিটি ব্লগ তাই আপনার লেখার প্রেক্ষিতে আমিও আমার মতামত জানিয়েছিলাম। আপনি আমার প্রতি এত পার্সোনাল বিদ্বেষ, অতীত, পলিটিক্স, নাস্তিকতা, ব্যাকহ্যান্ড-ফোরহ্যান্ড ঝাড়লেন কেন বুঝলাম না। নাথিং পার্সোনাল হিয়ার ব্রাদার। শান্তি বর্ষিত হউক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.