নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ডায়রি

ইব্রাহীম সাজ্জাদ

নিজের সম্পর্কে বলার মতো তেমন কিছুই নাই

ইব্রাহীম সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু চান, নাকি সমাধান?

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

একটি রশি,ওড়না,কাপড়,ঘুমের ওষুধ, বিষ, কীটনাশক, ধারালো কিছু দিয়ে নিজেকে হত্যা করা সমাধান হতে পারে না।

সবাইকে মরতে তো হবেই, তবে কোনো জীবন যেহেতু আপনি কাউকে দিতে পারেন নি, তাহলে কোন একটি জীবন নেয়ার অধিকার আপনার নেই।

চিন্তা করুন আজকে আপনার বয়স ১৫/২০/২৫/৩০/৩৫ আর বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
ওকে জেনে রাখুন
পুরুষদের গড় আয়ু ৭০.৬ বছর আর নারীদের গড় আয়ু ৭৩.৫ বছর।
তাহলে এখন চিন্তা করুন আপনি কত বছর আর বেঁচে আছেন বা ইচ্ছে করলেও আপনার স্বাভাবিক মৃত্যুকে কি রুখতে পারবেন?

একবার চিন্তা করুন তো মরে গিয়ে হেরে যাবেন?
নাকি বেঁচে গিয়ে কাউকে অনুপ্রাণিত করবেন?
এভাবে জীবনের আসল মানে টা কি!
তা বোঝাবেন নিজে যা বুঝেছেন।

এভাবে ভাবুন তো...দেখুন তো ভাবা যায় কি না?
আপনি তো মরেই যাবেন...
তার আগে একটু হসপিটালের লাইফ সাপোর্টে থাকা ব্যক্তিটিকে দেখে আসুন। ও হ্যা সাথে কিন্তু পরিবারের অবস্থাটাও বুঝে আসবেন।

দেখে আসুন তো এখনি ইমারজেন্সিতে আসা সেই রোগীটিকে আর তাদের পরিবারের কি অবস্থা?

ক্যান্সার/জটিল রোগে আক্রান্ত রোগিটির পরিবারকে ডাক্তার বলেদিয়েছে আর ৩ মাস বেঁচে থাকবে,এই কথা রোগিটিও জানে তাহলে একটু তিনার সাথে দেখা করে কথা বলে আসুন।

দেখে আসুন একবেলা ভালো খাবার খাবে সেজন্য কঠোর পরিশ্রম করছে, বেঁচে থাকার জন্য জীবন সংগ্রামে লড়াই করে যাচ্ছে।

একটু বৃদ্ধাশ্রম গিয়ে ঘুরে আসুন দেখুন তো দাদা/দাদি/বাবা/মা এর বয়সি কেউ আছে কি না? কথা বলুন তাদের নাতি,নাত্নি,ছেলে,মেয়ের জন্য মন কেমন করে?

দেখে আসুন,আজকে এক ব্যাক্তি মারা গিয়েছে,তিনার পরিবারের সাথে,
পারলে বাজার থেকে সেই #সাদা_কাপড়_আতর_সুরমা_তুলা দেখে আসুন যা দিয়ে আপনাকে শেষ সমাধা করা হবে,সাথে কবর দেখে আসতে ভুলবেন না।

এভাবে অনেক কিছু দিয়েই আবার নিজেকে সৃষ্টি করুন,নিজে বেঁচে থাকুন পরিবারের জন্য।

আমি জানি বা মনেকরি এমন কিছু মূহুর্ত আছে, সেই সময়টুকু আসলে নিজেকে নিজের মধ্যে পাওয়া যায় না,নিজের প্রিয় শরীরে সেই সুন্দর আত্তাটা থাকেনা,
থাকে বিভর সেই কালো আত্তা যার মাধ্যমে আপনি হারাবেন এই সুন্দর পৃথিবীকে।

কিছু প্রশ্ন...এসবের উত্তর জানা আছে?

আপনি মরে যাওয়ার আগে একটি নতুন জীবন সৃষ্টি করে যেতে পারবেন?
আপনার জন্মের সময়কাল ৯-১০মাস এটিকে ফিরিয়ে দিতে পারবেন?
জন্মের সময়কার আপনার মায়ের প্রসব বেদনার চেয়েও কি আপনার মনে জমে থাকা কষ্টটা অনেক অনেক বেশি?
আপনি বলতে পারেন? যে হতাশার কারনে এই পথ বেঁচে নিচ্ছেন, আপনার পরিবার/বাবা/মা আপনাকে আজকের এ পর্যায়ে নিয়ে আসার জন্য এর চেয়েও বেশি হতাশায় ভুগেছিলেন কি না?
আপনার ভালোবাসা আপনার কাছে অনেক বেশি তাই তো?
কিন্তু আপনার বাবা-মা,ভাই-বোনের ভালোবাস কতটুকু জানেন?

মাথায় রাখবেন মরে গিয়ে বেঁচে যাবেন না,
বরং আপনার সৃতিকে নিয়ে আপনার বাবা-মা কে অনেক কষ্টে রেখে যাবেন,তাদের ভেতরের আত্তাটা আপানার রেখে যাওয়া সৃতি দেখে প্রতিদিন বেঁচে থেকেও মারা যাবে।

বিঃদ্রঃ নিজের মতামত,নিজের মত করে প্রকাশ করলাম।
আপনাদের মতামত এর চেয়েও ভালো হতে পারে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.