নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়রি

ইব্রাহীম সাজ্জাদ

নিজের সম্পর্কে বলার মতো তেমন কিছুই নাই

ইব্রাহীম সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

জীবন মানুষকে সবচেয়ে বড় বড় সারপ্রাইজ দেয়

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২



গ্ল্যাডিয়েটর বা ব্লাড ডায়মন্ডের মত সুপার ডুপার হিট মুভিতে তাঁকে দেখেছেন। তিনি Calvin Klein এর মত বিখ্যাত ব্রান্ডের মডেল ছিলেন। Underwear-এর মডেল। তাঁর শরীরিক গঠন almost perfect...
'
সোজা কথা, মেয়েদের ভেতর যেমন Gisele Bündchen পুরুষ মডেলদের ভেতর তাঁর স্ট্যাটাস একই রকম ছিল।দুইবার অস্কার ও একবার গোল্ডেন গ্লোবের জন্য মনোনয়ন পেয়েছিলেন। তো ভদ্রলোক বিখ্যাত মানুষ... আলোচনার বিষয় সেটা নয়। তাঁকে নিয়ে লিখতেছি, কারণ তাঁর জীবনী শুনে অবাক লেগেছে।
'
উনি Djimon Hounsou
উনার জন্ম পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে।
একেবারে গরিব পরিবারে। অবশ্য বেনিন দেশটাই গরিব। ভয়াবহ অবস্থা। ঠিকমত খাওয়া দাওয়া করতে পারতো না।
'
১৩ বছর বয়সে ভাইয়ের সাথে ফ্রান্সে চলে গেল ইমিগ্রেশন করে। একটু স্কুলে ভর্তি হল। কিন্তু টাকা পয়সা না থাকলে যা হয়... পড়ালিখা আর হল না। বাড়িঘরও নেই। টাকা নেই। তো রাস্তায় রাস্তায় ঘুরতো। সোজা বাংলায়, পথ শিশু...
'
মানুষের বাড়ির ফেলে দেয়া খাবার কুড়িয়ে খেয়েছে। ডাস্টবিন থেকে পচা খাবার খেয়েছে।ছুটা কাজ করতো, যখন যেকাজ পেতো।
ঘুমাতো রাস্তার ধারে পার্কে, কখনো রেল স্টেশনে, কখনো বাসস্টেশনে...
'
আর এভাবে চলে গিয়েছে চার পাঁচ বছর।
একদিন পার্কে দেখা হল এক সৌখিন ফটোগ্রাফারের সাথে।
সেই ফটোগ্রাফার কোনোএক কারণে ডিজিমনকে দেখে পছন্দ করলো।
বললো, তোমাকে আমার এক বন্ধুর কাছে নিয়ে যাবো। যাবা?

কি জন্য?

ফ্যাশনের জন্য।

মানে?

অবাক না হয়ে উপায় আছে। তো সেই সৌখিন ফটোগ্রাফার Djimonকে নিয়ে গেল Thierry Mugler নামের এক ফ্যাশন ডিজাইনারের কাছে।
Djimon-এর ফটোসেশন হবে? কিন্তু ভালো কাপড় পোশাক? তাঁর পরনে তখন ময়লা জামা কাপড়। সে বললো, আমি রাস্তায় ঘুমায়। আমার কাপড় নাই।
'
ফ্যাশন ডিজাইনার তাঁকে suit ধার দিল। Djimon এক সাক্ষাৎকারে বলেছিল, সেদিন সেই ফ্যাশন ডিজাইনারের সাথে দেখা করতে যাবার আগে প্যারিসের রাস্তার এক ফোয়ারাতে গোসল করেছিল সে।
'
যাই হোক। সেদিনের পর এই ভদ্রলোক আর পেছনে ফিরে তাকায়নি। রাস্তা থেকে উঠে এসে সুপার মডেল?
যে তিনবেলা খেতে পারে না, সে হবে সুপার মডেল?
যে ডাস্টবিনের খাবার কুড়িয়ে খায়, সে হবে সুপার মডেল ?
'
হতেই পারে। যেমন Djimon হয়েছিলেন। ভাগ্যে থাকলে কতকিছুই হয়।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: আহ আমার সাথে যদি এমন কিছু ঘটতো!!!

২| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: আহ আমার সাথে যদি এমন কিছু ঘটতো!!!

৩| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরকমত অনেক তারকার জীবনে অতীত ছিল খুবই কষ্টের। ভাগ্য আসলেই তাদের নিয়ে এসেছে এত দূর...

৪| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫

মাহমুদুর রহমান বলেছেন: সকল প্রশংসা মহান আল্লাহর যিনি ভালোমন্দ তকদিরের মালিক।

৫| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

ইব্রাহীম সাজ্জাদ বলেছেন: সবার কপাল কি আর এক রকম হয়!!!

৬| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫২

প্রশ্নবোধক (?) বলেছেন: উনার special force মুভিটি কে কে দেখেছেন?

৭| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

অপু দ্যা গ্রেট বলেছেন:




এটা অনেক টাই ভাগ্যের খেলা । তবে আপনি তার পরিশ্রমের দিক যদি আরো কিছু তুলে ধরতেন তবে ভাল হতো ।

৮| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১১

সুমন কর বলেছেন: জানা ছিল না, শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.