নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর উৎসবে আঁধারে আবদ্ধ ...!!!

মুচি

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে- অবাক বিস্ময়ে ....

মুচি › বিস্তারিত পোস্টঃ

অনেক যতনের জুতা আমার আজ দিয়ে এলেম বিলিয়ে

০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:১৯

সেদিন আমার তৈরি লাস্টেড স্পোর্টস সু এর ছবি দিয়েছিলাম। আজ দিচ্ছি আমার তৈরি সম্পূর্ণ (Finished & Laced) স্পোর্টস সু এর ছবি, সাথে আছে আমার নিজ হাতে তৈরি সু-বক্স মানে জুতার বাক্সের ছবি।



কেমন হয়েছে ? মনে করি একজন শিক্ষানবিস জুতার এঞ্জিনিয়ারের জন্য একেবারে খারাপ না। ;)







এখানে অনেকগুলো ছবি আছে , কিন্তু কেউ মনে করবেনা না যে, অনেকগুলো জুতা, সবই এক জোড়া জুতার ছবি- নানান পোজে। B-)



এই জুতাগুলোকে বাক্সবন্দি করে স্যারের কাছে জমা দিয়ে এলাম। :((:((

আর কখোনও দেখতে পাব না ওদের। এভাবে গত ৩/৪ বছরে বেশ কয়েক জোড়া জুতাকে হারিয়েছি আমিসহ আমার ডিপার্টমেন্টের বন্ধুরা। /:)



যাই হোক সেই বাক্সের ছবিঃ





বাক্সগুলো ল্যাব থেকে প্রদান করা প্যাটার্ণ পেপার দিয়ে স্ট্যাপল করে মাত্র ২০ মিনিটে তৈরি করা। Outer appearance doesn't matter. ;)



এই শেষবারের মত শিক্ষাজীবনে জুতা বানালাম। এরপর কর্মক্ষেত্রে কি হয় আল্লাহ জানেন। :|

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:২২

প্রামানিক বলেছেন: সুন্দর জুতা।

০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:২৪

মুচি বলেছেন: ধন্যবাদ। আরও সুন্দর ও উন্নত জুতা বানাতে চাই। B:-)

২| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:২৯

প্রামানিক বলেছেন: চেষ্টা চালিয়ে যান অবশ্যই আরো সুন্দর জুমা আপনার মাথা থেকেই আসব।

০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:৩১

মুচি বলেছেন: :-B আবার ধন্যবাদ আপনার শুভকামনার জন্য। আপনাদের দোয়ায় এগিয়ে যেতে চাই।

৩| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:৩৪

সুমন কর বলেছেন: ভালই হয়েছে। +

তা অাপনার স্যার'রা কি জুতাগুলো রেখে দেয় ! এত জুতা দিয়ে কি করব?

০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:৩৯

মুচি বলেছেন: কি আর করবে, এক বছর রেখে পরে হয়তো ডাস্টবিনে ফেলে দেয়। |-) |-)

৪| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১২:৫৭

নতুন বলেছেন: ইচ্ছা আর চেস্টা থাকলে অবশ্যই ভাল করতে পারবেন... :)

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১:৪৭

মুচি বলেছেন: :-B :#>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.