নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় সুন্দর ■ www.facebook.com/niazuddin.sumon

নিয়াজ সুমন

ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।

নিয়াজ সুমন › বিস্তারিত পোস্টঃ

⌂ দিবস » আজ মা দিবস ■ মায়ের মুখই সবচেয়ে প্রিয়মুখ।

১০ ই মে, ২০২০ দুপুর ২:১৭


জীবনে মায়ের অবদান বোঝাতে পবিত্র কোরআন, হাদিস সহ বিভিন্ন মনীষি ও জ্ঞানী ব্যক্তিরা মা কে নিয়ে নানাধরনের মতামত দিয়েছেন। আজকের আয়োজন সেই সব ভালোলাগার ভালোবাসার অনুভুতি নিয়ে।
আহলে সুফফার অন্যতম সদস্য ও সর্বাধিক হাদিস বর্ণনাকারি সাহাবি হযরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা.) এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! আমার উত্তম সাহচর্যের সর্বাধিক অধিকারী কে? তিনি বলেন, তোমার মা। তারপর কে? তিনি বলেন, তোমার মা। আবারও প্রশ্ন করলেন এরপর কে? তিনি বলেন, তোমার মা। লোকটি পুনরায় প্রশ্ন করে জানতে চাইলেন তারপর কে? তিনি বলেন, তোমার বাবা [ সহীহ বুখারী ও মুসলিম]



“মা হচ্ছে সন্তানের আদর্শ বিদ্যা নিকেতন। মায়ের আদর অতুলনীয়। মা হতে গিয়ে যে মারা যায় ইসলামে তাকে শহীদের মর্যাদা দিয়েছে।”-বুখারি শরিফ


মহান আল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কুরআনে বলেছেন, মা-বাবার সাথে ভালো ব্যবহার করো। যদি তোমাদের কাছে তাদের কোন একজন বা উভয় বৃদ্ধ অবস্থায় থাকে, তাহলে তাদেরকে (রাগ বা বিরক্ত হয়ে) “উহ্” পর্যন্তও বলো না এবং তাদেরকে ধমকের সুরে জবাব দিয়ো না বরং তাদের সাথে মর্যাদা সহকারে কথা বলো। আর দয়া ও কোমলতা সহকারে তাদের সামনে বিনম্র থাকো এবং দোয়া করতে থাকো এই বলে; হে আমার প্রতিপালক! তাদের প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন। [সুরা বনী ইসরাইল, আয়াত: ২৩-২৪]


যে গর্ভ তোমাকে ধারন করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য কর ও শ্রদ্ধা নিবেদন কর ” : আল কুরআন


“মায়ের প্রতি ভক্তিদৃষ্টি হতে পুণ্য হতে পারে না। প্রতিবার মায়ের দিকে যত্নের দৃষ্টিতে তাকানোর জন্য একটি কবুল হজ্জের সাওয়াব লিখে দেয়া হয়।”-বুখারি শরিফ


“তোমাদের জন্য মায়ের পায়ের নিচেই রয়েছে তোমাদের জান্নাত” : মহানবী হজরত মুহম্মদ (স.)
“তিন রকম দোয়া নি:সন্দেহে কবুল হয়। মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আর সন্তানের জন্য পিতা-মাতার দোয়া।”-মহানবী হজরত মুহম্মদ (স.)


“মা সব কিছু ক্ষমা করে দেন। পৃথিবীর সবাই ছেড়ে গেলেও মা কখনো সন্তানকে ছেড়ে যান না” : মার্কিন যুক্তরাষ্ট্রের লেখক লুসিয়া মে অরকট


আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন মাকে নিয়ে তিনি বলেন, 'আমি যা হয়েছি বা ভবিষ্যতে যা হতে চাই তার সব কিছুর জন্য আমি আমার মায়ের কাছে ঋণী'। ' তিনি আরও বলেছেন, যার মা আছে সে কখনই গরীব নয় ।


“সব ভালোবাসার শুরু এবং শেষ হচ্ছে মার্তৃত্বে'।” : ইংরেজ কবি রবার্ট ব্রাউনিংয়


“ মা হচ্ছেন প্রকৃতির মতো। যেকোন পরিস্থিতিতে তিনি তার সন্তানের প্রশংসা করেন ।” : আমেরিকান চিকিৎসক ও দার্শনিক ডা. দেবীদাস মৃধা


“আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই” : মিশেল ওবামা


“মা আমাদের সবসময় এটা বোঝাতে চাইতেন যে, জীবনের চরম কষ্টের মুহূর্তগুলো তোমাদের হাসির কোনো গল্পের অংশ হয়ে যাবে এক সময়” : নোরা এফ্রন


ফরাসী সম্রাট নেপোলিয়ন বেনোপার্ট মাকে নিয়ে অনেক কথাই বলেছেন জীবনে। তিনি বলেন, 'আমার জীবনের সফলতা এবং যা কিছু অর্জন সব কিছুর জন্য আমি আমার মায়ের কাছে ঋণী।' তিনি আরও বলেছেন, 'আমাকে শিক্ষিত মা দাও। আমি প্রতিজ্ঞা করছি, তোমাদের একটা সভ্য, শিক্ষিত জাতি উপহার দেব'।


“মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাসূদে অকৃত্রিম ভালোবাসা” : - হুমায়ূন আহমেদ


“মা যেমন তাঁর নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে ”: গৌতম বুদ্ধ



“আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল।”-জর্জ ওয়াশিংটন


“সন্তানেরা ধারালো চাকুর মত।তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর,মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।”-জোয়ান হেরিস


“আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।”-এলেন ডে জেনেরিস


“কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়। একবার তার সন্তানের জন্য, আরেকবার নিজের জন্য।”-সোফিয়া লরেন


“আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম।”-মাইকেল জ্যাকসন


“আমার মা মনে করেন আমিই সেরা, আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি।”-দিয়াগো ম্যারাডোনা


‘‘পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে, কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুজে পাবে, যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যত নিয়েই ভাবে, আর তিনি হলেন মা।”-রেদোয়ান মাসুদ


সন্তানের প্রতি মায়ের ভালোবাসার মতো পৃথিবীতে আর কিছু নেই। এর কোন নিয়ম নেই, এখানে কোন দুঃখ নেই, এটা সবকিছুর ঊর্ধ্বে এবং এই বন্ধনের মাঝে যা কিছুই দাঁড়াক না কেন তা চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।” - আগাথা ক্রিস্টি।


‘‘ বায়োলজি হচ্ছে একটি ন্যুনতম ব্যাপার যা একজনকে নারীকে মা করে তোলে।”- অপ্রাহ উইনফ্রে


‘‘অপরিসীম ভালোবাসা ও কৃতজ্ঞতার জন্য মাকে ড্যান ক্লিন দেওয়া হোক যার কারণে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি ও যা আমাদের বিশুদ্ধ করে এবং তাদেরকেই এটা শক্তির সঞ্চার করে যারা এর অন্বেষণ করে।” - লুইসা মে অ্যালকট।


‘‘আমি তোমার দেখাশোনা করবো এবং তুমি যাকে দেখাশোনা করতে বলবে তাকেও করবো এবং যেভাবে বলবে সেভাবেই করবো। আমি এখানেই আছি। আমি আমার সবকিছু তোমাকে দিয়ে দিলাম। আমি তোমার মা।” - মায়া অ্যাঞ্জেলু


‘‘মা আমার শ্রেষ্ঠ শিক্ষক, তিনি এমন শিক্ষক যার সমবেদনা আছে, ভালোবাসা আছে এবং যার কোন ভয় নেই। ভালোবাসায় যদি কোন সুগন্ধী ফুল থাকে, তাহলে আমার মা হচ্ছে ভালোবাসার সেই সুগন্ধী ফুল।” - স্টীভ ওয়ান্ডার


‘‘ সন্তানরা হচ্ছে মায়ের জীবনের নোঙ্গর।” - সোফোক্লেস


‘‘ কিন্তু তোমার সকল গল্পের পিছনে রয়েছে তোমার মায়ের গল্প, কারণ সেখান থেকেই তুমি শুরু করেছো।” - মিচ অ্যালবোম


“মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগেনা। দোয়া গায়ে লাগে, অভিশাপ গায়ে লাগেনা। হাঁসের গায়ের পানির মত অভিশাপ ঝরে পড়ে যায়।” : হুমায়ূন আহমেদ


“ব্যবহার করা কপালের টিপটার আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয়।একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না। পুরাতন শাড়িটা, ভাঙা চুড়িটা, নষ্ট হয়ে যাওয়া মোবাইল টা কাজে লাগবেনা জেনেও তুলে রাখে,সবকিছুর কারণ হল মায়া। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসও ফেলে না ।”
“ অসংখ্য কষ্ট, যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ারটানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এই জন্য মেয়েরা মায়াবতী আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই।” : হুমায়ূন আহমেদ

ছবি- ইন্টারনেট

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২০ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: ভাই বিশ্বাস করুন সমাজে অনেক দুষ্ট মা-ও আছেন।

১০ ই মে, ২০২০ দুপুর ২:৪৮

নিয়াজ সুমন বলেছেন: আপনার সাথে সহমত, তবে তাদের সংখ্যা খুবই নগন্য , প্রিয় রাজীব ভাই । তবে দুষ্ট চেয়ে ভালো মায়ের সংখ্যায় পৃথিবীতে বেশী।

২| ১০ ই মে, ২০২০ দুপুর ২:৩১

আল-ইকরাম বলেছেন: মোবারকবাদ ভাই নিয়াজ সুমন। খুব মূল্যবান একটি বিষয়ে আলোকপাত করার জন্য। অনেক ভাল । শুভেচ্ছা অগনিত।

১০ ই মে, ২০২০ দুপুর ২:৪৯

নিয়াজ সুমন বলেছেন:
আপনার প্রতি রইলো শুভেচ্ছো সহ ভালোবাসা।

৩| ১০ ই মে, ২০২০ দুপুর ২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি ছাগিরা।

১০ ই মে, ২০২০ দুপুর ২:৫৫

নিয়াজ সুমন বলেছেন: প্রিয় শুভেচ্ছো সহ ভালোবাসা জানবেন

৪| ১০ ই মে, ২০২০ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট পড়ে এখন আমি আমার মাকে নিয়ে লিখতে বসবো।

১১ ই মে, ২০২০ ভোর ৬:৩৯

নিয়াজ সুমন বলেছেন: আপনার মা কে নিয়ে লেখাটি পড়লাম। দ্রুত মায়ের ছেলে মায়ের বুকে যান। আর বলুন ভালোবাসি মা। অনেক বেশি।

৫| ১০ ই মে, ২০২০ রাত ৮:৪৮

নেওয়াজ আলি বলেছেন: পৃথিবীতে সব মা ভালোবাসার মহাসাগর ।

১১ ই মে, ২০২০ ভোর ৬:৪০

নিয়াজ সুমন বলেছেন: নেওয়াজ ভাই, আপনার সাথে একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.