নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকিলিকস

আকিলিকস › বিস্তারিত পোস্টঃ

দেশের মানুষ গোল্লায় যাক! দেশের উন্নয়ন হচ্ছে এটাই বড় কথা(!)

১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১১

ইতিহাসে যেসব ব্যক্তি অমর হয়ে আছেন, তারা হয় সুকর্মের জন্য অমর হয়েছেন অথবা কুকর্মের জন্য অমর হয়েছেন। সেই অমর হওয়া ব্যক্তিদের মধ্যে প্রয়াত রোমান সম্রাট নিরোর কথা কলেতে হয়। Nero Claudius Caesar Augustus Germanicus বাংলায় নিরো জন্মগ্রহণ করেন ৫৪ থেকে ৬৪ খৃষ্টাব্দের মাঝামাঝি কোন এক সময়ে।

আশ্চর্য জনক হলেও সত্য সম্রাট নিরো বিপুল জনপ্রিয়তা নিয়েই দেশের শাসনভার গ্রহণ করেছিলেন। কিন্তু ধীরে ধীরে সেই জনপ্রিয়তা বিলীন হতে শুরু করে। সম্রাট নিরোর খাম খেয়ালিপনায় অতিষ্ট হয়ে তার প্রতি বিরক্তি প্রকাশ শুরু করেন। কিন্তু খাম খেয়ালিতে ভরা এবং উদাস নিরোর এতে কোন যায় আসে না। তিনি তার আপন মনে নিজের মহান কির্তী সম্পাদন করে চলেছেন। তার প্রমাণতো আমরা প্রায়শ শুনতে পাই। রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল।

সেই সম্রাট নিরোর সাথে বাংলাদেশের বর্তমান শাসক শেখ হাসিনার আশ্চর্য জনক মিল রয়েছে। যদিও নিরো তার নির্যাতনের ষ্টিম রোলারটি পরিচালনা করেছিলেন, সংখ্যালঘু খৃস্টান সম্প্রদায়ের উপর। অনেক ইতিহাসবিদদের কাছ থেকে জানা যায়, নিরো বেশ কয়েকবার জেরুজালেম সফর করে ছিলেন। সেই সফরের কারণেই হয়তো তার ভিতরে ইহুদি ধর্মের ভাল রকমের প্রভাব ছিল। ভিন্নদিকে হাসিনা ষ্টিম রোলার চালাচ্ছেন, সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের উপর। আমরা নির্বাচনকালীন সময়গুলোতে দেখেছি এই হাসিনাই মাথায় পট্টি এবং হাতে তজবি বেঁধে মুখে আল্লাহ আল্লাহ জপ তুলে জনসাধারণের কাছে ভোট ভিক্ষা করেছেন। সেই হাসিনাই মানবাধিকার লঙ্ঘন করে দেশ জুড়ে বিচারবির্হভূত হত্যাকান্ড চালিয়ে যাচ্ছেন। এতে মানবাধিকারের চরম লঙ্ঘন হলেও দেশের সুশীল(!) সমাজ নীরব রয়েছেন। অথবা কেউ কেউ আবার নিজেকে দালাল প্রমাণিত করতে গলায় জোর দিয়ে বলছেন, দেশের কোথাও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না। তাহলে আসুন দেখে নেই, মানবাধিকারের সংজ্ঞা কি বলে-

মানবাধিকার বা “Human Rights” কথাটি দুটি শব্দ তথা human ও rights নিয়ে গঠিত হয়েছে। এখানে অধিকার বলতে এমন সত্তা বা দাবিকে বুঝায় যা মানুষ কর্তৃক সংক্ষরিত। এ অধিকারের ব্যাপারে GilChrist বলেন, “Rights arise from the fact that man is a social being”.

FRW Times তার “Human Rights and Duties” Article এ বলেছেন, “Right is moral power of claim to receive something which is due through justice”.
আমরা এই অধিকারের সংজ্ঞা থেকে মানবাধিকারের সংজ্ঞা পাই।
আমরা মানবাধিকারের সংজ্ঞা দিতে গিয়ে বলতে পারি যে, যেসকল মানুষ হিসেবে সকলের জন্য প্রযোজ্য তা হল মানবাধিকার।

ড. শফিক আহমেদ স্যার বলেছেন,
“মানুষের অস্তিত্ব রক্ষা, ক্ষমতার বিকাশ এবং মর্যাদাপূর্ণ জীবন-যাপনের জন্য একান্তভাবে প্রয়োজনীয় অধিকার হচ্ছে মানবাধিকার”।

গাজী শামসুর রহমান বলেছেন,
“সকল দেশের, সকল কালের,সকল মানুষের নূন্যতম যে অধিকারগুচ্ছ সর্বজনীনস্বীকৃতস্বরুপ তারই নাম মানবাধিকার”। (মানবাধিকার ভাষ্যঃ গাজী শামসুর রহমান, পৃষ্ঠা:৩৩)

Gaiues Ezjiofor বলেছেন,
“মানবাধিকার হল সেসব অধিকারের আধুনিক নাম যাকে ঐতিহ্যগতভাবে অধিকার বলা হয় এবং নৈতিক অধিকার যা প্রত্যেক ব্যক্তি প্রতিটি স্থানে ও সার্বক্ষণিকভাবে এই কারণে পেয়ে থাকে, সে অনান্য সকল সৃষ্টির তুলনায় অধিক বোধশক্তি সম্পন্ন এবং নৈতিক গুণাবলীর অধিকারী। ন্যায়বিচার ছাড়া এসব অধিকার হতে মানুষকে দূরে রাখা যাবে না”।(Protection of Human Rights)

মোস্তাফা জামান ভুট্টো বলেন,
“মানবাধিকার হল সেই অধিকার যা মানুষের সুস্থ্য, সুন্দর ও শান্তিময় জীবন-যাপনের নিশ্চয়তা দেয়”।

The New Encyclopedia Britannica তে বলা হয়েছে যে,
“Rights thought to belong to individual under the natural law as a consequence of his being Human”.
তাহলে আমরা উপরের প্রামাণ্য সংজ্ঞাসমূহ হতে এ কথা নির্ধিধায় বলতে পারি যে, মানুষের যেসকল অধিকার সর্বজনীনভাবে স্বীকৃতিস্বরুপ আর যা যেকোন মানুষের জন্য খর্ব করা হলে পরে তা হবে চরম অন্যায়,সেই অধিকারসমূহ হল মানবাধিকার।

তাহলে এবার আসুন দেখে নেই, গত নভেম্বর মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মানবাধিকার কোন পর্যায়ে ছিল।



গত নভেম্বর মাসে বিভিন্ন ঘটনায় নিহত হয়েছে ১২৭ জন। তার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিচার বর্হিভূতভাবে হত্যার স্বীকার হয়েছেন ২২ জন। সহিংস হামলায় নিহত হয়েছেন ৪৪ জনগনপিটুনিতে নিহত হয়েছেন ১২ জন। আর আহতদের সংখ্যাতো নিজেরাই দেখতে পাচ্ছেন। তারপরও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেকোন সময়ের চেয়ে ভাল। শাহরিয়ার কবির মুনতসির মামুনরা তারপরও টকশো গুলোতে অবলিলায় বলবেন, মানবাধিকার রক্ষার্থে বাংলাদেশ সারাবিশ্বের রোল মডেল।

নিরো আর হাসিনা বেগমের অর্ন্তিনিহিত মিলটা কোথায় জানতে চান?
রোম যখন পুড়ছিল তখন নিরো এক মনে তার খুব প্রিয় বাঁশিটি বাজাচ্ছিলেন। ভিন্নদিকে দেশের মানুষ যখন নির্বিচারে ডজনে ডজনে মারা পড়ছে, তখন হাসিনা উন্নয়নের গনতন্ত্র নামক বাঁশিটি নিরোর মত বাজিয়ে যাচ্ছেন। নিরোর মতই ভাবনা, দেশের মানুষ গোল্লায় যাক। আমি নিরোর মত বাঁশি বাজাই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১০

চা-বিস্কুট বলেছেন: কুকর্মের জন্য মানুষ অমর হয়না। কুখ্যাত হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.