নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

ছবিগুলো থাকুক হাওড় নদী এলাকার স্মৃতি হয়ে (ছবিব্লগ)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪২


নদীতে মাছ আছে প্রচুর। এই এলাকার দরিদ্র পরিবারের বেঁচে থাকার জীবিকা এই নদী ও হাওড় থেকে মাছ ধরেই হয়। আশপাশে কলকারখানা বলতে কিছু নেই। এই এলাকায় বছরে একবার ফসল হয় ধান, যা এবার পানির নিচে সবই। ধান মাইর যাওয়াতে এ এলাকার মানুষের এবারের জীবন একটু ভাবনাযুক্ত। সরকারী সাহায্য সহযোগিতা বা অল্প দামে চাল বিতরণ কিছুটা চিন্তার অবসান হলেও অনেক পরিবার লজ্জা বা সঠিক বিতরণ অভাবে খুবই হতাশাগ্রস্ত, এরা না পারে বলতে না পারে সইতে অবস্থা। গোয়াঁলের গরু বিশ পঁচিশ হাজার লসে বিক্রি করতে হচ্ছে এক অভাব আরেক খড় এর অভাবে। তবে সামনেরবার ধান মাইর গেলে চরম অবস্থা সৃষ্টি হবে তা অনুমেয়।

ছবিগুলো খালিয়াজুরি উপজেলার ধনু নদীর আশপাশ থেকে মোবাইলে তুলা....



আমি গাঁয়ের লোক, শেকড়ে আমার প্রাণ।
হ ভাই, হাওড়ে করছি বসবাস,
এখানে নেই কোন অট্টালিকা, শহরের অাধুনিক কারুকাজ।
এখানে মানুষ ঘুম থেকে জেগে
সকালের স্নিগ্ধ বাতাসে নেয় শ্বাস,
অভিভাবকের মতো বয়ে চলা নদীর জলে করে স্নান।
হাসি মুখে চলে পথ, আন্তরিক বচন,
যদিও এদের জীবন
বছরের বেশিরভাগ সময় থাকে কিছুটা ম্লান।
এরা বেঁচেই আছে নিয়ে প্রকৃতির ভালোবাসা আর দান।






মন্তব্য ৫৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


খালিয়াজুরি কোন জেলায়?
নদীতে কি মাছ আছে? আশেপাশে কলকারখানা? মানুষের আয়ের পথ কি?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নেত্রকোনা জেলা
হ্যা নদীতে মাছ আছে প্রচুর। এই এলাকার দরিদ্র পরিবারের বেঁচে থাকার জীবিকা এই নদী ও হাওড় থেকে মাছ ধরেই হয়। আশপাশে কলকারখানা বলতে কিছু নেই। এই এলাকায় বছরে একবার ফসল হয় ধান, যা এবার পানির নিচে সবই। ধান মাইর যাওয়াতে এ এলাকার মানুষের এবারের জীবন একটু ভাবনাযুক্ত। সরকারী সাহায্য সহযোগিতা বা অল্প দামে চাল বিতরণ কিছুটা চিন্তার অবসান হলেও অনেক পরিবার লজ্জা বা সঠিক বিতরণ অভাবে খুবই হতাশাগ্রস্ত, এরা না পারে বলতে না পারে সইতে অবস্থা। গোয়াঁলের গরু বিশ পঁচিশ হাজার লসে বিক্রি করতে হচ্ছে এক অভাব আরেক খড় এর অভাবে। তবে সামনেরবার ধান মাইর গেলে চরম অবস্থা সৃষ্টি হবে তা অনুমেয়।

আরো অনেকগুলো ছবি ছিল, কিন্তু লোড় নিল না, পর্যাপ্ত দেখালো তাই দিতে পারলাম না।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪

মলাসইলমুইনা বলেছেন: চমৎকার ছবিগুলো | হালকা শীতে ঢাকা-রাজশাহী যেতে ফেরির দোতলার ডেকে দাঁড়িয়ে দেখা অনেক দিন আগের কথা মনে পড়লো আপনার ছবিগুলো দেখে | কোলাহলহীন, চুপচাপ, সে একটা অপূর্ব বাংলাদেশ | আমরা হয়তো অনেক বদলে গেছি | কিন্তু বাংলাদেশ তার প্রাকৃতিক সৌন্দর্যের ঐশ্বর্য নিয়ে সেই একই আছে | কিশোরগঞ্জের হাওর এলাকায় এখনো পানির কমতি নেই দেখে আর জেনে খুবই ভালো লাগছে |

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো আপনার স্মৃতিময় কিছু কথা রেখে যাওয়ায়।
হ্যা ভাই, পানি এখনো কমেনি, তবে যে হারে কমতে শুরু করেছে তাতে মনে হয় মাসখানী মধ্যেই চর জেগে উঠবে।

কৃতজ্ঞতা রাখছি ভাই আপনার মন্তব্যে।

শুভকামনা জানবেন।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:


এলাকায় লেখাপড়ার অবস্হা কি রকম?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: লেখা পড়া মোটামুটি, তবে একেবারে খারাপ না। এখানে যা দেখলাম, ছেলেমেয়েরা খুব কষ্ট করে স্কুলে যায় নৌকা বা পায়ে হেটে। অনেক পরিবার তাদের ছেলে মেয়েদের শহরে স্কুলে পড়ান, কিন্তু দরিদ্ররা এখানেই একটা স্কুলে রাখেন। তবে সাংসারিক চাপে অনেক ছেলেই লেখাপড়া করতে পারেনা। বাপের সাথে মাছ ধরা বা নৌকা চালানোতে লেগে পরে। তবে এখানকার ছেলে মেয়েদের শিক্ষার প্রতি ভালো আগ্রহ লক্ষণীয়। অনেক দূর থেকে একমাত্র হাইস্কুলে পড়তে আসতে দেখি, এদের ব্রেইন খুব পরিষ্কার বুঝা যায়।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


আশপেশে কলেজ আছে?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না, আশপাশ বলতে প্রায় পনেরো কিলো দূর খালিয়াজুরি উপজেলাতে একটা কলেজ আছে, আর একটা কলেজ কৃষ্ণপুর সেটা আরো দূর। এখান থেকে স্কুল শেষ করে হয় জেলা সদর না হয় পাশের উপজেলাতে কলেজ পড়ছে ছাত্ররা।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

সুমন কর বলেছেন: ছবিগুলো সুন্দর।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মোবাইলেই তুলেছিলাম। ভাবলাম ব্লগে থাকুক। হাওড় এলাকার স্মৃতি হয়ে থাকুক।

মন্তব্যে কৃতজ্ঞতা রইল প্রিয় কবিবর।

শুভকামনা জানবেন সবসময়

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

আপনার ছবিগুলো একেবারে প্রাকৃতিক এবং গ্রাম্য আবহ বিদ্যামান।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


হ ভাই, হাওড়ে করছি বসবাস,
এখানে নেই কোন অট্টালিকা, শহরের অাধুনিক কারুকাজ।
এখানে মানুষ ঘুম থেকে জেগে
সকালের স্নিগ্ধ বাতাসে নেয় শ্বাস,
অভিভাবকের মতো বয়ে চলা নদীর জলে করে স্নান।
হাসি মুখে চলে পথ, আন্তরিক বচন,
যদিও এদের জীবন
বছরের বেশিরভাগ সময় থাকে কিছুটা ম্লান।
এরা বেঁচেই আছে নিয়ে প্রকৃতির ভালোবাসা আর দান।


আপনার রেখে যাওয়া ছবিটি এই এলাকার অনেকের কাছে স্বপ্নের মতো, অনেকই কোন বড় শহর সম্পর্কে কোন অভিজ্ঞতা রাখে না।
মন্তব্যে পেয়ে আনন্দিত হয়েছি ভাই। শুভকামনা জানবেন সবসময়।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


মেয়েরা কলেজে পড়েন?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, অনেক মেয়েই কলেজে পড়ছে এই এলাকা থেকে। তারা হয়তো হোস্টেল অথবা আত্মীয় বাসায় থেকে লেখাপড়া করছেন।

তবে মেয়েদের বেশিরভাগ লেখাপড়া থেকে দূরে, বা প্রাইমারী পর্যন্ত পড়েই শেষ।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৮

মনিরা সুলতানা বলেছেন: কিযে সুন্দর সব ছবি ;
খালিয়াজুরি তে আমাদের প্রযেক্ট ছিল আমি জব করার সময় কয়েকবার যাব যাব করে ও যাওয়া হয়নি ; এখন ভাবছি কত কিছু মিস করলাম ।

আপনি গাঁ এর ছেলে বলেই মমতা এতখানি ধারন করেন !

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা, মিস কিছু করেছেন, এখানে পানির দিনে চারিদিক শুধু পানি। বাতাস বেশি থাকলে হাওড়ে ঢেউ বেশি থাকে, নয় তো নৌকায় ঘুরতে ভালোই লাগে। আর পানির দিন চলে গেলে কেবল নদী আর হাওড়ের মাঝখানে থাকে পানি। তখন মনে হয় চারিদিক মরুভূমি। ধানের মৌসুম দুচোখ যতদূর যাবে কেবল ধানখেত।

সুন্দর মন্তব্য রেখে গেছেন, অনেক আনন্দবোধ করছি।

শুভকামনা জানবেন সবসময়।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: ছবিগুলো ভালো লাগলো ++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছবিগুলো ভালো লাগা জেনে আনন্দিত হলাম। কিছুই লিখতে পারছিলাম না। তাই ভাবলাম যেখানে থাকছি সে এলাকার কিছু ছবি ধরে রাখি

আনন্দিত হয়েছি আপনাকে মন্তব্যে পেয়ে।
শুভকামনা জানবেন সবসময়।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২১

অর্ক বলেছেন:
বেশ ভালো লাগলো। ফুলেল শুভেচ্ছা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত হলাম ভাই শুভেচ্ছা পেয়ে।

ফুলের মতো সুন্দর হোক আপনার জীবন, চারিদিক ছড়িয়ে পড়ুক সৌরভ।

শুভকামনা আপনার জন্যও সবসময় প্রিয় কবি ভাই

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:


"তবে মেয়েদের বেশিরভাগ লেখাপড়া থেকে দূরে, বা প্রাইমারী পর্যন্ত পড়েই শেষ। "

-আপনি তো সরকারের ৪ খুঁটির মাঝে বড় এক খুঁটি, মেয়েরা যে কম পড়ছে, এই সমস্যা কি মেয়েদের পরিবারেরা সমাধান করবেন, নাকি সরকার করবেন?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
হা হা হা হাসলাম শ্রদ্ধেয় আপনার -'আপনি তো সরকারের ৪ খুঁটির মাঝে বড় এক খুঁটি' - পড়ে ।
আপনি আমাকে ভুল বুঝছেন, আমি মন্দের ভালো নিয়ে আছি, দেশকে ভালোবাসি তাই। অনেকদিন পিছিয়ে ছিল আমার দেশ, এখন এগিয়ে যাক বিশ্বের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এটাই মনে প্রাণে চাওয়া। আমার কাছে সবার আগে দেশ ও দেশের মানুষ।

যাক সেসব কথা। আমি আসলে সরকারের কোন খুঁটি না! এখানে ধীরেধীরে অনেক উন্নতি হচ্ছে। রাস্তাঘাট যাতায়াত ব্যবস্থা পুরোপুরিভাবে হয়ে গেলে এইসব এলাকা অনেক ভালো হবে এটা আশা করা যায়। এখানে দরিদ্র লোকের সংখ্যাই বেশি। সেজন্য সব বাবা মায়েরা ইচ্ছে থাকলেও পারেনা ছেলে মেয়ের লেখাপড়া চালিয়ে যেতে। আমার মতো সামান্য মানুষ এদের কি উপকারে আসতে পারি। সরকার এদের জন্য কমও তো করছে না। সবকিছু পুরোপুরিভাবে করতে গেলে আরো অনেক অপেক্ষা আমাদের করতেই হবে। আমাদের দেশ অনেক সময় হারিয়েছে, সেই গ্যাপ পূরণ করতে সময় তো আপনাকে দিতেই হবে। ভুল তো পঁচাত্তর পরবর্তী সময় গুলোতেই করেছেন আপনারা। যার পরিণাম আমরা ভুগ করেও শেষ করতে পারছিনা, আমাদের পরবর্তী প্রজন্মও সেই পরিণামের অংশীদার হবে, তা বুঝতেই পারতেছি। এদেশ শিক্ষিত হতে এখনো অনেক দিনের প্রয়োজন।

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:



"আমাদের দেশ অনেক সময় হারিয়েছে, সেই গ্যাপ পূরণ করতে সময় তো আপনাকে দিতেই হবে। "

-এটাই ভালো নাগরিকের চিহ্ন

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো কথাটি বের করে নেয়ায় কৃতজ্ঞতা।

শ্রদ্ধা ভালোবাসা জানবেন
শুভকামনা সবসময়

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৭

জাহিদ অনিক বলেছেন: চাঁদগাজী সাহেব আর আপনার মন্তব্য কনভার্সেশন পড়ে পড়ে আর আপনার ছবিগুলো দেখে এলাকাটা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেল।

অনেক ভাল লাগলো ভাই ছবি ব্লগ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কিছুই লিখতে পারতেছি না! কি করি! পরে ভাবলাম যে কিছু ছবি বিভিন্ন সময় তুলেছিলাম ব্লগে দিবো ভেবে কিন্তু দেয়া হয়নি। সেগুলো সব দিতে চেয়েছিলাম, কিন্তু আর হল না
ভালো লাগা জেনে ভালো লাগলো।

হ্যা, শ্রদ্ধেয় মানুষটি কথা বের করে নেয়ার ব্যাপারে পটু। এর জন্য উনার প্রতি সবসময় শ্রদ্ধাশীল।

পূর্ণতা পাক স্বপ্ন গুলো, শুভকামনা

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪১

মিরোরডডল বলেছেন: wow! beautiful!!!
Dhaka theke koto dure?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঢাকা থেকে প্রায় ২০০ কিঃ মিঃ দূর হবে।
মন্তব্য পেয়ে আনন্দিত হলাম ভাই

শুভকামনা জানবেন

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:২৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, হাউর এলাকার কিছু গুরত্বপুর্ণ তথ্য তুলে ধরার জন্য ।
হাউর এলাকায় প্রতি বছরই বলতে গেলে বন্যা হয় ও ফসল তলিয়ে যায় ।
কৃষি একটি অনিশ্চিত অর্থনৈতিক কর্মকান্ড । এর বিকল্প হিসাবে
আমার মাথায় অন্য একটি প্রকল্প ভাবনা ঘুরপাক খাচ্ছে । এখনো প্রাথমিক
স্টাডি পর্যায়ে আছে ।
শুভেচ্ছা রইল ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, খুব একটা সমস্যা, এবার যদিও অভাবটা বেশি বুঝা যাচ্ছে না, তবে সামনেরবার বছর যদি ফসল তলিয়ে যায় তো খুব করুণ অবস্থা সৃষ্টি হবে এটা বুঝা যায়।

আপনার এই সমস্যা সমাধের ভাবনায় কৃতজ্ঞতা। নতুন প্রকল্পের জন্য আন্তরিক শুভকামনা। আল্লাহ্ আপনাকে সাহায্য করবেন নিশ্চয়।

শুভকামনা জানবেন শ্রদ্ধেয় প্রিয় ভাই।

১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৯

মোস্তফা সোহেল বলেছেন: সূর্যাস্ত দেখলে আমার বুকের ভেতরে কেমন এক শূন্যতা দেখা দেয় সেটা ঠিক বুঝিয়ে বলতে পারব না।
ছবি গুলো অনেক সুন্দর নয়ন ভাই।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই, বুঝতে পারছি আপনার এই গোধূলি লগ্নের কোন গভীর স্মৃতি আছে অবশ্যই।
আমি শূন্যতাকে এখন আর প্রশ্রয় দেই না।

ছবি ভালো লাগা জেনে আনন্দিত হয়েছি ভাই
শুভকামনা জানবেন।

ভাই আপনার পরের সাগর গানটি সুর করতে পারিনি, তাই আগের গানটি পোষ্ট করতে পারছিনা, ভেবেছিলাম আপনার আরেকটা গান সুর করে দুটো এক সাথে পোষ্ট করবো, কিন্তু, এখনো পারলাম না

১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৭

নীলপরি বলেছেন: ছবিগুলো খুব সুন্দর লাগলো । মন্তব্যগুলো থেকেও অনেক কিছু জানলা । পোষ্টের জন্য ধন্যবাদ ।

শুভকামনা ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত হয়েছি আপু, প্রেরণা হয়ে থাকবেন।

মন্তব্যের ঘরের কথাগুলোর জন্য শ্রদ্ধেয় চাঁদগাজী ভাই ও শাহাদাৎ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা।

শুভকামনা জানবেন সবসময়।

১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৬

সামিয়া বলেছেন: ছবিগুলো প্রানবন্ত আর সতেজ, ভালোলাগা +++++++++

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত পোষ্ট ভালো লাগায়। প্রেরণা হয়ে থাকবেন আপু।

শুভকামনা জানবেন সবসময়

১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭

ডার্ক ম্যান বলেছেন: আপনি কি এলাকার। একসময় ভাবছি ঐখানে গিয়ে সপ্তাহ খানেক ঘুরবো।
আবাসনের ব্যবস্থা কেমন।
ছবি আর পোস্ট দারুণ হয়েছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আবাসনের ব্যবস্থা তেমন উন্নত কিছু পাবেন না এখানে, তবে পার্শ্ববর্তী উপজেলাতে থাকতে পারবেন সুন্দর ভাবেই। খালিয়াজুড়ি তেও থাকতে পারবেন, তবে জেলাপরিষদ বাংলো না পেলে থাকার ব্যবস্থা খারাপই হবে বুঝা যায়

আমি এই এলাকায় চাকরির প্রয়োজনেই প্রায় সাড়ে তিন বছর যাবত। আমার অন্যত্র পোষ্টিং হয়েছে, এখনো নতুন স্থলে যাইনি,

অনেক ভালো লাগলো আপনার মন্তব্য।

শুভকামনা জানবেন সবসময়

২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

সিগনেচার নসিব বলেছেন: চমৎকার সব ছবিগুলো+++++++++++





শুভেচ্ছা জানুন অবিরত

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় ভাইটিকে অনেকদিন পর দেখতে পেয়ে ভালো লাগছে, কেমন আছেন ভাই । অনেকদিন পর আপনাকে পেয়ে আনন্দিত
ভালো থাকুন নিরন্তর।

ছবি ভালো লাগা জেনে উৎসাহিত হলাম ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর ছবি ব্লগ ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম ভাই আপনাকে পেয়ে।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়

২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ্‌ দারুণ তো জায়গাটা! মনে হচ্ছে এখুনি যাই ঘুরতে---

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু, খুব ভালো লাগে, চারিদিক খোলা আকাশ মুক্ত বাতাস, কখনো পানির তীর ভাঙা ঢেউ, কখনো বা সবুজে সবুজে ঢাকা চারিধার, নদী বা হাওড়ের টাটকা মাছ চিংড়ি মলা ডেলা বোয়াল কাতলা রুই আরো নাম না জানা কতই।

ভালো লাগলো আপনার মন্তব্যের ঘরে রেখে যাওয়া উৎসাহ।

শুভকামনা জানবেন সবসময়।

২৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৬

সনেট কবি বলেছেন:





কবি নাঈম জাহাঙ্গীর নঈমের‘ছবিগুলো থাকুক হাওড়
নদী এলাকার স্মৃতি হয়ে (ছবিব্লগ)’ পোষ্টে মন্তব্য-

আমার হাওড় দেখা হয়নি এখনো
নিকটে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টির সীমায়
প্রকৃতির অপরূপ রূপের মাধুরী
হৃদয়ে ধারনে প্রিয় দেশ মাতৃকার।
ছবিতে মোহিত হয়ে ভাবছি হাওড়
অঞ্চলের অসহায় দারিদ্র পিড়িত
মানুষের চিন্তা ক্লিষ্ট মুখগুলো যারা
হারিয়েছে ফসলের প্রাপ্তি সম্ভাবনা।

তথাপি ওরা লড়ছে জীবন বাঁচাতে
মাছ ধরার মাধ্যমে নেত্রের কোনায়
জমিয়ে উদাস দৃষ্টি নিরন্ত চেষ্টায়।
দুঃখের আড়ালে জ্বলে সুখের প্রদীপ
যারে প্রচেষ্টায় আনে সম্মুখে মানুষ;
আমরা সেজন্য সবে অপেক্ষায় থাকি।




২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবিবর আমার মন্তব্যের ঘরে এসেছে ও সুন্দর একটা সনেট উপহার দিয়ে গেছেন, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে কৃপণতা করছিনা। অনেক অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম। দোআ করবেন প্রিয় কবি।

শুভকামনা জানবেন সবসময়।

২৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২১

তারেক ফাহিম বলেছেন: যেখানে চাঁদগাজী ভাই’র মন্তব্য, সেখানেই পোষ্টের মুল বক্তব্য।
হাওর এলাকায় যাওয়া হয়নি আমার,
ছবিদেখে আর বক্তব্যে হাওর দেখার প্রয়াস।
জানি না হবে কি একসাথে তিন মেহমান।
সময়, সুযোগ আর অর্থ তার নাম।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আল্লাহ্ আপনাকে সহযোগিতা করবে ভাই। এই এলাকায় তিন বছরের বেশি সময় কাটিয়ে গেলাম। ভালোই লাগলো। চারিদিক পানি আর পানি। পানির দিন চলে গেলে দুচোখ যতদূর যায় কেবল সবুজ মাঠ।

চাঁদগাজী ভাই সবসময় এরকম মূল বিষয় বের করে নেন, সেজন্য উনি আমার মতো অনেকেরই প্রিয়।

অনেক ভালো লাগলো আপনার ইচ্ছা জেনে।
শুভকামনা জানবেন সবসময়।

২৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৫

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,




বন্যা কবলিত খালিয়াজুরি উপজেলার বিষন্নতার মতোই ধনু নদীর ছবিতেও বিষন্ন সন্ধ্যার ছোঁয়া ।

তবে খালিয়াজুরির অভাবগ্রস্থ মানুষের জন্যে প্রানটা যেমন কেঁদে উঠলো তেমনি বিপরীতে অস্তগামী সূর্যের ছবিতে প্রানটা যেন নেচে উঠলো ।

এই স্মৃতিটুকুই থাক .....................

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম শ্রদ্ধেয় প্রিয় ভাইয়ের মন্তব্য পেয়ে।

হ্যা ভাই, এইবার অপ্রত্যাশিত পানি এসে এই অঞ্চলের ফসল ৯৯% পানির নিচে চলে যায়। তাতে এই এলাকার অনেক মানুষের চোখে মুখে হতাশা। ইরি ধান করতে যা খরচ করেছিল তা হয়তো সুধে দ্বার করে বা জমানো টাকা খরচ করেই। কিন্তু ধান পাকার আগ মুহূর্তে পানিতে তলিয়ে যায় সব। আগামীবার এরকম হলে সেটা হবে চরম দুর্গতি। আল্লাহ্ এলাকার সহায় হোক।

পোষ্টের মূল কথাটুকুই আপনি রেখে গেছেন। স্মৃতি হিসেবে থাকুক গোধূলি লগ্নটুকু।
এই স্মৃতিটুকুই থাক.........

শুভকামনা জানবেন সবসময়।

২৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১০

ফেরদৌসা রুহী বলেছেন: ছবিগুলি সুন্দর

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন আমার ব্লগ বাড়িতে।

প্রশংসা আমাকে আনন্দিত করে গেল।

শুভকামনা জানবেন,

২৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন:




সুন্দর প্রকৃতির সাথে সুন্দর দারিদ্র্য । এ এক নির্মম সংঘর্ষ ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন ভাই। এলাকাটি সুন্দর, তবে সাথে সুন্দর দারিদ্র্যের আঘাত। তারপর এবার ধান পানিতে ডুবে যাওয়ায় মানুষের মনে হতাশা অনেক। সামনেরবার ফসল নষ্ট হলে খুব কষ্টকর হবে এই এলাকার দরিদ্র ও মধ্যবিত্ত মানুষদের।
আল্লাহ্ এতের সহায় হোক।


শুভকামনা জানবেন।
শুভ সকাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.