নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাম্য চাই মৈত্রী চাই চাই অনাবিল হাঁসি, শান্তি চাই মানবতার হও যদি প্রত্যাশী

পেয়েছি যত চেয়েছি ততো তাহারও অধিক চাই অবিরত

মুহিব জিহাদ

https://www.facebook.com/muhibbullah.jihad\nলেখার মতো কিছু অর্জন করিতে পারিনি, হয়ে গেলে লিখে ফেলব।

মুহিব জিহাদ › বিস্তারিত পোস্টঃ

আমার ব্লগার হওয়ার পিছনের ঘটনা এবং ব্লগার দূর্যোধন।

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৯





একদিন বন্ধুদের আড্ডায় ব্লগ নিয়ে আলোচনা শুরু হয়, আমি জানতে চাইলাম ব্লগটা কি জিনিস? পাশে থাকা একজন আমার মুখ চেপে বলল আরে হারারমজাদা আস্তে বল। ভয়ে এইখানে নাইবা বললাম তাই বলে থেমে থাকার মত ভদ্রলোক আমি না। আমাকে কিছু নিষেধ করা হলে সেইখানে কিউরিসিটি একটু বেশিই কাজ করে। শুধু আমার একার না বোধহয় অধিকাংশের বেলায় এমনটা হয়, আমার বেলায় একটু বেশি হয় বলেই বাবার চোখ ফাকি দিয়ে ১৭ বছরে তসলিমা নাসরিন এর “আমার মেয়েবেলা” বইটা পড়ে ফেলেছি।



একদিন এক বড় ভাইয়ের শরণাপন্ন হয়ে তার কাছথেকে ব্লগ সম্পর্কে মোটামুটি ধারনা নেই, পাশাপাশি আমাকে কিছু ব্লগারের আইডি লিঙ্ক দেন, তার মধ্যে অন্যতম ছিল দূর্যোধন দা’র ব্লগলিঙ্ক । সেইদিন থেকে শুরু হয় দিনে রাতে রুটিন করে দূর্যোধন দা’র ব্লগ পড়া। কখন সকাল হতো টের পেতামনা। এরপর একদিন আড্ডায় আমি ব্লগ নিয়ে আলোচনা শুরু করলাম। তখন পরিবেশটা এমন ছিলো যে, সাধারন মানুষ ব্লগার মানেই নাস্তিক বা ছাগুর দল বুঝতো। সবাই খুব আস্তে আস্তে কথা বলছে আর আমাকে বুঝানোর চেষ্টা করতেছিল। আমি ঐ দু’জনের কানের কাছে গিয়ে বললাম রাম ছাগলের দল শোন, ব্লগার মানেই নাস্তিক আর ছাগু না। তোর কম্পিউটারে যেমন বিভিন্ন ফাইলের পাশাপাশি ভাইরাস আছে, ঠিক তেমনি ব্লগেও নাস্তিক, ছাগু নামে দুইটা ভাইরাস আছে, ভাইরাস যেমন একটা প্রোগ্রাম, ছাগু নাস্তিক ও তেমন এক একটা ব্লগার। এবং দূর্যোদা সহ আরো কিছু আমার প্রিয় ব্লগারদের লিঙ্ক ওদেরকে দিলাম। সেদিনের পর থেকে আমাদের সার্কেলের অনেকেই ব্লগ নিক খুলি, এবং নিয়মিত ব্লগ পড়ি, তবে ব্লগে লেখা হয়নি কখনও। হঠাৎ কর্ম ব্যস্ততায় জড়িয়ে পড়ায় ব্লগে তেমন আসা হয়নি, বেশ কিছুদিন পরে এসে দেখি দূর্যোদার নতুন কোন ব্লগপোস্ট নেই। ভেবেছিলাম তিনিও আমার মতোই কর্ম ব্যস্ততায় ব্লগে আসতে পারছেননা। হয়ত ফ্রী হলে অবশ্যই ফিরে আসবেন। কিন্তু কয়েকদিন আগে ফেসবুকে তার মুভি রিভিউ টাইপ লেখা দেখে খুব খারাপ লেগেছে। আমি জানিনা বা কোনদিন জানার চেষ্টাও করিনি বা করার মতো কোন সুযোগও পাইনি, যদি পারতাম তবে জিজ্ঞাসা করে দেখতাম তিনি ব্লগে কেন পোস্ট দিচ্ছেননা।



শুধু এটুকুই বলবো দূর্যোধন দা আপনার মতো ব্লগার যদি ব্লগিং ছেড়ে দেন তবে কি হবে না হবে আমি জানিনা, শুধু এটুকু জানি আমার মতো কিছু সাধারন ব্লগ রিডাররা ব্লগ থেকে যে আনন্দটা নিতো সেটা হয়তো হারাবে। আমার মত আরো অনেকেই আছে যারা সবাই চায় আপনি আবার ফিরে আসুন এবং আমাদের সবার আনন্দ টুকু ধরে রাখুন।





ছবিঃ সংগ্রহীত।

মন্তব্য ১০৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (১০৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫২

অঘটনঘটনপটীয়সী বলেছেন: পোস্ট হয়েছে তাহলে? যাক। :)

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

মুহিব জিহাদ বলেছেন: তাইতো মনে হচ্ছে

২| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

দূর্যোধন দা ফিরে আসুন !!! অনেক মিস করি ব্লগে আপনাকে।


২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৪

মুহিব জিহাদ বলেছেন: ফিরে আসুন,,,,,,,,,,,,,,,, ধন্যবাদ ভ্রাতা

৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০১

খাটাস বলেছেন: আপনার পোস্ট যদি ব্লগার দুর্যোধনের নজরে পড়ে আশা করি তিনি ফেসবুকের পাশাপাশি ব্লগে ও সময় দেবেন।
গুড জব ইঞ্জিন ভাই। ;) :)

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২১

মুহিব জিহাদ বলেছেন: আমিও তাই আশা করি, ধন্যবাদ খাটাস

৪| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৬

প্রবাসী পাঠক বলেছেন: দূর্যোধন আমার অনেক পছন্দের একজন একজন ব্লগার। উনার মত গোছানো লেখা খুব কম ব্লগার এর লেখায় দেখেছি। উনার ফিরে আসার প্রতিক্ষায় আমিও আছি।

ধন্যবাদ মুহিব ভাই পোস্টটির জন্য।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২২

মুহিব জিহাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভ্রাতা

৫| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৭

মৃদুল শ্রাবন বলেছেন: আবেগে কাইন্দালাইছি এঞ্জিন সাপ।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৮

মুহিব জিহাদ বলেছেন: আমি যতোদুর জানি আপনি ভাবীর ডলা খেয়ে প্রতিদিন ই কান্দেন, তাই আপনার আবেগ কাউন্ট করা হলোনা ভাই। পাশাপাশি আপনার জন্য সমবেদনা রইল

৬| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর পোষ্ট

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৬

মুহিব জিহাদ বলেছেন: ধন্যবাদ ভাইইডি

৭| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৩

তাশমিন নূর বলেছেন: এরকম পাবলিক প্লেসে মৃদুল শ্রাবন বেচারাকে এই ডলাটা না দিলেও পারতেন। :!>

ইনার লেখা ফেসবুকে পড়েছি। ব্লগে আমি নতুন। অনেকের সাথেই এখনো পরিচয় বাকী। পড়ে দেখব উনার ব্লগ।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩২

মুহিব জিহাদ বলেছেন: আপনার কমেন্ট পড়ে আমিও তাই ভাবছি। আমিও নতুন তাই নিজেকে এবং আপননাকে একসাথে স্বাগতম। পড়ে দেখতে পারেন আশা করি মজা পাবেন, ধন্যবাদ,

৮| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৪

সুমন কর বলেছেন: দূর্যোধন দা, ফিরে অাসুক এটাই অামাদের কাম্য।

অার অাপনাকে এ বিষয়ে পোস্ট দেবার জন্য ধন্যবাদ।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

মুহিব জিহাদ বলেছেন: আশা করি তিনি ফিরে আসবেন, আপনাকেও ধন্যবাদ ভ্রাতা

৯| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন: মৃদুল শ্রাবন ভাই কি আছেন B-)) B-)) B-))

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪১

মুহিব জিহাদ বলেছেন: শোভন ভাই, আমার ধারনা উনি আপাতোত রিমান্ডে আছেন, এতোক্ষনে ভাবী তাহার ভক্তের আবেগ দেখে ১ম রাউন্ডে রেখেছেন হয়ত। দোয়া করি মদুল ভাই ফিরে আসুক।

১০| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ উনাকে ভীষন মিস করি! তবে মৃদ্যুল ভাইয়ের কমেন্টের রিপ্লাই দেখে আমি চেয়ার থেইক্কা হাসতে হাসতে পইড়া গেলাম =p~ =p~ =p~ =p~

এপিক রিপ্লাই!!!!!!!!!!!!!

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫২

মুহিব জিহাদ বলেছেন: আসলেই খুব মিস করি ভাই। বেচারা মৃদুল ভাইকে নাহয় ভূলে একটা রিপ্লাই দিয়েই পেলেচি, তাই বইলা আপনারা সবাই ই,,,,,,,,,!! (ইমো হবে, মোবাই থেকে দিতে পারতাছিনা) এই পোস্ট মৃদুল ভাইকে উৎসর্গ কারে দিলাম

১১| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৮

প্রবাসী পাঠক বলেছেন: মৃদুল শ্রাবণ ভাইয়ের কমেন্ট এর রিপ্লাই দেইখা হাসতে হাসতে শেষ হইয়া জাইতাছি ভাই। এপিক ওয়ান। =p~ =p~

কমেন্ট এর রিপ্লাইয়ে ৩ নং আর ৪ নং পিলাস আমি দিছি। ৩ নং নিজের আইডি থেকে আর ৪ নং আমার হালাল মাল্টি আইডি থেকে। আহ মাল্টি নিক বহুত ভালু জিনিস।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৯

মুহিব জিহাদ বলেছেন: এমনি কইরা কইলে মৃদুল ভাই এর জন্য কষ্ট পাই। আপনার মাল্টি নিক আমি হালাল বলেছি তাই বুঝি হালাল এর এপ্লাই করে দিলেন? ধন্যবাদ পিলাস এর জন্য

১২| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৫

খাটাস বলেছেন: আহা রিপ্লাইয়ে তো আমি ও মুগ্ধ। =p~ =p~ =p~

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০০

মুহিব জিহাদ বলেছেন: ধন্যবাদ ভাইডি

১৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৮

ডি মুন বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০১

মুহিব জিহাদ বলেছেন: এত্তগুলা ইমো হপে ভ্রাতা

১৪| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০৩

প্রবাসী পাঠক বলেছেন: হালাল আইডি খানা এখনো জেলখানা থেকে বের হচ্ছে না ভাই। আগে জানতাম ৭ দিন এখন দেখি আবার ১২ দিন। হালাল সার্টিফিকেট আপনি দিয়েছেন বলেই প্রথম লাইক আপনার পোস্টে দিছি ভাই।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২৮

মুহিব জিহাদ বলেছেন: অপেক্ষা করতে থাকুন, জানেনিত অপেক্ষার ফল অতি মিষ্ট। পিলাসের জন্য আবারো ধন্যবাদ ভাইডি

১৫| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০৬

বৃতি বলেছেন: এন্টিবায়োটিক ব্লগ :P :P ব্লগজীবনেও দোয়া রেখে গেলাম।


ভালো থাকবেন মুহিব।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৩৩

মুহিব জিহাদ বলেছেন: আপু, আপনাদের ( বড়দের) দোয়াতেই আল্লাহর রহমতে ভালোই আছি। শুধু দোয়া করলে হবে? আমার পিজা কোথায়,,,,,,,,,,,,,,,,

১৬| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০৯

মাহমুদ০০৭ বলেছেন: কেউ না আসলে করার কিছু নাই । উনার মত এরকম অনেকেই আছেন ।
না থাকার নানা কারণ ও থাকতে পারে ।

শুভেছা জিহাদ ভাই । আপনার রসবোধের দেখি তুলনা হয় না :)

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪০

মুহিব জিহাদ বলেছেন: ভাই, সে না আসলে কারো কিছু করার নাই এবং না আসার কারনটাও তার ব্যক্তিগত এটা সত্যি কথা, আর আমি বলছিওনা সে না আসলে ব্লগ থেমে থাকবে, আমি তার মাধ্যমে ব্লগ চিনেছি এবং তার লেখা ভালোলাগে তাই তাকে ব্লগে খুব মিস করি এবং সেই জায়গাটা থেকেই তার ফিরে আশা কামনা করেছি।
ধন্যবাদ ভ্রাতা।

১৭| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

পোষ্টের চেয়ে কমেন্টের রিপ্লাইয়ে লাইক বেশি ইহার কারণ কি? :P

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪২

মুহিব জিহাদ বলেছেন: তাইত দেখতেছি ভাই, আর এজন্যই মৃদুল ভাইকে পোস্ট উৎসর্গ করে দিয়েছি

১৮| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪৬

নিমচাঁদ বলেছেন: পোষ্টের চেয়ে বেশী মজা পেয়েছি মৃদুল শ্রাবণের বাশ ডলার খাও্যার ব্যাপারটা এইভাবে ১০ লাখ মানুষের মাঝে ছড়িয়ে পড়াতে , মোটামুটি পৈশাসিক আনন্দ পেয়েছি ।

০৮ নং লাইক আমার চান্দু , তোমার ভাবীর সামনে যাইও না কইলাম, মৃদুল রে ঝরণার পানিতে চুবাইছিলো , তোমারে বালতির মধ্যে চুবাইবো B-))

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ২:০৭

মুহিব জিহাদ বলেছেন: দাদা আপনার আনন্দ দেখে আমিও আনন্দ পাচ্ছি। লাইকের জন্য ধন্যবাই দাদা ভাই। ভাবীর সামনে বীরের মত যাইতে পারুম, এইখানে ডলা খাওয়ার ব্যাপারে মৃদুল ভাইয়ের ক্রডিট পাঞ্চার এর পাশাপাশি ভাবীর ক্রেডিট চাংগা কইরা দিলাম (কিছু ইমো দেয়ার খুব ইচ্ছা ছিলল, মোবাই ইউজার হবার কারনে একটু ঝামেলায় আছি দিতে পারছিনা)

১৯| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:০৫

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ৫নম্বর কমেন্টের জবাবের ৯নম্বর লাইকটা আমার।



হাসতেই আছি, হাসতেই আছি। =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৩

মুহিব জিহাদ বলেছেন: হাসতেই থাকুন হাসতেই থাকুন, আপ্নার হাসি দেখে মৃদুল ভাইয়ের জন্য মায়া হয়। বেচারা,,,,,,,
লাইকের জন্য ধন্যবাদ আপু

২০| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:১২

তারাবেষ্ট বলেছেন: তোর কম্পিউটারে যেমন বিভিন্ন ফাইলের পাশাপাশি ভাইরাস আছে, ঠিক তেমনি ব্লগেও নাস্তিক, ছাগু নামে দুইটা ভাইরাস আছে, ভাইরাস যেমন একটা প্রোগ্রাম, ছাগু নাস্তিক ও তেমন এক একটা ব্লগার।
মজা পাইয়া গেছি। তাইলে আমি প্রোগ্রাম এর ভেতর পরছি!!!

২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১২

মুহিব জিহাদ বলেছেন: এখানে ২ রকম এর ভাইরাসের কথা উল্লেখ করা আছে, আপনি কোন ভাইরাস সেটা আপনিই জানেন। তিবে অবজার্বেশনে রেখে দিলাম, সময় করে একবার ঘুরে দেখবো।
স্বীকার করার জন্য ধন্যবাদ

২১| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৭

অপূর্ণ রায়হান বলেছেন: ফিরে আসুক দূর্যোধন , ফিরে আসুন অন্যান্য চলে যাওয়া ব্লগাররা ।


৫ নাম্বার মাথার উপ্রে দিয়া গেলো ;)

২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৫

মুহিব জিহাদ বলেছেন: ফিরে আসুক দুর্যোদা,ফিরে আসুক সবাই।
ভাই ৫ নাম্বার বলে কিছু নেই, সব ভদ্রলোকের সৃষ্টি

২২| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৪

সোহেল মাহমুদ বলেছেন: দূর্যোধনের মতো ভাল ভাল ব্লগাররা ফিরে আসুক


২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৯

মুহিব জিহাদ বলেছেন: আশা করি হয়তো ফিরে আসবে,,,,,,,,
কমেন্ট এর জন্য ধন্যবাদ

২৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:১০

তুষার কাব্য বলেছেন: দূর্যোধন দা ফিরে আসুন !

স্নিগ্ধ শোভন বলেছেন:

পোষ্টের চেয়ে কমেন্টের রিপ্লাইয়ে লাইক বেশি ইহার কারণ কি?

১০ নম্বর লাইকটা আমার। :D ;) :P

২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৩

মুহিব জিহাদ বলেছেন: সবাই যেহেতু চাচ্ছি, হয়তো ফিরে আসবেন দূর্যোদা,,,,,,,,,
ভাই ইহা ভদ্রলোকের চক্রান্ত, আমি লাইক দেইনি আর আমি জানিওনা (ইমো হপে)

২৪| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৩

আমিনুর রহমান বলেছেন:




দূর্যোধনের ফিরে আসার অপেক্ষায় রইলাম।




৫ নং কমেন্টের রিপ্লাই দেখা যায় না শুধু ১০টা লাইক দেখা যাচ্ছিল আমি ১১ নাম্বারটা দিলাম :P :P :P

২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩০

মুহিব জিহাদ বলেছেন: অপেক্ষায় আছি, আশা করি আমাদের এই অপেক্ষার অবোসন ঘটবে,,,,,,,
আপনার মাথার উপ্রে ৬ টা লাইক চাপায়ে দিলাম। এইবার আমারে ধন্যবাদ দেন

২৫| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭

মামুন রশিদ বলেছেন: তোর কম্পিউটারে যেমন বিভিন্ন ফাইলের পাশাপাশি ভাইরাস আছে, ঠিক তেমনি ব্লগেও নাস্তিক, ছাগু নামে দুইটা ভাইরাস আছে, ;)


সবাই ফিরে আসুক ।

পোস্টের অষ্টম আর অইটার (মৃদুলের জন্য এত্তগুলা সমবেদনা :P ) বারো নাম্বার লাইক আমার ।

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২০

মুহিব জিহাদ বলেছেন: সবাই ফিরে আসুক,,,,,,,,, এই কামনাই করি
মৃদুল ভাই এর জন্য আমার পক্ষ থিকাও এত্তগুলা সমবেদনা :P
২ টা লাইকের জন্য ২ টা বার ধন্যবাদ :D

২৬| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০০

আমিনুর রহমান বলেছেন:



আমারে কেনু ৬টা লাইক দিবা !!! আমি এইসবের মধ্যে নাই। আমি কিছু দেখিও নাই আর জানিও না। একলাই তুমি বালতি'র মইধ্যে চুপা খাও, আমারে টানাটানি কইরো না :-0

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬

মুহিব জিহাদ বলেছেন: এই লাইকের মূল হোতা আপনি, পাব্লিক প্লেসে আর কিছু কওন যাইবোনা :-P :-P বালতির চুপা আমি একা খামু ক্যা X( X(

২৭| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪০

আমিনুর রহমান বলেছেন:



হোতা B:-) B:-) B:-)
চুবা খাওয়ার ভয়ে আমাকে তুই ফাঁসাতে পারিস না !!! এ অন্যায় ! মহা অন্যায় !!

২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২

মুহিব জিহাদ বলেছেন: এহেন কার্য সাধনের জন্য ভাবী আমাকে খিচুরী খাবার দাওয়াত দিয়েছে, কেউ যাইতে চাইলে হাত তুলুন, আমি অলরেডি গোইং দিয়ে পেলেচি, শেষে কেউ বইলেননা আবার আমি একাই গেছি!!
:-B

২৮| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এইটা কিছু হইল? পোষ্টে লাইক পড়ছে ৮ টা আর ৫ নাম্বার কমেন্টের রিপ্লাইয়ে লাইক পড়ছে ১২ ট!!!!!

মৃদুল ভাইকে এইভাবে হেনেস্তা করার জন্য আমি আন্দোলনের ডাক দিলাম।

২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১০

মুহিব জিহাদ বলেছেন: ইহা আসলেই দু:খ জনক ব্যাপার,
আমিও আপনার সাথে আন্দোলনে সমার্থন দিলাম।
কিন্তু,,,,,,,,,,,,, ভাই, আন্দোলন কি ঈদেএ আগে না পরে!!

২৯| ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: ১৩ সংখ্যাটা আমার পিছু ছাড়ে না, কাভার আন্দোলনে আমিও যোগ দিলাম, ১৩ তম লাইক দেবার মাধ্যমে! :D


পোস্টে ভালো লাগা রইলো!

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৬

মুহিব জিহাদ বলেছেন: আন্দোলন সফল হোক। ;)

লাইকের জন্য ধন্যবাদ

৩০| ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৮

মনিরা সুলতানা বলেছেন: সকল প্রিয় ব্লগাদের পদচারনায় মুখরিত হোক সামু ।।

শুভেচ্ছা

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫০

মুহিব জিহাদ বলেছেন: সকল প্রিয় ব্লগাদের পদচারনায় মুখরিত হোক সামু ।


ধন্যবাদ আপু, :) :)

৩১| ২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



মন্তব্য পড়েই তো আমি শেষ....
সবার মন্তব্যে একটা করে লাইক দিলাম....



লেখা পড়ার কথা এক্ষণে মনে পড়লো....

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫১

মুহিব জিহাদ বলেছেন: সবার মন্তব্যে একটা করে লাইক, এটাকি লাইক প্যাকেজ ছিল ভাই!! :)

হা হা হা ভাবছি সামু ব্লগ টীম কে এই কমেন্ট স্টিকি করার জন্য আবেদন করুম। :P

৩২| ২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


পুরান ব্লগার না থাকলে ব্লগ আঁশটে আঁশতে লাগে....

সকলের অংশগ্রহণে বাংলা ব্লগ আবারও জাগুক....


শুভেচ্ছা জানবেন, মুহিব জিহাদ :)

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

মুহিব জিহাদ বলেছেন: আবার ফিরে আসুক সবাই ফিরে, জেগে উঠুক ব্লগ, এই কামনাই করি।

আপনাকেও শুভেচ্ছা ও ধন্যবাদ ভাই

৩৩| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩২

নাইট রিডার বলেছেন: ১৫ নম্বর লাইকটা দিলাম, অবশ্যই পোস্টে না কমেন্টের রিপ্লাইয়ে, এই কমেন্টের কথা দেখি ঢাকার আকাসে বাতাসে ছড়াইয়া পড়ছে, সেটা শুনেই লগড ইন হলাম

আর পোস্টের ব্যাপারে যা বলব তা হল শুধু দূর্যোধন না, আরো অনেক ভালো ব্লগার ব্লগে আসছেন না, সবাই ফিরে আসুক।

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ২:১৬

মুহিব জিহাদ বলেছেন: শুধু ঢাকার আকাসে বাতাসে আটকে গেলে হইল!! ভাই আমিত ভেবেছিলাম ঢাকা পার হয়ে গেছে, যাক শুনে বুকটা খুশিতে ভরে গেল। B-)

সকলের ই ফিরে আসা কামনা করি। ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো B-) B-)

৩৪| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৩০

*কুনোব্যাঙ* বলেছেন: কমেন্টে এত্তগুলা লাইক এটা নিশ্চই সামুর ঐতিহাসিক ঘটনা। দুর্যোধনের উপর আমার কিঞ্চিত খেদ আছে এই কারণে যে মহাভারতে আমার সবচাইতে প্রিয় চরিত্রটার নাম উনি দখল করছেন। যাইহোক পোষ্টের ব্যাপারে না আসি, কমেন্টের ১৬ নাম্বার লাইকটা কিন্তু আমার না B-)

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ২:২০

মুহিব জিহাদ বলেছেন: এই জন্যই সামুর ব্লগ টীমকে কমেন্ট ইস্টিকি করার নতুন আইন চালু করার অনুরোধ রেখেছি :P :P

ধন্যবাদ, এবং শুভকামনা রইল

৩৫| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৫০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দুর্যোধন দা ফিরে আসুক ! ফিরে আসুক প্রিয় সব ব্লগার রা ! দাঁড়া আগে কমেন্টে লাইক দিয়া আসি ! !:#P

২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭

মুহিব জিহাদ বলেছেন: হ্যা বুবু, লাইকটা দিয়েই আসুন,,,, :P

কমেন্ট রিপ্লাই এর প্রত্যেকটা লাইকে মৃদুল ভাইয়ের শরীরে আগুন জ্বলে :P B-)

৩৬| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৪

কলমের কালি শেষ বলেছেন: ফিরে আসার আহবানীয় পোষ্ট ভালো লাগলো ।

২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১০

মুহিব জিহাদ বলেছেন: ধন্যবাদ

৩৭| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৭

মৃদুল শ্রাবন বলেছেন: মামুন রশিদ ভাইয়ের বাসা থেকে বিছানা কান্দি যাবার জন্য আমরা যখন গাড়ি ঠিক করছিলাম তখন এঞ্জিন সাপ হাফ প্যান্ট নিয়া টেন্স ছিলেন। হাফ প্যান্টের ইলাস্টিক লুজ। বিছানাকান্দির ঝরনার জলে প্যান্ট খুলে পড়ে যেতে পারে এই ভয়ে উনি ভাবছিলেন এই প্যান্ট পরিয়া পানিতে নামিবেন কিনা। আমরা কিঞ্চিত সন্দেহ প্রকাশ করাতে উনি ফুল প্যান্টের উপর হাফ প্যান্ট পরিয়া দেখাইলেন। আসলেই প্যান্টের ইলাস্টিক লুজ।

আমি বলিলাম আপনাকে মোটেও সুপারম্যানের মতো দেখাইত্যাছে না, সুপার ম্যান ফুলপ্যান্টের উপর জাঙ্গিয়ে পরে, হাফ প্যান্ট না। পরামর্শ দিলাম উনি এক গাছি দড়ির সাহায্য নিতে পারেন। তিনি এদিক সেদিক উঁকি দিতে লাগলেন।

বিছানাকান্দিতে যাবার পরে আমাদের নৌকা যখন অগভীর পানিতে আটকে গেল, আমাদের দলের দুই চ্যাংড়া লাফ দিয়ে নেমে ঝর্নার দিকে দৌড় দিল। তাকিয়ে দেখলাম, একজন এক হাতে প্যান্ট চেপে ধরে দৌড়াচ্ছে। ভাবলাম বেচারা প্যান্ট সামলাইতে পারে না, গার্লফ্রেন্ড ক্যামনে সামলাবে? (কয়েকদিন আগে তার ব্রেকআপ হয়ে গেছিল) । হায়রে মশারির এক কোনার দড়িও কি তার কপালে জুটে নি?

তো যাকে পরিচয় করিয়ে দিচ্ছিলাম, আমাদের সেই এঞ্জিন সাপ, আপনারা জানেন উনি এখনো লঞ্চের কিনারে দাড়ায়ে বরিশালের নদীর পানি বৃদ্ধি করিবার অভ্যাস ত্যাগ করতে না পেরে বাসে উঠে কি জানি কোন মন্ত্রের সাহায্যে গাড়ির চাকা পাঞ্চার করিয়া দিয়া গাড়ি থেকে নেমে তাহার খায়েস পূরণ করিতেন। এ বিষয়ে কা_ভা ভাইয়ের কাছ থেকে জানতে পারি এঞ্জিন সাপের বাবা তাকে বাড়ি আসার জন্য হলেও কোন গাড়িতে উঠতে নিষেধ করেছেন।

আমাদের নিমাইথানের উদ্ভাবক নিমচাঁদ দা পর্যন্ত তার এই ইয়ে করার পৌশাচিক আনন্দের বলি হয়েছেন। এক মধুর ভ্রমণে তাকে একবার না দুই দুই বার গাড়ির পানচার হওয়া চাকা পাল্টাতে হয়েছে। এই ঘটনার পরে আমরা জানতাম নিমচাঁদ দা এঞ্জিনের এক হাত দেখে নিবে, কিন্তু তেলের যে কি দাম সেটা আমি সেদিনই জানলাম। নিমচাঁদ দার ফেসবুক ওয়াল ঘেটে গোটা বিশেক পুরান ছবিতে লাইক লুইক দিয়া এঞ্জিন সাপ সে যাত্রায় রক্ষা পাইলেন।


আমার খুবই সাধারণ একটা মন্তব্যের জবাবে আমাকে ব্যাক্তিগত ভাবে হেয় করার জন্য আমাকে আমার মিসেস কর্তৃক ডলা খাবার কথা বলা হয়েছে। আচ্ছা আপনার বলেন, ডলা কি কোন খারাপ জিনিস?? বাংলা দেশ থেকে প্রতিবছর হাজার হাজার মানুষ ডলা খাবার জন্য থাইল্যান্ডে যাচ্ছে। অনেকে এই ডলা খেয়ে এতই মুগ্ধ হয়েছেন যে দেশেই ডলা সেন্টার খুলে দিচ্ছেন।

আচ্ছা ঐ ডলার কথা না হয় বাঁধই দিলাম। যদি কথা হয় বউয়ের ডলা নিয়ে তবে খোলাখুলি বলতেই হয় এই জিনিস খাইনি বা খাওয়ার ভয়ে নেই কোন বিবাহিত মানুষ? আমাদের আমিনুর রহমান ভাই তো এই ডলার ভয়েই এখনো নিজে নিজেই রাতদুপুরে রান্নার কাজে ব্যস্ত থাকেন। আর আমাদের নিমচাদদা!! তার জন্য আমার দুঃখ হয়, বেচারা দাতের ব্যাথায় ছটফট করছে কিন্তু দাতের ডাক্তারের কাছে যেতে পারছে না। শুধু মাত্র ডলা খাবার ভয়ে। আর আমাদের মামুন ভাইয়ের কথা কি বলবো, গাড়ির মধ্যে সেদিন পেছেনের সিটে ভাবী বসে থাকার কারণে নিম দা যখন "উই হ্যাভ অনলি ওয়ান লাইফ টু ডিল" থিওরির বর্ননা করছিলেন তখন একেবারে গোবেচারা গৃহস্বামীর(যাহার কোমর আর কোমর নেই) মতো চুপচাপ বসে ছিলেন। সেদিন দেখেছিলাম স্ত্রীভীত পুরুষের চেহারা। আহা!

কিছু কুৎসা রটনাকারী মানুষ বলছেন, আমার বউ নাকি আমাকে ঝর্ণায় চুবানি দিয়েছিল জনসম্মুখে। আমার আফসোস হয় আমি এমন কিছু মানুষের সামনে আমার বউয়ের সাথে ঝর্নার পানিতে ডুব ডুব খেলছিলাম যারা বউকে সোকেচের সামগ্রী ছাড়া আর কিছু ভাবতে পারে না। কাল্পনিক ভালবাসা বারোমাস বৃষ্টির অপেক্ষায় থাকে, গার্লফ্রেন্ড নিয়ে বৃষ্টিতে রিক্সার হুড ফেলে ঘোরার জন্য সেটাতে কোন দোষ নেই, যত দোষ এই আমার।


আমি জানি এই সকল কিছুর মুলে আমাদের এঞ্জিন সাপ। আমি তাহাকে অনেক স্নেহ করিতাম। কিন্তু কিছুদিন আগে আমি ফেসবুকের দালালির(সাজেষ্ট ফ্রেন্ড) অফার ফিরিয়ে দেয়ার সে আমার উপর খেপে আছে বুঝেতে পারিনাই। দালালির প্রমান নিচে দিলাম।

২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৩

মুহিব জিহাদ বলেছেন: সরকার বাশের () কেল্লা পেজ বন্ধ করার আগে আপনার মত এডমিন গুলার পুনর্বাসনের ব্যবস্থা করে দিলে বোধহয় ভাল হতো :( :((


ফটোশপের কাজটা আর একটু ভালোভাবে শিক্ষা করা দরকার আপনার। এন্টিবায়োটিক নামটা একসাথে হবে, আলাদা আলাদা হয়েছে, আর একটু স্টাডি করুন ভাইডি :P

৩৮| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৫

দূর্যোধন বলেছেন: আরে ! সবাই তো দেখছি আমাকে বিদায়ী বলে ধরেই নিয়েছে !

ধন্যবাদ পোস্টের জন্য , যদিও কিঞ্চিৎ বিব্রত বোধ করছি । সামহোয়ারিন ছেড়ে যাওয়া হয়নি , সুতরাং আবার ফিরে আসার প্রশ্নও আসে না । বড়জোড় লেখালেখি হচ্ছে না , মূলতঃ ব্যস্ততা এবং লগিন/সার্ভার সংক্রান্ত জটিলতার জন্য । ধন্যবাদ সামহোয়ারিনের ডেভদের , সময় নিয়ে হলেও সমস্যাগুলো অনেকখানি কাটিয়ে দেয়ার জন্য । আশা করছি আবারও ব্লগেই লেখালেখি শুরু করতে পারবো । ব্লগারের কাছে ব্লগ প্ল্যাটফর্মে লেখার চেয়ে আনন্দময় খুব কম বিষয়ই আছে ।

ধন্যবাদ সবাইকে যারাই কমেন্ট করেছেন । এবং মৃদুল শ্রাবণকে দলগতভাবে হেনস্তা করার তীব্র প্রতিবাদ রইলো । ঈদের পর কঠোর আন্দোলন হবে বলে আশা করা যাচ্ছে ! ;)

হ্যাপি ব্লগিং !

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

মুহিব জিহাদ বলেছেন: যার ব্লগ দেখে ব্লগিং দেখে ব্লগে আসা তাকে আর দেখতে না পাওয়ার কারণে ভেবেছিলাম আপনি চলে গেছেন। অনেক দিন কোন পোষ্ট পাইনা কিন্তু ফেবুতে দেখতে পায় সবসময় তাই আমার মনে করাটা সত্যি ভেবেছিলাম। কিন্তু আপনার কমেন্টের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার হলাম।

অনেক ধন্যবাদ পোষ্ট পড়ে নিজের উপস্থিতি প্রমাণ করে দেয়ার জন্য :)

ব্লগারের কাছে ব্লগ প্ল্যাটফর্মে লেখার চেয়ে আনন্দময় খুব কম বিষয়ই আছে ।
কথাটি খুব ভালো লাগলো।


মৃদুল ভাইর ব্যাপারটা ঈদের পর দেখা যাবে ;)

৩৯| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

জানা বলেছেন:

শিরোনাম দেখে একজন ব্লগারের অভিজ্ঞতা এবং ব্লগার হয়ে ওঠার গল্প জানার প্রবল আগ্রহ নিয়ে পোস্টটি পড়লাম। ভাল লাগলো। তারসাথে একজন প্রিয় ব্লগারের অনুপস্থিতিতে সহব্লগারদের তাকে ফিরয়ে আনার আকুতিটিও খুব মনে ধরলো। কারণ আমিও দূর্যোধনের লেখা মিস করি। অবশেষে তার মন্তব্য দেখে ভিষন খুশী হলাম।

কিন্তু....!!!!!! মন্তব্যগুলোতে....ইয়ে মানে আমি তেমন ভাল করে চোখ দিইনি :P । শুধু একটু দেখেই বুঝেছি যে এখানে প্রচন্ড ব্যক্তি আক্রমণ এবং মানহানিকর কথা বার্তা চলছে B-)। একটি বিশেষ ধরণের মন্তব্য এতগুলো মানুষের ভাল লাগে কি করে সেটিও ভেবে দেখার বিষয় ;) । যাকগে, আমি আর এখানে বেশীক্ষণ সময় নেবো না, শুধু ইয়ো ইয়ো জেনারেশনের :P সার্বিক চালচলন দেখে দেশ এবং জাতির ভবিষ্যত ভেবে আমি অস্থির হয়ে বৃন্দাবনে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছি :-B

৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭

মুহিব জিহাদ বলেছেন: আসলে আমরা সবাই ই চাই যারা লিখছেনা বা ব্লগ ছেড়ে গেছেন তাদের সবাই ফিরে আসুক(অন্তত যাদের ব্লগিং এ মানুষ আনন্দ পেত)।
দূর্যোদার লেখার প্রতি আমার আলাদা ভালোলাগা কাজ করে তাকে নিয়েই লিখে ফেলা।

তবে সত্যি আমরা সবাই আন্দিত দূর্যোদার কমেন্ট এ, কারন তিনি বলেছেন আবার লেখা শুরু করে দিবেন। আশা করি খুব দ্রুত আমরা তার লেখা পেয়ে যাবো। ;)

আর মৃদুল শ্রাবন ভাই আমার খুব কাছের একজন প্রিয় বড় ভাই (ব্লগার) সবাই মিলে তাকে কেন এইভাবে হেনাস্ত করতে চাইছে আমি জানিনা :)
এবং ইতিমধ্যে এটার প্রতিবাদে বিশেষ আলোচনার মাধ্যমে ঈদের পরে হরতাল ডাকা হয়েছে :P :P


কমেন্ট করার জন্য ধন্যবাদ আপু :)

৪০| ৩০ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:৩৬

ইউক্লিডের ব্লগ বলেছেন: মুখফোড় শালা আর ফিরে এল না। X(

৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪

মুহিব জিহাদ বলেছেন: ভাই,এই ভাবে গালিগালাছ করার কোন মানে হয়? X( X(


যদি তিনি আপনার বিশেষ আত্নীয় হয়েই থাকেন তবে এইখানে জনসম্মুখে গালি না দিয়ে বাসায় গিয়ে অন্যভাবে ফোরস করুন :P :P

৪১| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১১

ব্লগার মাসুদ বলেছেন: কমেন্ট পোষ্ট +++++++++

৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭

মুহিব জিহাদ বলেছেন: ভাইরে আমি আমি গনিতে কাচা হলেও এত কাচা না যে যোগ বিয়োগ করতে জানিনা #:-S #:-S

ঢাহা মিছাকতা কইয়া মজাটা কি ভাই :P :P

৪২| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৭

কালের সময় বলেছেন: সুন্দর পোষ্ট

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৪

মুহিব জিহাদ বলেছেন: ধন্যবাদ

৪৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৫

মৃদুল শ্রাবন বলেছেন: @দূর্যোধন ভাই প্রতিবাদটা আপনার কাছ থেকেই আসবে আমি জানতাম। আপনিই বলেন সবাই মিলে আমাকে এই ভাবে হেনস্থা করার মানেটা কি?? এরা কি ব্লগার এক্সচেঞ্জ করতে চাইছে নাকি? যেভাবে আমাকে অপদস্থ করা হল তাতে তো মনে হয় আমি যেন ব্লগ ছেড়ে চলে যেয়ে আপনাকে ফিরে আসার জায়গা করে দেবার জন্য এটা একটা ষঢ়যন্ত্র। আচ্ছা আমরা দুইজন একসাথে ব্লগিং করলে কি সামুর সার্ভারে অনেক চাপ পড়বে? নাহলে একজন একজন খ্যাতিমান ব্লগারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমার মতো অখ্যাত একজন ব্লগারকে দূর দূর করা কেন??? এ বিয়য়ে কি জরুরী তদন্ত কমিটি গঠন করা দরকার নয়??



@জানাপু এই ইয়ো ইয়ো জাতির হাতে সবকিছু ছেড়ে দিয়ে আপনি যদি বৃন্দাবন চলে যান তবে তো জাতি অন্ধকারে ডুবে যাবে। বিশেষ করে মুহিব জিহাদ(পোষ্ট দাতা) যে কোন গাড়ীতে ওঠা মাত্রই সেই গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায় যে যদি ঐ দলে থাকে তবে তো জাতির চাকাও পাঞ্চার হতে সময় লাগবে না। :P

আমাকে প্রচণ্ড ভাবে ব্যাক্তি আক্রমণ ও মানহানি করার জন্য আমি ঈদের পর না, খুব শীঘ্রই মানহানির মামলা করবো। আপনি যদি এই মামলায় জেতার জন্য আমাকে সাপোর্ট দেন তবে আমি মামলায় জেতা টাকা দিয়ে ব্লগ দিবসে বিরাট খানাপিনা দিবো। :!>

০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৯

মুহিব জিহাদ বলেছেন: ভাই আমি শুধু আপনার মন্তাব্যের রিপ্লাই দিয়েছি, সবাই আপনার আমার মাঝে সুন্দর সম্পর্কটা নষ্ট করার লক্ষে এমন ষড়যন্ত্র মূলক লাইক লুইক দিয়েছে :P

আশাকরি ভাবী কর্তিক দাওয়াত প্রাপ্ত হতে মাঝে মাঝে বাসায় গিয়ে যে খিচুরীটা খাওয়া হত সেটা এই ব্যাপার দ্বারা কোন রকমের এফেকট হবেনা
:D :)

৪৪| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫

এমএম মিন্টু বলেছেন: বাঁশ ডলাডলি ঠিক মত হচ্ছেতো ভাই দেইখেন কেউ কাউকে কম দিয়েন না কারন সব ব্লগাররা একে অপরের ভাই ।

কম হলে হরতাল কার্জকর হবে না । :P

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩

মুহিব জিহাদ বলেছেন: কিছু বাশ(!) অবশিষ্ট রহিয়াছে দাদা ভাই, আপনি রাজী থাকলে আমার দিতে অসুবিধা হবেনা :P

৪৫| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৬

আলম দীপ্র বলেছেন: বহুত দেরিতে দেখিলাম । মুই কান্দুম ! =p~ =p~ =p~ =p~

২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২১

মুহিব জিহাদ বলেছেন: পাঠকের ব্লগ দেখেছেন এটাই বড় প্রাপ্তি,,,,, কান্দা দরকার নাই কেউ সাথে কাদবেনা, তার থেকে বরং নাচুন সবাই মজা পাইব। :P :D

৪৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১:১১

প্রবাসী পাঠক বলেছেন: হ্যাপি নিউ ইয়ার।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩২

মুহিব জিহাদ বলেছেন: প্রে: খা: ভাইডি, এত্তদিন পড়ে "হ্যপি"নিউ ইয়ার?

নিউ ইয়ার এর শুভেচ্ছা দিতে এতদিন লাগলো না জানি বিয়ের দাওয়াত বাচ্চা সহ ই দেন। তবুও আলহামদু লিল্লাহ

৪৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪১

প্রবাসী পাঠক বলেছেন: দেরি কুতায় করলাম !!! ১ তারিখ রাইত ১-১১ মিনিটে উইশ করছি। আপনি দেখতে দেরি করছেন।

আহ আবার বিবাহের কথা মনে করাইয়া দিলেন!! না এই বছর বিবাহ করতেই হইব।

ইতি,
প্রেঃ খাঃ

১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪০

মুহিব জিহাদ বলেছেন: বিয়া করা দরকার নাই, চলেন আমরা দুই ভাই মিলা বনোবাসে যাই, প্রিথিবীতে অনেক মহান মানুষ ছিলেন যার বিয়ে করেনি, আমিও মহামানব হতে চাই ,সাথে আপনাকে ও আমন্ত্রন করছি

৪৮| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৪

প্রবাসী পাঠক বলেছেন: উত্তম প্রস্তাব। আমি রাজি আছি ভাই।

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২১

মুহিব জিহাদ বলেছেন: তাইলে চলেন দেড়ি করলেই লেট হয়ে যাবে,,,,

আমরা মহামানব হতে চাই,,, :P

৪৯| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১২

এহসান সাবির বলেছেন: সবাই ফিরে আসুক, জমে উঠুক আবার...........

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৯

মুহিব জিহাদ বলেছেন: সবাই ফিরে আসুক, জমে উঠুক আবার...........

৫০| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬

আরজু পনি বলেছেন:

এই পোস্টটা অনলাইনের চেয়ে অফলাইনে পড়তেই বেশি মজা লেগেছে...একাধিকবার পড়া পোস্টটা শুরুর দিকেই দেখেছিলাম...তারপর দেখলাম অনেকদূর গড়িয়েছে...মৃদুলের কমেন্টের পর ভেবেছিলাম ক্যাচাল লাগলো বুঝি !

নাহ এটা যে শেষ পর্যন্ত চরম ফানে পরিণত হয়েছে দেখেই ভালো লাগছে ।

দূর্যোধন আবার ব্লগ মাতিয়ে রাখতে ফিরে আসুক ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৩

মুহিব জিহাদ বলেছেন: লাইফ ইজ ফান,,,,,, ক্যাচাল কেন হবে ;)


পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ আপু ;)

৫১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০২

জুন বলেছেন: পোষ্ট দেখেছিলাম কিন্ত লগিন সমস্যয় তাৎক্ষনিক আর করা হয়নি মন্তব্য ।
অনেক প্রিয় ব্লগার দুর্যোধনের ফিরে আসার অপেক্ষায় রইলাম ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৬

মুহিব জিহাদ বলেছেন:


অনেক প্রিয় ব্লগার দুর্যোধনের ফিরে আসার অপেক্ষায় রইলাম ।

অপেক্ষার অবসান আর হইলোনা আপু :( :(

৫২| ০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০০

হিল্লো্ল বলেছেন: ব্লগ এ তো অবশ্য ই .ফেইসবুকেও আপনাকে মিস করছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.