নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ- আনন্দ না লজ্জা?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫০

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অবস্থা কখোনই খুব প্রসণ্ন না। তারপরও এই দীর্ঘ পরিক্রমায় বেশ কটি খুশির মূহুর্ত এনে দিয়েছে এই দল। অনেক বড় দলকে মাঝে মাঝে হারিয়ে দিয়ে আশা জাগিয়ে আবার অনেক ছোট দলের বিরুদ্ধে লজ্জাজনকভাবে হেরেছে। গত কিছুদিনের পার্ফমেন্স দেখে আমরা আবার সহযোগী দেশগুলোর বিরুদ্ধে হেরে যাওয়ার শঙ্কায় আছি।

রাত ফুরালে আফগানদের বিশালদেহী খেলোয়ারদের সাথে আমাদের ৯০% আনফিট খেলোয়ারদের খেলায় আমরা সিঁদুরে মেঘের ভয়ে আছি। জানি না কি হবে। তবে চাওয়া আর যাই হোক অন্তত আফগানিস্তান ও স্কটল্যান্ড এর সাথে যেন অন্তত যেন বড় ব্যবধানে জিতে আসতে পারে আমাদের টাইগার নামধারী ছানাগুলো।

যদি ২/১টা বড় দলকে হারিয়ে আসে তা আমাদের বাড়তি আনন্দের খোড়াক।আর হারলেও অন্তত যেন গো-হারা না হারে, কিছুটা লড়াই দেখতে চাই আমরা। ওদের কাছে খুব বেশি কিছু আর আমরা এখন আশা করি না।

দূর্নীতি ও স্বজনপ্রীতির যাতাকলে বাংলার ক্রিকেট কলুষিত। অনেক কম যোগ্যতাসম্পন্ন খেলোয়ার এই দলে আছে, ওদের চেয়ে ভালো পার্ফরমার দেশে বসে থাকা স্বত্তেও। তারপরো আশা করব একেবারে খালি হাতে যেন ওরা না ফেরে।

স্বন্তান লুলা-কানা যাই হোক, বাবা-মা তাকে ফেলে দিতে পারে না, তেমনি দল যাই হোক, জিতুক-হারুক(না) আমরাও টাইগারদের সমর্থন করা বাদ দিতে পারি না। সুতরাং, Go Tigers go..... জিতে আয় কিছু।


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন: আশা করতে দোষ কোথায় !!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১১

মুচি বলেছেন: সেটাই। আশা নিয়েই তো সকালে খেলা দেখতে বসবো। কিছু তো জিতব, নাকি?

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০৩

প্রবাসী পাঠক বলেছেন: শুভ কামনা বাংলাদেশ দলের জন্য।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩৮

মুচি বলেছেন: হুম, শুভ কামনা আমাদের জন্য।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:০০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বাংলাদেশের জন্য শুভকামনা।

বাংলাদেশ জিতবে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৩

মুচি বলেছেন: আমরা জিতেছি। আরো জয় চাই। শুধু ছোট দল নয়, বড় দলের বিপক্ষেও জয় চাই। নিয়মিত ভালো খেলে বড় দলের মর্যাদা চাই।

শুভ কামনা, টাইগারদের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.