নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

সামুতে ১০ বছর পূন` হয়ে গেলো..... সময় খুবই দ্রুত চলে যায়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫



১০ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৯:১৪ প্রথম ব্লগ লেখা.... ১০ বছর পেরেয়ে গেছে..

প্রবাস জীবনের অনেক বড় একটা সময় কেটেছে এই ব্লগে... একাকী সময় কাটানোর জন্য এর চেয়ে ভাল মাধ্যম আর নেই। অনেক কিছু জানা হয়েছে, শেখা হয়েছে এখান থেকে... অনেক সাহাজ্য পেয়েছি।

এমনি কাতার এয়ার পো`টে ব্লগে পোস্ট করে বাড়িতে খবর দিতেও সাহাজ্য করেছেন। :)

ব্যক্তিগত ভাবে পরিচয় হয়েছে কয়েক জন ব্লগারের সাথে... সবাই জটিল পাবলিক..মনে থাকবে সারাজীবন :)

সবাইকে ধন্যবাদ গত ১০ বছরের সাথী হবার জন্য...


প্রথম পোস্ট :)
http://www.somewhereinblog.net/blog/neoblog/1915

মন্তব্য ১৭৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (১৭৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

আরজু পনি বলেছেন: ১০ বছর !!!!!!!!!!
!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

অনেক অভিনন্দন আর শুভকামনা রইল ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪১

নতুন বলেছেন: হুম দেখতে দেখতে ১০ বছর পার হয়ে গেছে...

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯

অভ্রনীল হৃদয় বলেছেন: অভিনন্দন! সাথে রইলো অগনিত শুভেচ্ছা!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪১

নতুন বলেছেন: ধন্যবাদ...

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২

বিজন রয় বলেছেন: আমি কিন্তু সবার আগে আপনাকে শুভেচ্ছা জানিয়েছি।
আপনার আগের পোস্টে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

নতুন বলেছেন: আপনার শুভেচ্ছা পেয়েই খেয়াল হলো...

অনেক ধন্যবাদ আপনাকে... :)

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

বিজন রয় বলেছেন: এই যে দেখুন.....এই যে দেখুন.....

অভিনন্দন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪১

নতুন বলেছেন: হুম.. দেখতে দেখতে ১০ বছর পার হয়ে গেছে...

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬

জুন বলেছেন: দশ বছর পুর্তির শুভেচ্ছা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

নতুন বলেছেন: ধন্যবাদ :)

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

অনেক অভিনন্দন আর শুভকামনা রইল । !:#P

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

নতুন বলেছেন: অনেক ধন্যবাদ :)

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৯

পুলহ বলেছেন: ১০ বছর পূর্তিতে শুভেচ্ছা রইলো! আগামী দিনগুলোও সুন্দর কাটুক- এই কামনা :)
অনেক ভালো থাকবেন ভাই :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫১

নতুন বলেছেন: আপনাকেউ শুভেচ্ছা.... আগামী দিনগুলোও সুন্দর কাটুক- এই কামনা

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

ফেরদৌসা রুহী বলেছেন: ১০ বছর পূর্তির অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫১

নতুন বলেছেন: ধন্যবাদ আপু..

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

সুমন কর বলেছেন: ১০ বছর !!! বিশাল ব্যাপার !!!

দশ বছর পুর্তির অনেক অনেক শুভেচ্ছা ...... !:#P !:#P

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২

নতুন বলেছেন: হুম সময় খুবই তারাতারি চলে যায়...

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

সহেলী বলেছেন: শুভকামনা অনেক অনেক ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫১

নতুন বলেছেন: অনেক দিন পরে? কোন লেখা নেই...

ধন্যবাদ আপু..

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: দশ বছর পূর্তির শুভেচ্ছা আর অভিনন্দন ।+

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৩

নতুন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই... আপনি আমার প্রথম পোস্টে কমেন্ট করেছিলেন যে মালোয়েশিয়া যাবো.... এখন দুবাই চলে আসেন... :)

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭

সহেলী বলেছেন: আমার এখানে লেখাগুলো বড় ভালবাসি তাই ফিরে ফিরে আসি ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

নতুন বলেছেন: কিন্তু শুধু পড়লেই তো হবে না আপু... লিখতে হবে...

আবার শুরু করো... ভাল লাগবে.. :)

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার ১০ বছর পূর্তির শুভেচ্ছা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই... :)

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৯

সেলিম আনোয়ার বলেছেন: দুবাই সুযোগ পেলে যাবো । :) আপনি আমার ব্লগে আসবেন এবং কমেন্ট করবেন এই অনুরোধ থাকলো । :) পারলে আমার প্রথম কাব্যগ্রন্থ হৃদয়মালতী সংগ্রহ করবেন ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

নতুন বলেছেন: কামলার ব্যস্ততায় এখন পড়ার সময় তেমন আর পাইনা ..

কিন্তু আপনার লেখাটা সংগ্রহের চেস্টা করবো।

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ১০ বছরপূর্তিরর শুভেচ্ছা রইল। :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

নতুন বলেছেন: ধন্যবাদ রাজপুত্র... :)

১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৪

আরইউ বলেছেন: অভিনন্দন "পুরাতন ব্লগার" নতুন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

নতুন বলেছেন: আমি চিরদিন ই নতুন... :)

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

গেম চেঞ্জার বলেছেন: আপনার ১ম পোস্ট থেকে এলাম। অসাধারণ একটা দশক পেরিয়ে এসেছেন সন্দেহ নাই। বাংলা ব্লগিংয়ের অনেক কিছুরই সাক্ষী আপনারা।

হ্যাপি সামুয়িং....................;) ;)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

নতুন বলেছেন: হুম অনেক কিছুই দেখেছি...

ব্লগ ইন্টারেন্টিভ তাই অনেক কিছুই জানা হয়েছে...আলোচনা হয়েছে... অনেক মজা হয়েছে...

প্রবাস জীবনের সময় কাটানোর অন্যতম মাধ্যম ছিলো ব্লগে পড়া এবং মুভি দেখা... :)

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: দশম বর্ষফুর্তির অনেক অনেক অভিনন্দন এবং শুভ কামনা ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৪

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই...

১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১২

প্রবাসী পাঠক বলেছেন: দশম বর্ষপূর্তির শুভেচ্ছা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৪

নতুন বলেছেন: ধন্যবাদ প্রবাসী ভাই...

২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৮

প্লাবন২০০৩ বলেছেন: দশ বছর পূর্তির এক রাশ শুভেচ্ছা জানবেন ভাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩০

নতুন বলেছেন: ধন্যবাদ প্লাবন...

২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৪

মহা সমন্বয় বলেছেন: দশ বছর!! মানে পুরো এক দশক, সে তো অনেক !!!!
হায় হায়!!!
তাহলে তো বিশাল একটা পার্টি দিতে হবে। :)

আমিও এই পোষ্টে মন্তব্য করে ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম। :) view this link

দশকপূর্তির শুভেচ্ছা রইল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮

নতুন বলেছেন: :) ধন্যবাদ ভাই...

২২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৮

ইমরাজ কবির মুন বলেছেন:
অনেক অভিনন্দন ! :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই...

২৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০১

আলভী রহমান শোভন বলেছেন: এত্ত এত্ত অভিনন্দন। :) সেই সাথে বসন্তের শুভেচ্ছা। :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

নতুন বলেছেন: আপনাকেও বসন্তের শুভেচ্ছা ভাই...

২৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: দশ বছর!
আপনি আরও কয়েক দশক ব্লগের সাথে যুক্ত থাকুন। এই কামনা করছি।
শুভেচ্ছা দশ বছরপূর্তির

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬

নতুন বলেছেন: দেশের বাইরে যতদিন আছি ততদিন নেটে যুক্ত থাকা খুবই সহজ হয়...দেশে আসলে নেটে বসলে কান্দন আসে...

ব্লগের ঢু মারা এখন একটা নেশায় পরিনত হয়েছে...

২৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২

মধুমিতা বলেছেন: অভিনন্দন! বেশী বেশী লিখে আমাদেরকে আরো আনন্দ দিন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬

নতুন বলেছেন: লেখা তেমন হয় না... কিন্তু পড়ি প্রায় সবগুলিই...

ধন্যবাদ...

২৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৯

আবু শাকিল বলেছেন: নূতন দা- ১০ বছর পূর্তির শুভেচ্ছা।কখনো সুযোগ পাইলে একুয়াএডভেঞ্চারে যাইয়া দেখা করমু :)
কথাটা সত্যি বলেছেন-
প্রবাস জীবনের অনেক বড় একটা সময় কেটেছে এই ব্লগে... একাকী সময় কাটানোর জন্য এর চেয়ে ভাল মাধ্যম আর নেই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৮

নতুন বলেছেন: আাপনিও কি আমিরাতে আছেন? তাইলে যে কোন সময় চইলা আইসেন... সারা বিশ্বের মানুষ বেড়াতে আসে..আমাদের দেশী মানুষই কম।

২৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০

এহসান সাবির বলেছেন: নতুন"দা.............

১০ না ১০০ বছর আমাদের সাথে থাকবেন।

আপনি সহ সবার শতয়ু আশা করি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২

নতুন বলেছেন: ১০০ বছর বেশি বুইড়া হইয়া যামু...

৭০ পযন্ত যাইতে পারলেই অনেক বেশি... :)

২৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১

ধমনী বলেছেন: সবাই জটিল পাবলিক..মনে থাকবে সারাজীবন
- এত্ত জটিল!!
অভিনন্দন আপনাকে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩১

নতুন বলেছেন: ধন্যবাদ.. আপনাকে...

জটিল = মজার অথ` ব্যবহার করেছি...:) যাদের সাথে ব্যক্তিগত ভাবে পরিচয়/দেখা হয়েছে তাদের কথা বলেছি...

২৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:



অভিনন্দন; অনেক কিছু শিখেছেন, লিখেছেন; ভালো

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

নতুন বলেছেন: হুম অনেক কিছু শেখা হয়েছে..জানা হয়েছে... ভাল সময় কেটেছে..

৩০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৮

বনমহুয়া বলেছেন: দশ মাস না পেরুতেই যত অভিজ্ঞতা! দশ বছরে না যেন আরও কত? শুভকামনা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

নতুন বলেছেন: হুম দশ বছরে অনেক দেখেছি...

৩১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪১

প্রোফেসর শঙ্কু বলেছেন: অভিনন্দন জানাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩

নতুন বলেছেন: ধন্যবাদ প্রোফেসর :)

৩২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

মুদ্‌দাকির বলেছেন: আপনিতো ভাই ব্লগিয় বুইড়া !!! :) :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

নতুন বলেছেন: ভাইরে আমি এমনেও বুইড়া হইয়া যাইতেছি...

৩৬ চলে... লাইফের হাফলাইফ শেষ হয়ে গেছে...

৩৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২১

এস এম শিবলী ওয়ার্সী বলেছেন: প্রতিটা শহরে "নিউ মার্কেট" থাকে। মিল পাচ্ছি আপনার সাথে। ধন্যবাদ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪

নতুন বলেছেন: নিউ মাকে`ট :) =p~

৩৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন ভাইয়া
অনেক অনেক শুভ কামনা :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪

নতুন বলেছেন: ধন্যবাদ আপু...

৩৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬

কল্লোল পথিক বলেছেন: আপনার দশ বছর পূর্তির শুভেচ্ছা ও অভিন্দন জানাই।
সুস্থ থাকবেন ভাল থাকবেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই... আপনিও সুস্হ থাকবেন...সুখে থাবেন... :)

৩৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

দিল মোহাম্মদ মামুন বলেছেন: অভিনন্দন, আপনার পথচলা শুভ হোক.......।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই...

৩৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

এম এইচ নাজমুল বলেছেন: আপনি অনেকদূর অবধি যান সেই শুউভ কামনা রইল।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৭

নতুন বলেছেন: হুম প্রবাসে অবসরের জন্য খুবই উপকারী ব্লগে সময় কাটানো।

৩৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সালাম গুরু !
দশ বছরের জন্য অভিনন্দন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

নতুন বলেছেন: :) ধন্যবাদ.. ভাই,,

৩৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক ভালোবাসা জানবেন গুরু।

একরাশ শুভেচ্ছা। শুভকামনা আগামী দিনগুলোর জন্য।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

নতুন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই...

আগে বিবাহিত ব্যাচেলার ছিলাম প্রবাসে.... এখন স্ত্রী এবং মেয়ে আমার সাথে...তাই আগের মতন ব্লগে বসা হয় না। লেখার সময়ও হবে না।

কিন্তু আপনাদের লেখা অবশ্যই পড়বো। :)

৪০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:



ওরে ভাই এত দারুণ খুশির খবর দিলেন। যাক এতদিনে একটা গতি হইলো তাইলে। এখন আর কষ্ট করে নিজের রান্না করে খাওয়া লাগবেনা। আপনার পরিবারের প্রতি শুভেচ্ছা রইলো অনেক অনেক অনেক।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭

নতুন বলেছেন: রান্না করতে আমার খারাপ লাগে না। কিন্তু কিন্তু কামলা দিয়া রান্না কইরা খাইতে ভালো লাগে না।

তবে এখন আমার মেয়ে কাছে আছে... বয়স আজ ১০ মাস পূন` হয়েছে। ওর সাথে সময় কাটানোর চেয়ে আনন্দের আর কিছুই নাই।

৪১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাতিজীর জন্য অনেক অনেক আদর রইলো গুরু।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২০

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই...

৪২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩

উদাসী স্বপ্ন বলেছেন: কংগ্রাটস ডুড!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৯

নতুন বলেছেন: ধন্যবাদ ডুড :)

৪৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৫

সায়েদা সোহেলী বলেছেন: এক দশকের সুস্থব্লগিং জীবনের এর জন্য শুভেচ্ছা :)

পরিবার পরিজন নিয়েও সুস্থ সুন্দর ভালো থাকুন সবসময় সেই কামনা করি

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২

নতুন বলেছেন: ধন্যবাদ ...

আপনিও পরিবার পরিজন নিয়ে সুস্থ সুন্দর ভালো থাকুন সবসময়।

৪৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

জ্যোস্নার ফুল বলেছেন: আমি আপনার অর্ধেক
৫ বছর B-)) , যদিও মাঝে হারায় গেছিলাম।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫১

নতুন বলেছেন: সমস্যা নাই ৫ বছর পরে আপনি আমাকে ধরে ফেলবেন.. :)

৪৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪

জ্যোস্নার ফুল বলেছেন: কি হিসাব দিলেন, বলদা পাইছেন না =p~ :P

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

নতুন বলেছেন: B-))

৪৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩

ম. রহমান বলেছেন: অভিনন্দন । তাহলে আমার ও ১০ বছর পার হয়েছে এ ব্লগে । এক সময় ব্লগ পড়তাম এবং টুটটাক লিখতাম । এখন আর সময় হয়ে উঠে না এখানে সময় কাটানোর । যাই হোক আশা করি আপনি ভালোই আছেন । ভালো থাকবেন ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩

নতুন বলেছেন: কি খবর ভাই কেমন আছেন? অনেক দিন পরে... কোথায় আছেন কেমন আছেন?

৪৭| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৬

বর্ণিল হিমু বলেছেন: বড়ভাই দোয়া করবেন আমিও যেনো ১০ বছর আপনার মতো এই ব্লগে কাটাতে পারি....!

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:১৯

নতুন বলেছেন: অবশ্যই পারবেন... :)

৪৮| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ২:১৪

ভ্রমরের ডানা বলেছেন: শুভেচ্ছা সামু লিজেন্ড!

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৬

নতুন বলেছেন: :) ধন্যবাদ

৪৯| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৬

বিজন রয় বলেছেন: Click This Link. ইনি আপনাকে খুঁজছেন।
তার ব্লগে গেল বুঝতে পারবেন।

নতুন লেখা দিন।
ধন্যবাদ।

০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫২

নতুন বলেছেন: আমি এই সম্পকে তেমন জানি না ভাই। নেটে খুজে সেই হাসপাতালের ঠিকানা দিলাম...

সময় পাচ্ছিনা ভাই... তবে প্রতিদিন ঢু মারি পড়ি ..লেখা হয় না..

ধন্যবাদ

৫০| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দশ বছর ( এই মুহূর্তে দশ বছর তিন সপ্তাহ) পূর্তিতে আপনাকে শুভেচ্ছা।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৬

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই... :)

৫১| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪১

উদাসী স্বপ্ন বলেছেন: নতুন লেখা কই?

০৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:২১

নতুন বলেছেন: আমার মাইয়া আমার কাছে চলে এসেছে। ব্লগ পড়ারই বেশি টাইম পাইতেছিনা :)

৫২| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৩

চাঁদগাজী বলেছেন:


১০ বচরের আলোকে, আগামী ১০ বছরের কথা বলুন, শুনি

০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪০

নতুন বলেছেন: আগামী ১০ বছর পরেও মারা না গেলে আমি ব্লগে থাকবো, কিন্তু আপনি না ও থাকতে পারেন ( অভিমান কইরা ব্লগ ছেড়ে যাইতে পারেন :)

* ব্লগে মানুষ কম আসবে, ওতো সময় পাবলিকের থাকবেনা।
* শিক্ষার হার বাড়বে, তাই ধান্দাবাজী দেওয়ানবাগী,পীর মাজারী, তাবিজি ব্লগার কমে যাবে।
* ব্লগেও ব্যবসার আলোচনা অনেক বেশি হবে, কারন অনেকেই অনলাইনের ব্যবসায় থাকবে তারা ব্লগারদের টাগে`ট করে মাকেটিং করবে।
* জামাতী ছাগুদের প্রকোপ কমেতে পারে।
* আগামী দশ বছরে আমিও মইরা যাইতে পারি। তখন হয়তো এই ব্লগে কেউ কমেন্ট করবে...

৫৩| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪২

অবনি মণি বলেছেন: অনেক অভিনন্দন !!!!!

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৪

নতুন বলেছেন: ধন্যবাদ

৫৪| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪০

নান্দনিক নন্দিনী বলেছেন: অভিনন্দন!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৫

নতুন বলেছেন: ধন্যবাদ আপুনি..

৫৫| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৩

নান্দনিক নন্দিনী বলেছেন: ডানা মা-মনি কেমন আছে ??

১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৭

নতুন বলেছেন: খুবই ভাল আছে। ১০ মাস শুরু করেছে কয়েক দিন আগে।

এখন আমি অফিস থেকে আসার সাথে সাথে কোলে নিতে হবে...নাহলেই কান্না... অল্প অল্প করে বাবা, মা মা ডাকতে শিখেছে...

সকালে ঘুম থেকে উঠে মায়ের পাশ থেকে উকি দিয়ে দেখে আমি আছি কি না। তার পরে এক গাল হাসি... সেই হাসির জন্য সারা দুনিয়াও বিলিয়ে দেওয়া যায়... :)

৫৬| ১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৭

এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: মাশাল্লাহ....
শুভ কামনা রইলো.....

১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫২

নতুন বলেছেন: ধন্যবাদ...

৫৭| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৬

পল্টি বলেছেন: ১০ বছর পূর্তিতে শুভেচ্ছা রইলো

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৬

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই.

৫৮| ২১ শে মার্চ, ২০১৬ রাত ২:৫৮

উদাসী স্বপ্ন বলেছেন: রাইটার্স ব্লক চলে নাকি? নাকি অন্য কোথাও লেখেন?

২১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০২

নতুন বলেছেন: আমার ফ্যামেলি এখন আমার কাছে....ওদের রেসিডেন্সি ভিসার প্রসেস শেষ করলাম... ওদের সাথেই সময় কেটে যাচ্ছে বেশি... লেখার টাইম নাই কিন্তু প্রতিদিনই ঢু মারি পড়ার জন্য।

৫৯| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৭

আরজু নাসরিন পনি বলেছেন:

পিচ্চি বাবুর চলে জীবনের দশ মাস আর বাবার চলে ব্লগের দশ বছর।
বাবুটার জন্যে অনেক শুভকামনা রইল।

আপনি কেচাল, ব্যান ছাড়াই দশ বছর কাটালেন ?

২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১১

নতুন বলেছেন: ক্যাচাল করছি কিন্তু কখনোই বাজে ভাষা ব্যবহার করিনাই।

আর এমন কিছুই করিনাই যে কেউ ব্যান করবে? নিয়ম মেনে চলার অভ্যাস থাকা ভালো।

কাজের ক্ষেত্রেও নিজে নিয়ম মানি এবং অন্যকে মানাতে হয় তাই নিয়ম মেনেচলাটা অভ্যাসে পরিনত হয়েছে। :)

আর ক্যাচাল করলেও যৌক্তিক ভাবে এবং বাজে ভাষা ব্যবহার না করে ক্যাচাল করলেও কেউ খারাপ বলেনা।

৬০| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৭

আরজু নাসরিন পনি বলেছেন:

আপনার এই জবাবটা সবারই অনুসরণ করার মতো।
খুব ভালো লাগলো জবাবটি পেয়ে।

আপনাকে কোন একটি পোস্টে কঠিন তর্কে মাততে দেখেছিলাম, কিন্তু আপনার যুক্তি পাল্টা যুক্তিতে মুগ্ধ হচ্ছিলাম...পোস্টটির নাম বলতে চাইছিনা।
সেই পোস্টে আপনার মন্তব্য দেখে আপনার ব্লগিং নিয়ে আলাদা করে ভাবতেই হয়েছে।

২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১০

নতুন বলেছেন: :``>>

যারা যুক্তি দিয়ে জবাব দিতে পারেনা তারাই গালি দেয়.... আর আপনি ব্যক্তিগত ভাবে কতটুকু ভাল মানুষ সেটা আপনার মুখের ভাষাতেই বোঝা যায়।

এই জিনিস গুলি আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনার মন্তব্যে...

৬১| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: দশ বছরেও চকচকে নতুনই রয়ে গেলেন, আরো পঞ্চাশ বছর গেলেও নতুনই থাকবেন, আপনি সত্যিই জিনিয়াস :-B

২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৯

নতুন বলেছেন: আমি তো সব সময়ই নতুন ;)

ধন্যবাদ..

৬২| ২৭ শে মার্চ, ২০১৬ ভোর ৪:৩৫

কালীদাস বলেছেন: ইয়ো! অভিনন্দন !:#P
আপনার ক্যাঁচাল করাগুলো আমার ভাল লাগে ;) ভাবি আমার টেম্পার আপনার মত কুল না কেন?!
চালিয়ে যান, শুভকামনা রইল :)

২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩২

নতুন বলেছেন: ব্রো পিচ্চি কালে নাকি মেলা সট টেম্পাট ছিলাম.... পরে বড় হবার পরে মাস্টার শিফুর সাথে ইনারপীস খোজার চেস্টায় এই মন্ত্র পেয়েছি.... :)

মূখে`র সাথে ক্যাচাল করে তার লেভেলে নেমে গেলে তো চলে না তাই না ;) তাই কুল থাকতে হয়।

৬৩| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৯

রিফাত হোসেন বলেছেন: পোষ্টাইতে ভাল লাগে না, পরিবার হলে সমস্যা সময় কমে যায় বা অন্য দিকে প্রবাহিত হতে বাধ্য হয় । তবে পড়তে সমস্যা নাই ট্রেনে চড়তে চড়তেই চোখ বুলানো যায় । :)

আমিও দেখলাম ল্যান্ডমার্ক স্পর্শ করেছি :P চালিয়ে যান, আমি আছি নন স্ট্রাইক এ

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৮

নতুন বলেছেন: হুম... দুজনেরই একই অবস্তা... ব্লগ নেশার মতন হয়েগেছে তাই চোখ বুলাতেই হয়...

কিন্তু এখন লেখার সময় পাইনা... :)

৬৪| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৫

বিজন রয় বলেছেন: নতুন ভাই নতুন পোস্ট দিন।

১০ বছর তো হলো।

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৭

নতুন বলেছেন: ভাইরে পুস্টানোর টাইম পাইনা। কামলার ফাকে ফাকে পড়ি আর কমেন্টস করি :)

আগে প্রবাসে বিবাহিত ব্যচেলার ছিলাম...এখন পরিবার এসেছে... আমার মেয়ে ১১ মাসে পা দিলো... ওকে নিয়েই সময় কেটে যায়..

লিখবো... :) পড়ছি সবার লেখাই...

৬৫| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৪

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: অভিনন্দন

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৮

নতুন বলেছেন: ধন্যবাদ..

৬৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১১

আমি এ আর বলছি বলেছেন: ধন্যবাদ।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৯

নতুন বলেছেন: আপনাকেও ধন্যবাদ..

৬৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭

মিখু বলেছেন: স্বাগতম

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১০

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই...

৬৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২১

আহসানের ব্লগ বলেছেন: আর নাম এখনো নতুন রেখে বসে আছেন পুরান ভাই ? =p~
শুভ কাটুক আগামী দিন গুলো ।

০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

নতুন বলেছেন: B-))

৬৯| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দশম বর্ষপূর্তির শুভেচ্ছা।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২২

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই...

৭০| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অভিনন্দন।
আর ভাতিজীরর কথা শুনতে ভালো লাগছে। ওর জন্য অনেক আদরর।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৩

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই...

৭১| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৯

হাফিজ বিন শামসী বলেছেন: দশ বছর পূর্তিতে সবার জন্য মিষ্টি নিয়ে এলাম।
একজন নতুন ব্লগার হিসেবে কামনা রইল, দশ হাজার বছর ব্লগে আমাদের সাথে থাকুন।ভাল থাকুন।সুস্থ থাকুন।

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৯

নতুন বলেছেন: ধন্যবাদ হাফিজ ভাই... সিরাম মিস্টি... :)

৭২| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৪

এহসান সাবির বলেছেন: ১০ বছর পূর্ন হল পোস্ট দেওয়াও বন্ধ হল X((

নতুন পোস্ট কই?

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩৭

নতুন বলেছেন: :) ১০ বছর অনেক তো লিখলাম... এখন সবার লেখা পড়ি... আর মন্তব্য করি ।

ব্যস্ততায় সময় হয়না ভাই..

৭৩| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৪

আমি এ আর বলছি বলেছেন: অভিনন্দন

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩৭

নতুন বলেছেন: ধন্যবাদ... ভাল থাকবেন..

৭৪| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৫

মমিতা বলেছেন: আপনার আগামীর দিন গুলো হোক আরো সুন্দর
শুভ কামনা আপনার জন্যে :)

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:২০

নতুন বলেছেন: ধন্যবাদ আপু

৭৫| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩২

ফয়সাল রকি বলেছেন: দশ বছর পার করেও নতুন'ই রয়ে গেলেন। কা_ভা ভাইকে বলে নিক টা পাল্টে নিবেন নাকি?
দেরীতে হলেও দশ বছরের অভিনন্দন।

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৫

নতুন বলেছেন: নিক পাল্টাতে হবে কেন?

আমি সারা জীবনই নতুন ই রয়ে যাবো... :)

ধন্যবাদ..

৭৬| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৮

ফয়সাল রকি বলেছেন: নতুনই থাকেন... B-) কুনো সমস্যা নাই।
ভাল থাকবেন, শুভকামনা রইল।

২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৯

নতুন বলেছেন: পুরান হইতে যামু কেলা?? নতনই থাকুম... :)

৭৭| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৩

অতঃপর হৃদয় বলেছেন: অভিনন্দন আপনাকে আশা করি সব সময় আমাদের সাথেই থাকবেন।

২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৩

নতুন বলেছেন: ধন্যবাদ... সামু এখন নেশা মতন.... :) না হলে চলে না।

৭৮| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:১৮

Arafat Shawon বলেছেন: ভাই আমি নতুন ব্লগ লিখতে চাই কিন্তু পারি না কেন???

৭৯| ২২ শে মে, ২০১৬ রাত ১১:২৯

জিএমফাহিম বলেছেন: আপনি যখন প্রথম ব্লগ লেখেন তখন আমি মাত্র হাইস্কুলে, ক্লাস সেভেনে। ব্লগ কি এটা জেনেছি আরও ৪ বছর পর।যাই হোক, একদিন আমিও হয়তো এমন ব্লগন্মদিন পোস্ট দিব।

২৩ শে মে, ২০১৬ রাত ১২:৪৮

নতুন বলেছেন: অবশ্যই লিখতে পারবে...

ব্লগের সবচেয়ে মজার বিষয় এর ইন্টারএক্টিভ আলোচনা... এর থেকে অনেক কিছু শেখা যায়...

বেশি বেশি পড় এবং লিখতে থাকো...

৮০| ১৬ ই জুন, ২০১৬ রাত ১:২৩

রেগুলা বলেছেন: অভিনন্দন দাদা।
শুভকামনা রইল।

১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:২৯

নতুন বলেছেন: ধন্যবাদ দাদা :)

৮১| ১৮ ই জুন, ২০১৬ সকাল ১১:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন
টেন টাইম প্লাস ;)

আমার এই পথ চলাতেই আনন্দ- চলুক আনন্দময় পথ যাত্রা :)

১৮ ই জুন, ২০১৬ দুপুর ১:৫৫

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই...

ব্লগ এখন নেশার মতন...লিখার সময় নাই কিন্তু প্রতিদিন একটু ঢু না মারলে ভাল লাগেনা। :)

আপনাদের লেখা না পড়লে ভালো লাগে না।

৮২| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: মরার আগেই আমি এলাম।। আপনাদের দেখেই ব্লগে আসা।। পরে নিছকই সময় কাটানো আর মাঝে মাঝে মনের অব্যক্ত কথা প্রকাশ করা।। যৌবনে যা ছিল মিটিং,মিছিল আর......।।। ভাল থকুন সর্বদা, এই কামনায়।।

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:০২

নতুন বলেছেন: আরে এতো তারাতারি মরবেন কেন? এখনো তো অনেক সময় বাকি...অনেক কিছু দেখা বাকি ..অনেক কিছু করা বাকি... :)

সময়ের প্রয়োজনে অনেক কিছুই করা হয়ে উঠেনা। কিন্তু ব্লগিং এর নেশা যখন হয়েছে তখন লিখতে না সময় হলেও... পড়ার জন্য কিছু সময়তো বের করতেই হয়।

ভাল থকুন সর্বদা, সাথেই থাকুন... :)

৮৩| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:১৫

সচেতনহ্যাপী বলেছেন: ভাই, ওপেন হার্ট সার্জারির মানুষ।। বলা যায় কি কিছু?? হঠাৎ করে কয়েকমাসের জন্য মন্তব্য পোষ্ট বন্ধ হয়ে গেলে বুঝবেন, আমার পথচলা থেমে গেছে।।

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:২৫

নতুন বলেছেন: :) ভাই সবারই পথচলা থেমে যাবে এক সময় সেটা চিরন্তন সত্য....তাই সেটা নিয়ে চিন্তা করবেন না।

যা হবার হবেই... তাই সেটা নিয়ে ভাববেন না ।

যাতে সুস্হ থাকবেন সেটা নিয়ে চেস্টা করবেন। আমরা যারা সুস্হ তারাও পথে/আকাশে দূঘটনায় চলে যেতে পারি।

তাই যতদিন আছি ততদিন যেন সুখে থাকি সেটাই চেস্টা করি ভাই।

সব সময়ে ভালো থাকবেন...সুখে থাকবেন... :)

৮৪| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩১

সচেতনহ্যাপী বলেছেন: যোগাযোগ কম হওয়া সত্বেও যে কথা বললেন মন ছুয়ে গেল।। আপনিও ভাল এবং সুস্থ থাকুন এই কামনায়।।

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৩:১৫

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই... :) সুস্হ থাকুন...

৮৫| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩৯

হানিফঢাকা বলেছেন: CONGRATS!!!!!!!!!!

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৩:২৫

নতুন বলেছেন: Thank you Brother.

৮৬| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৯

সোহানী বলেছেন: সবাই জটিল পাবলিক কেন???

অনেক শুভেচ্ছা ১০ বছর পূর্তিতে। অনেক বিশাল কিছু ১০ বছর ব্লগে থাকা............

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬

নতুন বলেছেন: এই যে আপনি কতদিন পরে কমেন্টটা করলেন :)

আসলে নেটে থাকা হয় অনেক সময় তাই ব্লগেও আছি... পড়তে ভালো লাগে...টাইম পাইলে লেখার চেস্টা করি এই আরকি...

যাদের সাথে পরিচয় হয়েছে তারা সবাই খবই আন্তরিক... এবং মজার বিষয় হলো তাদের খুবই পরিচিত এবং কাছের মানুষই মনে হয়েছে প্রথম দিনেই।

৮৭| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এখন তো ১১+ বছর। আপনি অনেক বছর টিকেছেন। অভিনন্দন জানাতেই হয়। :)

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫২

নতুন বলেছেন: ভাল ভাবে চললে ১১ বা ২১ তো কোন বিষয় না।

লিখুন...পড়ুন সাথেই থাকুন... হ্যাপি ব্লগিং...



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.