নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক মুঠো সুখের সন্ধানে ঘুরে বেড়াই অবিরত…

এম আর তালুকদার

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

সকল পোস্টঃ

কবিতা, “মুখোশ”

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২০



“মুখোশ”
___এম, আর, তালুকদার


সবার মুখে মুখোশ পরা
আমি হলাম চোর,
যখন আমি আধাঁর দেখি
সবাই দেখে ভোর।

ত্রুটিপূর্ণ চক্ষুঃ নিয়ে
সন্তোর্পনে চলি,
নষ্ট মগজ নিয়ে আমি
জ্ঞানের কথা বলি।

সবার কাছে পাগল আমি
অতি মূর্খও বটে,
কোন ত্রুটি না ঘটিলেও
অনেক...

মন্তব্য৪ টি রেটিং+০

কবিতা, “জলের তলে দেশ”

০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৬



“জলের তলে দেশ”
_____ এম, আর, তালুকদার

চলনবিল হার মেনেছে
মতিঝিলের কাছে
বর্ষায় রাস্তা ডুবে যায
হাটু জলের নিচে।

ঢাকা চট্টগ্রাম ডুবে থাকে
ভরসা কুবের মাঝি,
ভোট আসলেই প্রতিশ্রুতি
সকল ব্যাটাই পাজি।

ফারাক্কার দাড় খুললে
উত্তর বঙ্গ ভাসে,
আমজনতা ডুবে মরে
রয়না...

মন্তব্য০ টি রেটিং+০

কবিতা, “দিদি”

৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩০



“দিদি”
___ এম, আর, তালুকদার



ঝড়ের তোড়ে হারিয়ে গেছে
দিদির নাকের ফুল
পিতৃ ব্যাথায় ব্যকুল দিদি
হারালো দুই কূল।

একূল ওকূল ভাঙলো দু\'কূল
পদ যুগল তাহাও বিকল
তবুও দিদি দেবীস্বম
বেহেস্তী পবিত্র ফুল।

ওরা দিদির নিন্দা করে
দিদির মনে ব্যাথা...

মন্তব্য৪ টি রেটিং+০

আমাকে পর্যবেক্ষন শেষ হবার আর কত দেরী পাঞ্জেরী !!!

২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৭

জনাব মডারেটর,

সামহোয়্যার ইন ব্লগে আমাকে পর্যবেক্ষনে রাখার কিছুক্ষনের মধ্যে ২ সপ্তাহ অতিক্রম করবো তবু আমাকে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন নাই। সামহোয়্যার ইন ব্লগের এহেন অবস্থা দেখে সরকারী নথী...

মন্তব্য৪ টি রেটিং+০

কবিতা, “পন্ড হিসাব”

২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৫



“পন্ড হিসাব”
___ এম, আর, তালুকদার


হিসাব কষলাম
বিদ্যার্জনে হব আমি ধণ্য
মূর্খদের তাড়নায়
সবই যেন শূণ্য।

সৃষ্টির সেবার ব্রত নিয়ে
শুরু করলাম কর্ম,
এই হিসাবও পন্ড হল
জ্বলে অশুরের চর্ম।

অর্জিত জ্ঞান বিলাতে গিয়ে
তাতেও পেলাম বাঁধা
শিয়াল মশাই হিসাব...

মন্তব্য২ টি রেটিং+০

"শিক্ষার জন্য ৭ দাবি" ঢাকার সেরা ৭ টি কলেজের ছাত্রদের মানববন্ধনে পুলিশি হামলা

২০ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৫



১৯৫২ সালের ভাষা আন্দোলনের আদলে ঢাকার সেরা ৭ টি কলেজের ছাত্রদের মানববন্ধনে পুলিশি হামলা।


হে দেশবাসী, আর কত মেধাবী ছাত্রের রক্তে রাজপথ লাল হলে তোমরা জেগে উঠবে?

ঢাবি অধিভুক্ত হওয়া সাত...

মন্তব্য৬ টি রেটিং+২

কবিতা, “ক্রোধ দমাও”

২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৭




“ক্রোধ দমাও”
____এম, আর, তালুকদার


মানব জাতি প্রথম করলো
আগুন আবিষ্কার,
সেই আগুন আজ
রুপ নিয়েছে বড়ই ভয়ংকর।

কথায় কাজে আগুন নিয়ে
হচ্ছে ছেলে খেলা,
ক্রোধের অনলে পুড়ছে
কত বালাখানা !!!

আগুন ছিল গুহাবাসির
উন্নয়নের সোপান,
সেই আগুনের মশাল হাতে
বিদ্রোহী শ্লোগান।

আগুনে...

মন্তব্য৬ টি রেটিং+১

কবিতা, “শূণ্যতা”

১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৪




“শূণ্যতা”
____এম, আর, তালুকদার

আমার ডাকে ঘুম ভাঙেনা
ঘুমাওনি যার ডাকে,
দিবা নিশি সে কি তোমার
হৃদ মাঝারে থাকে !?

ভাঙা হৃদয় জোড়া দিয়ে
আঁকলাম যাহার ছবি,
সে কি বুকে টেনে নিয়ে
রাখবে আমার দাবি !

শেষ ঠিকানায় একলা...

মন্তব্য৬ টি রেটিং+১

কবিতা, “ক্লান্ত পথিক”

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৮




“ক্লান্ত পথিক”
_____এম, আর, তালুকদার


অনেক পথ পাড়ি দিয়ে
আজ বরই ক্লান্ত,
সকল ক্রোধ ঝেড়ে ফেলে
এখন আমি শান্ত।

সোনার চামচ মুখে পুড়ে
করেছিলাম জীবন শুরু
মুখোশ মানবের দুষ্ট চক্রে
জীবন আমার মরু।

পথে পথে ঘুরে ফিরে
তনু হল জীর্ন...

মন্তব্য২ টি রেটিং+০

কবিতা, “ফাঁসি”

১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৯




“ফাঁসি”
_____এম, আর, তালুকদার


সবাই বলে আমি দোষী
ক্রোধ দেখেও মুক্ত হাসি
তোমরা আমায় দেবে ফাঁসি !
এযে খুবই নষ্ণ্যি।

থাকবো আমি ন্যায়ের পথে
দোষ ধরবে শতে শতে
হাসি আমি গুহায় বসে
তোরা কেন উঠিস ফুঁসে ?

পাঁকা তোরা...

মন্তব্য১ টি রেটিং+০

কবিতা, “নির্বাক”

১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২১




“নির্বাক”
_____এম, আর, তালুকদার


অনেক কিছুই বলতে পারি
বলার বিষয় ভুড়ি ভুড়ি
তবুও চোখ বন্ধ করি
সবপ্নগুলো জড়িয়ে ধরি।

বলতে গেলে কেঁপে উঠি
জীবনটা ছিল পরিপাটি
ঝড় আসে বারেবারে
যেতে চাই ঐপারে।

ভেবে পাইনা কি বলবো!
কিভাবে কোন পথে চলবো!
সবার...

মন্তব্য২ টি রেটিং+০

পুরাতন হাতে নতুন ব্লগের পথচলা

১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬


দীর্ঘ সাড়ে চার বছর টুডে ব্লগে ছদ্দ নামে লিখেছি। কিন্তু তাদের সার্ভার ও কিছু টেকনিক্যাল সমস্যার কারনে আজ থেকে এখানে লেখা শুরু করলাম। তবু তাদের জন্য রইল শুভ কামনা।...

মন্তব্য৪ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.