নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় সুন্দর ■ www.facebook.com/niazuddin.sumon

নিয়াজ সুমন

ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।

নিয়াজ সুমন › বিস্তারিত পোস্টঃ

⌂ সাহিত্য■ বই আলোচনা » আমার পড়া • প্রজাপ্রতি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৬

উপন্যাসে ব্যবহৃত শব্দাবলী তুলে আনা হয়েছে তাৎকালীন কলকাতার রকবাজদের প্রচলিত কথার্বাতা থেকে। একটি গল্প বা উপন্যাস সার্থক করতে হলে কৃত্রিমতা পরিহার করে বাস্তবিক মানুষের আচরণ ও সংলাপই সবচেয়ে মুখ্য বিষয়। কেননা সাহিত্য আমাদের চারপাশের সমাজের-ই দর্পন । লেখক সেই কাজটি নিখুঁত ভাবে করেছেন।
অশ্লীলতার –শ্লীলতার বির্তকে পড়ে আদালত কর্তৃক এই উপন্যাস নিষিদ্ধের তালিকায় পড়ে । বহু বছর মামলা চলল। বুদ্ধদেব বসু এবং নরেশ গুহ, সমরেশ বসুর পক্ষে কোর্টে দাঁড়িয়েছিলেন। শেষ পর্যন্ত অশ্লীলতার দায় থেকে মুক্তি পায় এই উপন্যাস।




শহরের আধুনিক যান্ত্রিক জীবন যাপনের যৌথপরিবার কিভাবে ভাঙ্গন ধরেছে তা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছে লেখক। উপন্যাসের নায়ক ঐ সময়ের একজন রকবাজ বা সোজা কথায় যাকে বলে মাস্তান টাইপ ছেলে। উপন্যাসের সমাপ্তি ট্র্যাজিক। নায়ক একটি র্দূঘটনায় মারা যায়। পাঠকের মনে তখন গুন্ডা সুখেনের জন্য সহানুভুতিই জন্মে। মন্দ চরিত্রের সুখেনের ভালো দিকটার কথা মনে হয়। যেভাবে সেই ঘটনাচক্রের শিকার হলো সে জন্য দুঃখবোধ হয়। একজন মাস্তান কিভাবে নায়িকা শিখার সংস্পর্শে এসে মন্দ মানুষ থেকে ভালো মানুষ হওয়ার ইচ্ছা পোষন করেছে । আমি মনে করি , এইখানে এই প্রজাপ্রতি উপন্যাসের সার্থকতা ।


এক নজরে…
বইয়ের নামঃ প্রজাপ্রতি
লেখকের নামঃ সমরেশ বসু (Samaresh Basu) [দুটো ছদ্মনাম ছিল তাঁর। কালকূট এবং ভ্রমর। ]
প্রকাশকঃ আনন্দ পাবলিশার্স (ভারত)
প্রথশ প্রকাশঃ জুলাই ১৯৬৭
শেষ প্রকাশঃ অক্টোবর ২০১৫
পৃষ্ঠা সংখ্যাঃ ১৮৮
মূল্যঃ ৩৬০ টাকা
ভাষাঃ বাংলা
ISBN : 9788170664697
ক্যাটাগরি : সমকালীন-উপন্যাস
বইয়ের রেটিং (ব্যক্তিগত)ঃ ৫ এ ৪

বই নিয়ে অন্য রিভিউ সমূহঃ
মহাজীবন এক্সপ্রেস - নাদিম মজিদ
যদ্যপি আমার গুরু - আহমদ ছফা
সাম্প্রতিক বিবেচনা: বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস - আহমদ ছফা

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: বইটি পড়েছি।ভালো লেগেছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫২

নিয়াজ সুমন বলেছেন: নুর ভাই, আপনার সাথে সহমত। বইটি পড়ার আগ্রহ ছিলো আমার অনেকদিনের । অবশেষে সেই ইচ্ছা পুরণ হলো। গত সপ্তাহে পড়া শেষ করলাম।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি যখন দশম শ্রেণীতে পড়ি তখন প্রজাপতি নামে পরিচিত আলোচনাচিত এই বইটি পড়েছিলাম। আমার কাছে মোটেও অশ্লীল ও বাজে মনে হয়নি। খুবই সুন্দর ছিল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৩

নিয়াজ সুমন বলেছেন: পড়ার আগ পর্যন্ত আমার কাছও মনে হয়েছিলো খুব বেশি অশ্লীল হবে ভাষা। কিন্তু পড়া শেষ করার পড়ে ধারনা ঠিক উলটো হলো ।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৬

নেওয়াজ আলি বলেছেন: দারুণ, শুভেচ্ছা সতত ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৩

নিয়াজ সুমন বলেছেন:
আলি ভাইয়া, আপনার জন্যও রইলো অনেক অনেক ভালোবাসা।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার একটি উপন্যাস।
এক কথায় অনবদ্য।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৭

নিয়াজ সুমন বলেছেন: প্রিয় নুর ভাইয়া ধন্যবাদ আপনার অভিমত ব্যক্ত করার জন্য। ভালো থাকবেন সবসময়।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: এই বই আপনার আরো বহু আগে পড়া উচিত ছিলো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫২

নিয়াজ সুমন বলেছেন: তা ঠিক বলেছেন রাজীব ভাইয়া।

৬| ১৫ ই মে, ২০২০ রাত ৩:১২

অনল চৌধুরী বলেছেন: নীম্নমানের একটা বই।
অশ্লীলতা সেই যুগের মানদন্ডে অবশ্যই ছিলো, যে কারণে হাইকোর্ট নিষিদ্ধের কারণ ব্যাখা করেছিলেন।
কিন্ত এখন টিভিতে দেখানো আইটেম গান,জিসম,মার্ডার,ডার্টি পিকচার এর চেয়ে অনেক বেশী অশ্লীল।

৩১ শে মে, ২০২০ দুপুর ১:০৯

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য এর জন্য।
আদালত যা অশ্লীল বলে দাবি করেছে তা আবার মুক্ত করে দিয়েছে। বাস্তবে মানুষ যা করে তা সোজাসুজি এই বইয়ে ব্যাক্ত করা হয়েছে, হয়তো তাই বইটি দোষে দুষ্ট ।

৭| ৩১ শে মে, ২০২০ বিকাল ৩:০০

কল্পদ্রুম বলেছেন: প্রজাপতির প্রধান বিতর্কের বস্তু উপস্থাপনের ভঙ্গিমা।সেই দিক থেকে এই বইয়ের ভাষা ও বর্ণনা অশ্লীল।কিন্তু সেটা কি অশালীন?না।অশ্লীল আর অশালীনের পার্থক্য কিরকম?মুল বইয়ের শেষে এই বই নিয়ে মামলার বিবরণ লেখা ছিলো।কাহিনীর থেকে ঐটা বেশি উপভোগ্য ছিলো।

৩১ শে মে, ২০২০ বিকাল ৩:১১

নিয়াজ সুমন বলেছেন: আপনি ঠিক বলেছেন পক্ষ আর বিপক্ষের চমৎকার যুক্তিতর্কের বিষয় সমুহ পড়ে আমার ও একই অনুভুতি হয়েছে। আর আসল বইটি আমি পড়েছি।

৮| ০১ লা জুন, ২০২০ রাত ৩:৪৫

অনল চৌধুরী বলেছেন: তবে সমরেশ বসু’র তপস্বী ও তরঙ্গিনী নাটক পড়ে আবারো বুঝেছি,বাংলা ভাষা কতোটা সুন্দর হতে পারে !!!

১৮ ই জুন, ২০২০ সকাল ১০:১৪

নিয়াজ সুমন বলেছেন: অনল ভাই, ধন্যবাদ আপনার অনুভুতি ব্যক্ত করার জন্য। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.