নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

ড্যানজেল ওয়াশিংটন আর আমাদের কাজি মারুফ।

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৯

কিছুক্ষণ আগে Man On Fire সিনেমাটা দেখা শেষ করলাম, সিনেমা দেখছি আর ভাবছি - কাহিনীটা কেমন যেন চেনা চেনা লাগছে !! ঘটনা কি? আগে দেখেছি নাকি এইটাই, প্রায়ই এমন হয় যে এক সিনেমা দেখে আবার ভুলে যাই, কিন্তু এখানে ঘটনা এটা না।

প্রায় পুরো সিনেমা দেখার পর দেখি যে, গত কোন এক ঈদে চ্যানেল ঘুরাতে ঘুরাতে একটা সিনেমার মাঝে থেকে দেখা শুরু করেছিলাম। সিনেমার নায়ক কাজি মারুফ, নায়িকা চিনি নাই। আর সিনেমার নাম- "ক্যাপ্টেন মারুফ"। "ক্যাপ্টেন মারুফ" সিনেমার মুক্তি কাল ২০০৩, আর "Man on Fire" এর মুক্তি কাল দেখি ২০০৪ !! তবে কি বাংলা সিনেমা দেখে ইংরেজি সিনেমা হল?



Wiki তে ঢু মারলাম, দেখি ১৯৮৭ তে Man on Fire এর প্রথম ফ্রেঞ্চ সংস্করণ বের হয়েছিল।



যাক একটা ব্যাপারে অন্তত স্বস্তি পেলাম, আমাদের ইন্ডাস্ট্রি শুধু ইন্ডিয়ান সিনেমার কপি যুগ থেকে বেড়িয়ে পাশ্চাত্যের পথে পা বাড়িয়েছে। এটাই কম কি?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৪

একজন ঘূণপোকা বলেছেন: "ক্যাপ্টেন মারুফ" সিনেমার মুক্তি কাল ২০০৩, আর "Man on Fire" এর মুক্তি কাল দেখি ২০০৪ !! তবে কি বাংলা সিনেমা দেখে ইংরেজি সিনেমা হল? B:-) B:-)

Wiki তে ঢু মারলাম, দেখি ১৯৮৭ তে Man on Fire এর প্রথম ফ্রেঞ্চ সংস্করণ বের হয়েছিল। B:-/ B:-/ B:-/

২| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০১

অগ্নি সারথি বলেছেন: খিক।

৩| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪১

মুচি বলেছেন: এক বন্ধু মারফত শুনলাম, যে ম্যান অন ফায়ার এর হিন্দীও বের হয়েছিল। না প্রাচ্যের গণ্ডি আর বাংলা সিনেমা পার হতে পারল না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.