নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের হাতের মুঠোতেই থাকে সময়ের উৎকৃষ্ট ফাটল

মুনিরা চৌধুরী

মুনিরা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আট দরজার আগুন

০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০

সবুজ-সন্ত্রাসের অধিকার আপন করেছো
নিজের মতো করে
নিজের ভেতরে...
রক্তের পাশে ঝলসানো হৃৎপিণ্ড
এলোমেলো চাঁদের মাংস আর
আগুন-লাগা রক্তজবার যৌবন বাড়িয়ে দিয়েছো বহুবর্ষ।
কে তুমি মহাকাল, ২০১৭...
বঙ্গোপসাগর ছুঁয়ে-যাওয়া নিম্নচাপ আজ বড়োই প্রবল...
কেনো এক বসন্তদিনে শুনেছিলাম, রাজপুত্র আসবে ঘোড়া-টানা-গাড়িতে করে...
সেই রাজপুত্র কোনোদিন আসে নি
প্রিয় রাক্ষস এসেছে, যার জন্ম হয়েছে আমার করোটী থেকে

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

প্রফেসর সাহেব বলেছেন: ভালো লাগা জানবেন

০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:১০

মুনিরা চৌধুরী বলেছেন: ধন্যবাদ। শুভ নববর্ষ।

২| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৫

আহমেদ জী এস বলেছেন: মুনিরা চৌধুরী ,




এই সন্ধ্যায় আপনার এই কবিতাখানি দেখে হোচট খেয়েছি ।
আজ দিনের প্রথমাংশে এই "আট দরজার আগুন" নামে একই কবিতা পোস্ট করেছিলেন । সেখানে মোট ২টি , আমার মন্তব্য
( ২নং টি ) সহ আরও একজনের মন্তব্য ছিলো । প্রথম মন্তব্যটিতে ঠাইপো সংশোধনের কথা বলা হয়েছিলো । আপনি শুধুমাত্র প্রথম লাইনের একটি শব্দের টাইপো ঠিক করেছেন । ভালো । কিন্তু ঐ মন্তব্যকারীর মন্তব্যের জবাব দেননি । আরো বেশ কিছু সংশোধনের কথা তুলে ধরে আমার করা মন্তব্যটির এ কোনও জবাব দেননি । না দিয়েই আপনি কবিতার টাইপোগুলো ঠিক করেছেন । সব ঠিকঠাক করে তবেই এই সন্ধ্যায় (০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০ ) আবারও এই পোস্টখানি দিয়েছেন । মুছে দিয়েছেন আমাদের দেয়া মন্তব্য সহ আগের পোস্টখানি, কোনও প্রকার ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশ করেন নি কোথাও ।

আপনার মতো ঋদ্ধ একজনার কাছ থেকে এটা কোনমতেই প্রত্যাশিত ছিলোনা । ভুল যে কোনও মানুষেরই হতে পারে । আমারও হয় । আমি সেটা স্বীকার করে কৃতজ্ঞতাও প্রকাশ করি । এমনটা করেন আমাদের সকল ব্লগারবৃন্দই । নিজের ভুল স্বীকার করায় কোনও লজ্জা নেই বরং তা শোভনীয়তার, সাহসের পরিচয় । আপনার এমন দৈন্যতার রূপটি দেখে দুঃখ পেলুম ।

শুভেচ্ছান্তে । হ্যাপি ব্লগিং ।

০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৬

মুনিরা চৌধুরী বলেছেন:
আসলে তাৎক্ষণিক ভাবনা থেকে ব্লগে বসেই কবিতাটি লেখা। ''আট দরজার আগুন'' নাম নিয়ে আমি একটু দ্বিধা-দ্বন্ধে ছিলাম, নয় দরজার বাতাস নামে আমার পূর্বতন গ্রন্থটির নাম কি না, তাই! এসব ভাবনা থেকেই পোষ্টটি সরিয়ে নেয়া...
তৎপরবর্তী ভাবনায় মনে হলো- থাক, তেমন তো মন্দ নয়...
টাইপো বিষয়ে আপনি অনুধ্যায়ী হয়েছেন বলে বিশেষ কৃতজ্ঞতা তো অবশ্যই। তবে টাইপোর জন্য পোষ্ট সরিয়ে নেয়া অবশ্যই অযৌক্তিক। হাইপারমিডিয়াতে ওগুলো হয়ই; যেমন- আপনি লিখলেন, দৈন্যতার রূপটি... (দীনতার রূপ/ দৈন্যরূপ হবে)। ''ছিলোনা'' এখানে ''না'' শব্দটি আলাদা করে লেখ্যরূপ পাওয়া জরুরী। যা হোক, এসব কোনো বিষয় নয়; বিষয় হলো- আপনি পাঠ করেছেন এবং গভীরভাবে পাঠ করেছেন...
মুগ্ধ আমি। মঙ্গলময় থাকুন।
খ্রিস্টিয় নব-বর্ষে বাঙলার বেলি ফুলের শুভেচ্ছা...

৩| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় অনেক গুলো প্লাস। ভাল লাগার সবটুকু। ভাল থাকবেন ।

০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪১

মুনিরা চৌধুরী বলেছেন: ধন্যবাদ। মুগ্ধতা...
নব-বর্ষে বাঙলার বেলি ফুলের শুভেচ্ছা...

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়ে ভালো লেগেছে +

০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

মুনিরা চৌধুরী বলেছেন: ধন্যবাদ। শুভ নববর্ষ।

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৮

আহমেদ জী এস বলেছেন: মুনিরা চৌধুরী ,



প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ ।
ভালো লাগলো একটি না-জানা বিষয়ে আলোকপাত করেছেন । ত্রুটিটি কোথায় হয়ে গেলো অজান্তেই, তা দেখিয়ে দিলেন নম্রতার সাথে ।

আসলে কি , ব্লগে লিখতে গিয়ে প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ এর পথে ইঞ্চি মেপে মেপে তো আমাদের মতো আম ব্লগাররা আর হাটি না; তাই ব্যাকরণের অতো জটিল পথের জটিলতা আমাদের চোখে পড়ে না । হুটহাট চলতে গিয়ে আমরা ছোটখাটো গর্তগুলিকে দেখতে পাই না , শুধু বড়সড় গর্তগুলোতে হোচট খেলে চোখ পড়ে যায় না চাইতেও । তাই কোনটা যে লেখ্যরূপ আর কোনটি যে কথ্যরূপ তার হিসেব থাকেনা বড় একটা । ওটা হলো তাদেরই কাজ , যারা “না” এর নিষেধাত্মক অথবা অনুজ্ঞায় নির্বন্ধসূচক ব্যাপার-স্যাপার নিয়ে মাথা ঘামাবেন ।
আপনার টাইপো ( যা আপনার না-জানার কারনে নয় , নেহাৎ ভুল চাবিতে আঙুল চলে যাওয়ার কারনে ) তাড়াহুড়োর কারনেই ঘটেছে , এটা বুঝি । তবে আপনার মতো প্রাজ্ঞ যে জন ( কারন আপনার প্রথম লেখাটি “নয় দরজার বাতাস” আমার প্রিয় তালিকায় আছে ।) তার কাছ থেকে এটুকু বেখেয়ালীত্ব মানতে পারিনি ঠিক ।
তবে বেশী লেগেছে, যে মন্তব্যটি করেছিলুম সেটিকে না দেখতে পেয়ে । হা.........হা..........হা.... সুন্দর একটি মন্তব্য করেছিলুম যদ্দুর মনে পড়ে । যতো নষ্টের গোড়া এই মাথাটি .... এই রকম কিছু লিখেছিলুম ।

যাকগে । ভালো থাকুন । আর নববর্ষের ( খ্রিস্টিয় তো বটেই তবে জানুয়ারি, ফেব্রুয়ারী ইত্যাদিকে আমরা কিন্তু খ্রিস্টিয় জানুয়ারি,খ্রিস্টিয় ফেব্রুয়ারী বলি না । এগুলো আমাদের নৈমত্যিক জীবনের সাথে একদম জড়ানো । ) শুভেচ্ছা আপনাকেও ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৩৫

মুনিরা চৌধুরী বলেছেন: ''নয় দরজার বাতাস''এ টাইপো হয়তো কমই পাবেন; কাট-পেষ্ট করেছি শুধু!
যা হোক, লেখা পড়েছেন এবং মতামত জানিয়েছেন, এর চেয়ে সুন্দর বিষয় আর কী হতে পারে!
যুগ-যন্ত্রণার চাপে ব্লগে নিয়মিত হবো না, তবে ব্লগ যে সুন্দর মননচর্চার জায়গা তা যেনো প্রকারান্তরে জানিয়ে দিলেন।
অনেক ভালোলাগা...
সদা মঙ্গলে থাকুন।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

খায়রুল আহসান বলেছেন: “নয় দরজার বাতাস” এর পরে এলো আট দরজার আগুন। এই দরজাগুলো কী? আর সবুজ সন্ত্রাস কী?
বঙ্গোপসাগর ছুঁয়ে-যাওয়া নিম্নচাপ আজ বড়োই প্রবল... - নিম্নচাপের প্রকোপে বঙ্গোপসাগর চিরকালই থেকে থেকে উত্তাল হয়েছে।

৭| ২১ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৪:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবিতা।

খুব মনোযোগ দিয়ে পড়েও দরজাগুলোর সন্ধান পাইলাম না।
এটাই বুঝি কবির কারিশমা।

৮| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১:১৩

মিঃ আতিক বলেছেন: মায়ের আঁচলের নিচে কেউ জঙ্গি সন্ত্রাসী হয়নি, মায়ের আচল ছেড়ে যাওয়ার পর যখন ভুল শিক্ষা পেয়েছে এর পর ভুলে ভুলে জীবন শেষ করেছে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.