নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

নিকষ অন্ধকারে আলোর হাতছানী

১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৫

নিকষ অন্ধকারে আলোর হাতছানী কিংবা
মনের দুয়ারে একটু আশা-
এই তো মানুষের বেঁচে থাকা।
আলো ! আলো কোথায়? ঐ দূরে একবিন্দু আলোকরশ্মি।
কাছে যাবার দৃঢ় প্রত্যয়ে গতির সঞ্চার করাই জীবন।
কাছে যেয়ে হয়তো পাওয়া যাবে না কিছুই,
হয়তো তা ছিলো কেবলই চোখের ভুল!
কিন্তু তা পথিকের চোখের ভ্রান্তি নয়,
তা আলো ছিলো সত্যই- চলমান আলো।

জোনাকী - একটি ছোট্ট পতঙ্গ, পথিকের পথের ক্লান্তি মেটায়,
তাকে আশা দেখিয়ে পথ চলবার গতিকে বাড়ায়।
পতঙ্গ বলে হয়েছে কি? জোনাকীরও আলো আছে,
তাকে কুক্ষিগত করতে পারলে আলো ঠিকই পাওয়া যাবে,
সে আলো যতই স্বল্প-সুক্ষ হোক না কেন!

আশার পথে চেয়ে মানুষ তার জীবন তরী বয়ে চলে দূরে,
কিন্তু সম্ভাবনা আর প্রাপ্তি এক নয়,
অনেক সময়ই সম্ভাবনাকে প্রাপ্তিতে পরিণত করা তো ছাড়
কাছেই নিয়ে যাওয়া যায় না- অপ্রাপ্তিই হয়ে থাকে।
ঐ সম্ভাবনার তাগিদেই জীবন এগিয়ে চলে।

এ জীবনে হয়তো অনেক কিছুই পাওয়া যাবে না,
কিন্তু প্রাপ্তির ক্ষীণ আশায় জীবন এগিয়ে নেয়াই
মানব জীবনের পরম পাথেয়- এলোকে নয়তো পরলোকে।
সহস্র-কোটী আঁধারের চাদরে একবিন্দু আলোই যথেষ্ট-
জীবনকে গতি দেয়ায়।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

এহসান সাবির বলেছেন: বাহ্‌!

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৪

মুচি বলেছেন: ধন্যবাদ :)

২| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৩

মুচি বলেছেন: ধন্যবাদ !

৩| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৬

অন্ধবিন্দু বলেছেন:
প্রাপ্তির ক্ষীণ আশায় জীবন এগিয়ে নেয়াই
মানব জীবনের পরম পাথেয়-


খুব সুন্দর কথা, মুচি। এই আলোটুকুর অনেক দাম ...

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৪

মুচি বলেছেন: অনেক.......। :)

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

শিখা আমিন বলেছেন: আপনি আপনার মতন করে ভালো থাকুন।খুব ভালো রাখুক আললাহ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৯

মুচি বলেছেন: ধন্যবাদ। আপনিও ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.