নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

। মায়ার দ্রাঘিমাংশ ।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩২



আমরা কেউ কারো আত্নাকে চিনিনি ,
কেউ কখনো ঘুরিনি কক্ষপথের বলয়িত গ্রহে ,
ধরণীর করাল ভালোবাসায় কখনো আঁকিনি
সূর্যের চারপাশে না গলায়িত অনুভূতির আচ্ছাদন ।
কেউ কখনো আসেনি কাছে
কেউ কখনো ডাকিনি মায়াপত্রের বাক্য ছুঁড়ে ,
শুধু অনুভূতি এঁকেছি বাড়িয়েছি হৃদয়ের দ্রাঘিমাংশ
চোখের জলের একটি একটি বিন্দুর অনুভূতি ছুঁড়ে ।
আমাদের এখানে দুপুরের পর যে সূর্য ডুবে যায় রাতের আবহিত পথে
সেখানে সবকিছু কালো হয়ে গেলেও অনুভূতি সব একরকম ,
সেখানেও মায়া মায়া খেলা দিনের চেয়েও আরও বেশি
গল্পে গল্পে হৃদয় ঠুকরে বেদনার আত্নচিৎকারের অনুভূতি ।
আমাদের আত্না এখনো ঘুরপাক খায় পরিচিত শব্দের সাথে
পরিচিত রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাড়ির জানালা দরজা ছুঁয়ে ছুঁয়ে,
শুধু বলা হয়না কাউকে ধরে - কাউকে দেখা দিয়ে
অনুভূতির ফসিল হয়ে আত্না পরবর্তী হৃদয়ের ঘরে অবস্থান করে ।


ছবি - ইন্টারনেট

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৯

রক্তিম দিগন্ত বলেছেন: মনে করেছিলাম, সাইন্স-ফিকশন কবিতা।
হতাশ কিছুটা হইলেও, কবিতাটা ভাল লেগেছে। :) +

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: সাইন্স ফিকশান কবিতা !! আমি অবাক হইলাম :)

শুভেচ্ছা জানবেন :)

২| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪১

ফ্লাইং সসার বলেছেন: শুধু বলা হয়না কাউকে ধরে - কাউকে দেখা দিয়ে
আমি নিজে নিজেই বলি; না পাই ধরতে,তবু বলে যাই
এ যে আমাদেরই কথা।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা জানবেন :)

৩| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:২১

রুদ্র জাহেদ বলেছেন: শুধু বলা হয়না কাউকে ধরে - কাউকে দেখা দিয়ে
অনুভূতির ফসিল হয়ে আত্না পরবর্তী হৃদয়ের ঘরে
অবস্থান করে ।

চমৎকার কবিতা+

২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা জানবেন :) ভালো থাকবেন

৪| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা জানবেন :) ভালো থাকবেন

৫| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১১

অপর্ণা মম্ময় বলেছেন: এই লাইনটা সুন্দর --

শুধু অনুভূতি এঁকেছি বাড়িয়েছি হৃদয়ের দ্রাঘিমাংশ

শুভকামনা

২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা জানবেন :) ভালো থাকবেন অপর্ণা মম্ময়

৬| ২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

সুমন কর বলেছেন: কেউ কখনো আসেনি কাছে
কেউ কখনো ডাকিনি মায়াপত্রের বাক্য ছুঁড়ে ,
শুধু অনুভূতি এঁকেছি বাড়িয়েছি হৃদয়ের দ্রাঘিমাংশ
চোখের জলের একটি একটি বিন্দুর অনুভূতি ছুঁড়ে । ---- ভালো লাগল।

+।

২৩ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৩৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা জানবেন :) ভালো থাকবেন সুমন কর ভাই

৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০১

সুলতানা রহমান বলেছেন: ভালবাসার নতুন ধরণ ………
ভাল লাগলো।

২৪ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৩৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা জানবেন :) ভালো থাকবেন sultana rahman

৮| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: পুরোটাই চমৎকার।

২৪ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৪১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা জানবেন :) ভালো থাকবেন মাহবুবুল আজাদ

৯| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১০

শায়মা বলেছেন: রক্তিমভাইয়া আর তোমার কমেন্ট রিপ্লাই পড়ে হাসছি। অনেক অনেক ভালো লাগা রোমান্টিক কাব্যে ভাইয়ামনি।:)

২৪ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৪২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :) :) :)

শুভেচ্ছা জানবেন :) ভালো থাকবেন শায়মা আপু

১০| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগা রইলো।

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা জানবেন :) ভালো থাকবেন কান্ডারি অথর্ব ভাই

১১| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৭

আরণ্যক রাখাল বলেছেন: কিছুটা ভাল লেগেছে

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :(

১২| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২০

উর্বি বলেছেন: ভাল লেগেছে

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:০৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা জানবেন :) ভালো থাকবেন

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাহ! সুন্দর। +++

একটি সাই-ফাই কবিতাঃ শেষ হাইপারড্রাইভের পরে (একটি সাইন্সফিকশন কাব্য)

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা জানবেন :) ভালো থাকবেন

১৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৬

কিরমানী লিটন বলেছেন: অতল ছুঁয়ে গেলো মুগ্ধ ভালোলাগায়- সত্যিই নান্দনিক , অনেক শুভকামনা প্রিয় কবির জন্য...

২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক শুভেচ্ছা রইল কিরমানী লিটন ভাই

ভালো থাকবেন

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনুভূতি ছাড়া প্রেম ভালবাসা ভাললাগা হয় না,
বিরহও পারে না কাছে ঘেঁষতে ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল ভাই

ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.