নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

ব্লগার অর্ফিয়াস >> মাহমুদ হাসান খান আর নেই। একজন সাদা মনের মানুষের প্রস্থান...Bon Voyage

২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৭

কেন জানি ভালো মানুষ বেশি দিন বাচে না।মাহমুদ হাসান খান ব্লগার অর্ফিয়াস গতকাল ২৭ আগস্ট ২০১৬ রাত ১০.৩০ না ফেরার দেশে চলে গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
বাংলাদেশ মাহমুদ হাসান খান কে বিদেশি পয`টকের কাছে তুলে ধরার আপ্রান চেস্টা করেছেন দীঘ` দিন। গড়ে তুলেছেন ভ্রমন গ্রুপ Visit Bangladesh (বেড়াই বাংলাদেশ) ।

উনার ফেসবুক গ্রুপে খবরটা পেলাম। উনি কিছু দিন ধরেই হৃদরোগে ভুগছিলেন এবং হাসপাতালেই ছিলেন।

সাদা মনের মানুষ তিনি দীঘ`দিন দেশের পয`টনের জন্য কাজ করেছেন। বিদেশি ব্লগে তিনি বাংলাদেশকে তুলে ধরেছেন এবং বিদেশিদের বাংলাদেশ ভ্রমন করিয়েছেন। এবং তার বেশির ভাগ সেবাই করেছেন বিনা মুল্যে... অনেক বিদেশি পয`টকে তিনি নিজের বাসাতেই রেখেছেন এবং দেশের অচেনা নতুন জায়গাগুলিকে পরিচিত করেছেন।

চাকুরী ছেড়ে তিনি নিজের পয`টন কম্পানী চালু করেছিলেন। কিন্তু ভ্রমন বাংলাদেশের মাধ্যমে দেশী পয`টকদের জন্য প্রায়ই বিভিন্ন টুরের ব্যবস্তা করতেন। ( যেটাও লাভের চেয়ে সবাইকে নিয়ে ভ্রমনটাই তার কাছে বেশি ছিলো)

অনেক গরিবদের প্রয়োজনে গ্রুপে সাহাজ্য তুলে মানুষের জন্য সাহাজ্য করেছেন।

আর সাথে আমার ব্যক্তিগত ভাবে কথা হয়নি কিন্তু চ্যাট করেছিলাম... কিছুদিন আগে আমেরিকা ভ্রমনের সময় উনাকে দুবাইএ ভ্রমনের জন্য অনুরোধ করেছিলাম তখন। এবং উনার কম্পানির জন্য লোগো খুজছিলান তখন একটা লোগো বানিয়ে উনার ফেসবুক পেজে দিয়েছিলেন। সবাই যদিও আমার লোগোতেই বেশি লাইক দিয়েছিলো কিন্তু পরে অন্য একটা লোগো পছন্দ করেছিলেন।

খুবই ভালো মনের একজন মানুষকে হারালাম আমরা। আমাদের দেশের পয`টন ক্ষেত্রে অনেক ভুমিকা রাখতে পারতেন তিনি কিন্তু আমাদের দেশে আমরা গুনি মানুষের কদর করতে পারিনা।

ভ্রমন প‌্রিয় মানুষটির এই অচেনা নতুন ভ্রমন শুরু করেছেন... Bon Voyage

ব্লগ :- অর্ফিয়াসের মায়ার ভুবনে স্বাগতম >> http://www.somewhereinblog.net/blog/orpheus007
ফেসবুক পেজ :- Click This Link
https://www.facebook.com/triptobangladesh/?pnref=lhc
উরার সম্পকে আরো একটু জানতে http://www.somewhereinblog.net/blog/orpheus007/29615777

মন্তব্য ৪২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২২

সুমন কর বলেছেন: শুনে খারাপ লাগল। উনার আত্মার শান্তি কামনা করছি।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

২| ২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২৬

আমিই মিসির আলী বলেছেন: :(

৩| ২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৫

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এবং তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ধরজো ধারনের তৌফিক দিন। আমিন।

৪| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত দ্রুত তাঁর এই চলে যাওয়াকে স্বাভাবিকভাবে নিতে পারছি না।

৫| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২২

রমিত বলেছেন: শুনে খারাপ লাগল। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার আত্মার শান্তি কামনা করছি।

৬| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৮

জানা বলেছেন: এতো তাড়াতাড়ি চলে গেলেন মাহমুদ ভাই! মানতে পারছি না!

এতো নম্র, বিনয়ী, হাসিখুশি একটা মানুষ! খুব দায়িত্ববোধসম্পন্ন একটা সাদামাটা মানুষ!

মনে পড়ছে, যে বার আমি সবগুলো বাংলাব্লগ প্ল্যাটফর্মগুলোর সাথে একযোগে বাংলা ব্লগদিবস উদযাপন করা উদ্দ্যোগ নিই, সেবার উনি ওনার 'মুক্তব্লগ' নিয়ে সবার সাথে যুক্ত হয়েছিলেন। গ্রুপ মেইলে অত্যন্ত আন্তরিকভাবে যুক্ত ছিলেন। আমাকে ফোন করে বারবার জানতে চেয়েছেন কোন সহযোগিতা লাগবে কিনা। মনে পড়ছে নিজের উদ্দোগে অল্প একটি চমৎকার বিজয় দিবস ব্যানার তৈরী করিয়ে সেই সকালবেলা আমার অফিসে পাঠিয়েছিলেন লোক দিয়ে। কতবার যে বলেছেন, 'আপা, আপনার সাথে আমিও খুব চাই যে, বাংলা ব্লগ প্ল্যাটফর্মগুলো একত্রে দেশের মঙ্গলে কাজ করুক।' খুব মনে পড়ছে, ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে ওনার ছেলেকে নিয়ে ঠিক ঠিক হাজির হয়েছেন ব্লগারদের সম্মিলিত আনন্দ মিছিলে। দেশের প্রতি, জাতীয় সংস্কৃতির প্রতি তাঁর অগাধ ভালবাসা টের পেয়েছি বহুবার! আহা, মাহমুদ ভাই!! এতো তাড়াতাড়িই চলে গেলেন কিভাবে!!

দুরে থাকায় আমার সকাল হয়েছে ঢাকা থেকে অনেক দেরীতে। তাই দুঃসংবাদটাও দেরীতে পেলাম।

শান্তিতে ঘুমোন প্রিয় মাহমুদ ভাই! আল্লাহ্‌ আপনাকে সবচে' শান্তির জায়গাটিতে রাখুন।

৭| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: মহান আল্লাহ্‌ উনাকে বেহেস্ত নসিব করুক।

৮| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১২

মামুন ইসলাম বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন !! মহান আল্লাহ্‌ তাকে বেহেস্ত নসিব করুক !!

৯| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১২

গেম চেঞ্জার বলেছেন: উনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি! :(

১০| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

১১| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৪

কাবিল বলেছেন: উনার আত্মার শান্তি কামনা করছি।

১২| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৫

ক্লে ডল বলেছেন: উনার আত্নার মাগফেরাত কামনা করছি।

১৩| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১০

ডঃ এম এ আলী বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত দ্রুত তাঁর এই চলে যাওয়াকে স্বাভাবিকভাবে নিতে পারছি না
আল্লার কাছে দোয়া করি আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করেন।
উনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল সমবেদনা ।

১৪| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ...

খুব কষ্টের চরম বাস্তবতা। যে পথে হারালাম ইমন জুবােয়র ভাইকে, রাজামশাইেক, আজ আবার শুনেত হল আরেক ভাইয়ের নাম মাহমুদ হাসান খান!

উনার বিদেহী আত্মার শান্তি ও মুক্তি কামনা করছি।

১৫| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৪

রিফাত ২০১০ বলেছেন: জানা বলেছেন: এতো তাড়াতাড়ি চলে গেলেন মাহমুদ ভাই! মানতে পারছি না!

এতো নম্র, বিনয়ী, হাসিখুশি একটা মানুষ! খুব দায়িত্ববোধসম্পন্ন একটা সাদামাটা মানুষ!

মনে পড়ছে, যে বার আমি সবগুলো বাংলাব্লগ প্ল্যাটফর্মগুলোর সাথে একযোগে বাংলা ব্লগদিবস উদযাপন করা উদ্দ্যোগ নিই, সেবার উনি ওনার 'মুক্তব্লগ' নিয়ে সবার সাথে যুক্ত হয়েছিলেন। গ্রুপ মেইলে অত্যন্ত আন্তরিকভাবে যুক্ত ছিলেন। আমাকে ফোন করে বারবার জানতে চেয়েছেন কোন সহযোগিতা লাগবে কিনা। মনে পড়ছে নিজের উদ্দোগে অল্প একটি চমৎকার বিজয় দিবস ব্যানার তৈরী করিয়ে সেই সকালবেলা আমার অফিসে পাঠিয়েছিলেন লোক দিয়ে। কতবার যে বলেছেন, 'আপা, আপনার সাথে আমিও খুব চাই যে, বাংলা ব্লগ প্ল্যাটফর্মগুলো একত্রে দেশের মঙ্গলে কাজ করুক।' খুব মনে পড়ছে, ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে ওনার ছেলেকে নিয়ে ঠিক ঠিক হাজির হয়েছেন ব্লগারদের সম্মিলিত আনন্দ মিছিলে। দেশের প্রতি, জাতীয় সংস্কৃতির প্রতি তাঁর অগাধ ভালবাসা টের পেয়েছি বহুবার! আহা, মাহমুদ ভাই!! এতো তাড়াতাড়িই চলে গেলেন কিভাবে!!

দুরে থাকায় আমার সকাল হয়েছে ঢাকা থেকে অনেক দেরীতে। তাই দুঃসংবাদটাও দেরীতে পেলাম।

শান্তিতে ঘুমোন প্রিয় মাহমুদ ভাই! আল্লাহ্‌ আপনাকে সবচে' শান্তির জায়গাটিতে রাখুন।

সম্মানিত ব্লগারের আত্নার মাগগেরাত কামণা করি।

১৬| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দুঃখজনক। উনার আত্মার শান্তি কামনা করছি।

১৭| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩০

শামছুল ইসলাম বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ উনাকে ক্ষমা করুন এবং জান্নাত নসিব করুন।


১৮| ২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

খোলা মনের কথা বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

১৯| ২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

ফেরদৌসা রুহী বলেছেন: আল্লাহ উনাকে পরকালে অনেক ভালো রাখুক।

২০| ২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

পয়গম্বর বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

২১| ২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

মাহিরাহি বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

২২| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪২

সাহসী সন্তান বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন! উনার আত্মার মাগফেরাত কামনা করছি! :(

২৩| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০০

তামান্না তাবাসসুম বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

২৪| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৬

মোঃমোজাম হক বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

২৫| ২৯ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:৩১

চাঁদগাজী বলেছেন:



আমাদের একজন সাথী মনের কোণে ঠাঁই নিলেন; অনেক কস্টের সংবাদ

২৬| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৪

কামরুন নাহার বীথি বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার আত্মার শান্তি কামনা করছি।

২৭| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২০

বিজন রয় বলেছেন: অনেক কষ্ট পেলাম। এক এক করে অনেক ব্লগার চলে গেলেন না ফেরার দেশে।
ব্লগে কারো সাথে ব্যক্তিগত পরিচয় না থাকলেও কেন যেন প্রচন্ড টান অনুভব করি।

তিনি আসলেই গুণী ব্লগার ছিলেন।

২৮| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৬

আমিনুর রহমান বলেছেন:


মাহমুদ ভাই বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একজন বিনয়ী, গুনি ও ভালো মানুষকে হারালাম আমরা।

২৯| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২২

হাসান মাহবুব বলেছেন: অচেনা রাজ্যের রাজপুত্র হোন তিনি এই কামনা করি।

৩০| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আল্লাহ্‌ উনার সকল দোষ-ত্রুটি মাফ করে দিয়ে জান্নাত দান করুন এই প্রার্থনা করি।

৩১| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২২

অগ্নি সারথি বলেছেন: পরপারে ভাল থাকুন প্রিয় সহব্লগার।

৩২| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৩

অদৃশ্য বলেছেন:




মাহমুদ ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করছি।

৩৩| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৩

প্রামানিক বলেছেন: শুনে খুব খারাপ লাগল। উনার আত্মার মাগফেরাত কামনা করি।

৩৪| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৮

কানিজ ফাতেমা বলেছেন: আল্লাহ তাকে বেহেশত নসিব করুন । আমিন ।

৩৫| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৫

আহমেদ জী এস বলেছেন: নতুন,




মর্মাহত ।
শান্তিতে থাকুন তিনি চিরঘুমের দেশে ।

৩৬| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪০

নীলসাধু বলেছেন: মাহমুদ ভাইকে নিয়ে দেয়া আমার ফেসবুক স্ট্যাটাস।

আজ সারাটি দিন কেটেছে বিষণ্ণতায়। মনটা খুব খারাপ হয়ে আছে।
আমাদের সকলের প্রিয় একজন মানুষ
ভ্রমণ প্রিয় মাহমুদ ভাইয়ের আকস্মিক চলে যাওয়ার বেদনা ভরা খবরটি মেনে নিতে কষ্ট হচ্ছে।

কদিন আগে দেবদাস ভাইয়ের স্ট্যাটাসে সূত্রে জানতে পারি তার অসুস্থ হবার কথা। আমি ভেবেছিলাম হয়তো বিপদ কেটে গেছে। উনি ভালো আছেন। কিন্তু আজ সকালে নোমানের স্ট্যাটাস পড়ে বাকরুদ্ধ হয়ে গেলাম। মাহমুদ ভাই গতকাল রাতে মারা গেছে!!
সারাদিন এই নিয়ে কাছাকাছি অনেকেই স্ট্যাটাস দিয়েছেন।
কষ্টের এই খবরটিই ছিল আজ সারাদিনের সঙ্গী।

আমি তখন প্রবাসে।
প্রথম আলো ব্লগে আমরা একসাথে অনেকদিন লিখেছি। আনন্দময় ব্লগিং এর সময় ছিল তখন। দিন রাত এক করে আমরা সবাই পড়ে থাকি প্রথম আলো ব্লগে। একটা ব্লগের সবাই যেন আমরা এক পরিবারের সদস্য। কত হাসি গান ঝগড়া মান অভিমান।
তখন বন্যার্তদের সহায়তায় ত্রাণ সংগ্রহে নেমেছিলেন উনি।
আমিও পাশে ছিলাম সেই উদ্যোগে।
উনি আমার বাসায় এসেছিলেন। শিমুলের সঙ্গে দেখা করে গিয়েছিলেন।

আমি প্রবাস থেকে ফেরার পর মাহমুদ ভাইয়ের সাথে দেখা করতে উনার অফিসে গিয়েছিলাম। উনি অফিসের বাইরে এসে আমাকে এগিয়ে নিয়ে গেলেন।
আলাপ আলোচনা শেষ করে আমি যখন ফিরে আসছি তখনো আমাকে এগিয়ে দিতে ডেস্ক ছেড়ে এলেন। আমি বললাম, মাহমুদ ভাই আসতে হবেনা; আমি যাই।
তিনি হেসে বললেন, আরেহ কি বলেন! চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি। আমি খুব অবাক হয়েছিলাম মাহমুদ ভাইয়ের এমন বিনয়ী শালীন অমায়িক আচরণে। অথচ আমরা কেউই কাউকে চিনতাম না, এর আগে আমাদের দেখা হয়নি, শুধুমাত্র লেখালেখি করি এই পরিচয়ের সূত্রেই একজন মানুষকে কেমন আপন করে নেয়া। মাহমুদ ভাইকে আ্মার কাছে খুব ভালো লাগল।
সেই ছিল প্রথম দেখা।
তারপরেও উনার সাথে আরও বেশ কয়েকবার দেখা হয়েছে। কথা হয়েছে। পরিচ্ছন্ন ভ্রমণ প্রিয় একজন মানুষ।

প্রথম আলো ব্লগ এবং ব্লগারদের জন্য উনার ছিল সীমাহীন ভালোবাসা।
বেদনার ব্যাপার এই ব্লগের কিছু ব্লগারের আচরণের কারণেই উনি ব্লগ থেকে দূরে সরে গিয়েছিলেন। আমাদের অনেকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। আমাদের সকলের উপর কেমন একটা অভিমান ছিল। কষ্ট ছিল।

একবার আমি উদ্যোগ নিলাম প্রথম আলো ব্লগ সংকলন প্রকাশ করার জন্য। সবাই লেখা জমা দিয়েছিল সেই সংকলনে। আমরা প্রায় সাড়ে চারশো পৃষ্ঠার একটি ব্লগ সংকলন প্রকাশ করেছিলাম।
মাহমুদ ভাইকে না জানিয়েই আমি উনার একটা লেখা রেখেছিলাম সেই সংকলনে। উনি পরে জানতে পেরে আমার সঙ্গে খুব রাগ করলেন।
আমি উনার এই রাগ দেখেও হেসে বলেছিলাম, মাহমুদ ভাই আপনার লেখা ছাড়া প্রথম আলো ব্লগ সংকলন প্রকাশ হোক, এটা আমি চাইনা।
এই ব্লগের জন্য এতো কিছু করেছেন আর সেটার প্রথম সংকলনে আপনার লেখা থাকবে না তা হয়না।
আমার জোরাজুরিতে কিছুটা অনিচ্ছা নিয়েই লেখা প্রকাশে সম্মতি দিয়েছিলেন। সেদিনের আলাপেও ফুুটে উঠেছিল ব্লগ এবং ব্লগারদের প্রতি তার ভালোবাসা এবং এদের কয়েকজনের আচরণে কষ্ট পাবার কথা।

একবার ঢাকায় কোন কোন জায়গা থেকে জোছনা দেখা যায় জানতে চেয়েছিলাম।
মাহমুদ ভাই আমাকে একটি ডকুমেন্ট দিয়েছিলেন যেখানে তালিকা করে কিছু জায়গার নাম ছিল যেখান থেকে জোছনা উপভোগ করা যায়।
আজ মনে হচ্ছে সেই জোছনার কথা।
মাহমুদ ভাই যেখানেই থাকুন ভালো থাকুন।
জোছনার সকল আলো নিয়ে সেই জগতে আলোকিত একজন হয়ে থাকুন — আল্লাহর কাছে এই দোয়া করি।

৩৭| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:২৫

সুন্দর পৃথিবী/হাসান বলেছেন: ভাই নতুন জীবন।আমাকে একজন কয়েকটি প্রশ্ন করেছেন আমি প্রশ্ন গুলোর জবাব পাচ্ছিনা আমার বিশ্বাস আপনি আমাকে সহযোগীতা করলে প্রশ্নগুলোর জবাব পেয়ে যাব।দয়া করে প্রশ্নগুলোর বিস্তারীত জবাব সংগ্রহ করে দিলে খুশি হবো।
প্রশ্ন: {এক} ”মহান আল্লাহ কুরআনে বলেছেন আনুগত্য কর আল্লাহর, আনুগত্য কর রাসুলের” আমার প্রশ্ন হলো আল্লাহর আনুগত্য বলতে কি বুঝায় এবং রাসুলের আনুগত্য বলতে কি বুঝায় বা আল্লাহর আনুগত্য কিভাবে করবো এবং রাসূলের আনুগত্য কিভাবে করবো?
প্রশ্ন: {দুই} কুরআনে মহান আল্লাহ দুইটি সূরার দুই আয়াতে বলেছেন আমি মানুষ কে শক্ত মাটি থেকে সৃষ্টি করেছি এবং এবং অন্য আয়াতে বলেছেন-নরম মাটি থেকে সৃষ্টি করেছি। দুই জায়গায় দুই রকম বলেছেন কেন?
প্রশ্ন: {তিন} “সময়কে গালি দিওনা আমিই সময়” এ বক্তব্যটি দিয়ে কি বুঝাতে চেয়েছেন এবং বক্তব্যটি কোরআনের না হাদীসের ?

৩৮| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:২৯

খায়রুল আহসান বলেছেন: মূল পোস্ট এবং পাঠকের মন্তব্য থেকে ওনার সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। ওনার রূহের মাগফিরাত এবং শান্তি কামনা করছি।
পাঠক চাঁদগাজী এর মন্তব্য (২৫ নং) ভালো লেগেছে।

৩৯| ৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৯

জুন বলেছেন: Orpheus apni jekhaneyi thakun shanti te thakun ..apnar blog y amk lekhar jonno boleychilen ...blog ti udbodhon er somoy invite koreychilen ...apnakey vuli ki korey ??

৪০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩০

মোটা ফ্রেমের চশমা বলেছেন: অর্ফিয়াস সাহেবকে আমি চিনি না। ব্লগেও তার লেখা পড়া হয়নি। কিন্তু ঘুমাতে যাওয়ার আগে মন খারাপ করা একটা সংবাদ পেলাম। যে কারো মৃত্যুই বেদনার। আল্লাহ তাকে গুনাহ থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী করুন।

৪১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩০

সচেতনহ্যাপী বলেছেন: উনার আত্মার শান্তি কামনায়।। যেতে হবে আমাদেরও।।

৪২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯

শামচুল হক বলেছেন: শুনে খারাপ লাগল। উনার আত্মার শান্তি কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.