নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারিবারিক নাম পরিচয় থাকলেও নিজের কাছে আমি নাম-পরিচয়হীন । আমি খুব বন্য । আমার ধর্ম-সমাজ কেবলই \'আমি\' । আমি তথাকথিত সমাজের \'অসামাজিক\'...

নাফিয়া মারিয়া

আমি পথ ভোলা এক পথিক, তবু চলন্ত ঘূর্ণি...

নাফিয়া মারিয়া › বিস্তারিত পোস্টঃ

আঘাত!

২৯ শে জুন, ২০১৭ রাত ২:১৭

ওহে, আঘাতকে কেন ভয় করো ভাই?
আঘাতের চেয়ে মহান সুহৃদ এই দুনিয়ায় নাই!

আঘাত মোদের কাঁদতে শেখায়,
জীবনটাকে দেখতে শেখায়,
জীবনধারণ মন্ত্র শেখায়,
জীবনের নব পথটি দেখায় ।

আঘাত ভাঙে সংকীর্ণতার সুউচ্চ প্রাচীর,
আঘাত শেখায় মূল্যটা কী এক চিলতে হাসির ।

আঘাত মোদের জরাজীর্ণ
মুহূর্তে ধুলিস্মাত্ করে ।
আঘাত মোদের করে পূর্ণ
জীবনপথের যাত্রী রূপে গড়ে ।

তাই বলি হে মানব সকল,
আঘাতকে কভু কোরো না ভয়
আঘাত হতে শিক্ষা নিয়ে
জীবনের দীর্ঘ পথ কোরো জয় ।

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৭ সকাল ৯:২৬

ঋতো আহমেদ বলেছেন: সুন্দর একটা msg রেখেছেন কবিতায়। বেশ হয়েছে।

২৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৬

নাফিয়া মারিয়া বলেছেন: ধন্যবাদ!

২| ২৯ শে জুন, ২০১৭ সকাল ১০:০৪

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল ।

২৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৭

নাফিয়া মারিয়া বলেছেন: ধন্যবাদ!

৩| ২৯ শে জুন, ২০১৭ সকাল ১১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

৪| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ২:১২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার লেগেছে।





আঘাত মোদের কাঁদতে শেখায়,
জীবনটাকে দেখতে শেখায়,
জীবনধারণ মন্ত্র শেখায়,
জীবনের নব পথটি দেখায় ।

ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৬

নাফিয়া মারিয়া বলেছেন: ধন্যবাদ!

৫| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৭

ধ্রুবক আলো বলেছেন: আঘাত মোদের শেখায়।

৬| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৬

তারেক ফাহিম বলেছেন: ভাললাগার মত সুন্দর কবিতা।

৭| ২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বেশ হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.