নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় সুন্দর ■ www.facebook.com/niazuddin.sumon

নিয়াজ সুমন

ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।

নিয়াজ সুমন › বিস্তারিত পোস্টঃ

□ সাহিত্য ● কবিতা » ::: অন্ধকার ভেঙে আলোর দেখা মিলবে :::

২৯ শে জুন, ২০২০ দুপুর ১২:৫০


অন্ধকার ভেঙে আলোর দেখা মিলবে

এই কেমন বিশ্ব
এক ভাইরাসে সব কিছু আজ নিঃস্ব !
এত ক্ষমতা, এত দম্ভ , এত মেরু
এত সম্পত্তি , এত টাকা-পয়সা, এত আধিপত্য
করোনার কাছে আজ সবকিছু তুচ্ছ ।

অনুসম এক ভাইরাস -
ছিনিয়ে নিয়েছে হাসিময় স্বাভাবিক জীবন
থামিয়ে দিয়েছে পৃথিবীকে নষ্ট ঘড়ির মতোন ।

হায় ধরনীতে আজ এতো মহাপাপ !
নভেল করোনা ভাইরাস এসে
করে দিচ্ছে জমে থাকা সব জঞ্জাল সাফ ।

ক্রমশ জনশূণ্য হচ্ছে-
এ জনপথ, এ শহর, এ নগর,
স্বজন হারানোর বেদনায় হৃদয়ে হচ্ছে রক্তকরণ
তিমির ক্রন্দনে বাতাসে ভাসছে কষ্টের বাতাবরন ।

একদিন করোনার অবসান হবে
অন্ধকার ভেঙে আলোর দেখা মিলবে
মানবতার মানবিক উৎসবের রঙে পৃথিবী রাঙাবে ।

ছবিঃ ইন্টারনেট

▪ পূর্বের কবিতা সমূহঃ
::: আপন-পর :::
::: মন :::
::: তুমি নেবে :::
::: চিঠির আত্মকাহিনী :::
::: ফাগুনের আহবানে :::
::: মোরা :::
::: জীবনের বাঁকে :::
::: ব্লু হোয়েল :::
::: বাস্তবতা :::
::: ২ ০ ২ ০ :::

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০২০ দুপুর ১:৩৩

নেওয়াজ আলি বলেছেন: সৃজনশীল লেখা।

২৯ শে জুন, ২০২০ দুপুর ১:৫৫

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই, ।

২| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৩:১৫

নীল প্রজাপ্রতি বলেছেন: কবিতায় ভালোলাগা রইলো জনাব।

২৯ শে জুন, ২০২০ বিকাল ৩:১৭

নিয়াজ সুমন বলেছেন: ভালো থাকুন প্রজাপ্রতি।

৩| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৮

ইসিয়াক বলেছেন: একদিন করোনার অবসান হবে......
সেই অপেক্ষাতে সবাই।
শুভকামনা।

৩০ শে জুন, ২০২০ সকাল ৭:৪৯

নিয়াজ সুমন বলেছেন: আল্লাহপাক যেন এই অপেক্ষার প্রহর আমাদের দীর্ঘ না করে। এই প্রত্যাশা করি। ধন্যবাদ ইসিয়াক ভাই।

৪| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৫১

সেলিম আনোয়ার বলেছেন: করোনার অবসান হোক, করোনার ক্ষতি আমরা যেন সহসা পুষিয়ে দিতে পারি।

৩০ শে জুন, ২০২০ সকাল ১০:৪১

নিয়াজ সুমন বলেছেন: একমত প্রিয় কবি। সবকিছু যেন সহসা আগের রূপে ফিরে যায়।

৫| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: একদিন করোনার অবসান হবে
অন্ধকার ভেঙে আলোর দেখা মিলবে
মানবতার মানবিক উৎসবের রঙে পৃথিবী রাঙাবে ।

সকলেই এই অপেক্ষায়।

৩০ শে জুন, ২০২০ বিকাল ৩:০০

নিয়াজ সুমন বলেছেন: অপেক্ষার প্রহর যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এইটাই সবার প্রত্যাশা।

৬| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

ভ্রমন কাহিনী আবার কবে দিবেন?

৩০ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৬

নিয়াজ সুমন বলেছেন: পর্ব – ৭ নভোনীল

ভ্রমণ কাহিনী অবশ্যই হবে।
তবে এর আগে নভোনীল পর্ব সাত পড়ে প্রতিক্রিয়া জানান।

৭| ২৯ শে জুন, ২০২০ রাত ৮:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো কবিতা। আপনার কবিতার শেষের ৩ লাইন যেন অচিরেই সত্য হয় সেই কামনা করছি।

০১ লা জুলাই, ২০২০ সকাল ৮:১২

নিয়াজ সুমন বলেছেন: আপনার মতো আমার্‌ ও একই প্রত্যাশা। ধন্যবাদ।

৮| ৩০ শে জুন, ২০২০ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

০১ লা জুলাই, ২০২০ সকাল ৯:৫৩

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ ছবি আপু। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.