নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় সুন্দর ■ www.facebook.com/niazuddin.sumon

নিয়াজ সুমন

ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।

নিয়াজ সুমন › বিস্তারিত পোস্টঃ

নভোনীল পর্ব - ৭

৩০ শে জুন, ২০২০ বিকাল ৩:২৭


পিছনে ফিরে তাকাতে দেখলো ঠিক বিশ কদম দূরে মৃন্ময়ী । কেমন যেন উৎকন্ঠা আর উদ্বেগের ছাপ যোগ হয়েছে তার চোখে ও মুখে । কপাল ও চিবুক জুড়ে ঘামের অবাধ বিচরণ ।
মৃন্ময়ী- হঠাৎ একদম দম মেরে গেলে যে । ক্লাস শেষ হতে না হতে চুপিসারে কোন দিক দিয়ে বের হয়ে গেলে ।
নভো- ভার্সিটির এমন উত্তেজনাকর পরিস্থিতি দেখে হুশ বুদ্ধি ঠিকমতো কাজ করেনি।
মৃন্ময়ী- ওহ বুঝতে পারছি । হট্টগোল আর জটলার মধ্যে মেয়েটি আটকা পড়লো কিনা সহপাঠি হিসেবে তোমার একটু খোঁজ নেওয়া উচিত নয় কি!
নভো- সরি, সরি, সরি
-জটলার মধ্যে তোমাকে এইভাবে একা রেখে আসা আমার একদম উচিত হয়নি ।
মৃন্ময়ী- ইট’স ওকে ।

নভো- সত্যি বলতে কি আজকে রাস্তায় ঐ ঘটনার পর থেকে আমি কিছুটা নার্ভাস হয়ে গিয়েছিলাম । বলতে পারো ভয় পেয়ে গিয়েছি । স্যারের ক্লাস পুরোটায় মাথার উপর দিয়ে গিয়েছে । তুমি ডাক না দিলে হয়তো এতক্ষনে আমি নীল আকাশের বুকে ঠাঁয় পেতাম ।
মৃন্ময়ী- ঐ পরিস্থিতিতে আমিও খুব হতম্ভব হয়ে গিয়েছিলাম । তুমি বড় বিপদ থেকে উদ্ধার হয়েছো সেই জন্য আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।
নভো- মনে হচ্ছে তোমার বদৌলতে পৃথিবীতে আজ দ্বিতীয়বার নভোর জন্ম হলো ।
মৃন্ময়ী- আমি নয়, আল্লাহ তোমাকে রক্ষা করেছ । আমি শুধু উসিলা মাত্র ।
নভো- প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাবি দেশের পুরোনো ভার্সিটি। অথচ বর্তমান অবস্থা দেখলে ছাত্র হিসেবে খুব লজ্জাবোধ করি ।
মৃন্ময়ী- তুমি ঠিক বলেছো।

নভো- একটু পিছনে ফিরে গিয়ে দেখো জন্মলগ্ন থেকে শিক্ষা, গবেষনা ও জাতীয়ভাবে অবদানের ক্ষেত্রে ঢাবির অবস্থান প্রথম স্থানেই ছিলো সবসময় । দেশের বহু জ্ঞানীগুনী, পণ্ডিত, শিল্পী-সাহিত্যক ও সৎ রাজনীতিবিদের জন্ম হয়েছে এই আঙিনা থেকে। অথচ আজ তার কী করুণ অবস্থা ।
মৃন্ময়ী- ঠিক তাই । দেশের নোংরা রাজনীতির বলি হচ্ছে স্বনামধন্য আমাদের এই বিদ্যাপীঠ ।
নভো- আমাদের পড়াশোনার মূল্যবান সময় নষ্ট হচ্ছে এখন নিয়মিত মারামারি, রেষারেসি, হানাহানি, দলবাঝি, টেন্ডারবাঝি, ও ক্ষমতার দম্ভ প্রকাশের মধ্য দিয়ে ।
মৃন্ময়ী- আজকের ঘটনাটি দেখো । কত রকম হট্টগোল । পড়াশোনার পরিবেশ একদম নষ্ট হয়ে গিয়েছে ।
নভো- আমাদের মতো শান্তিপ্রিয় স্বপ্নবান শিক্ষার্থীদের হাজারো রঙিন স্বপ্ন নিয়ে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের স্বপ্নগুলো প্রতিনিয়ত নষ্ট করে দিচ্ছে এই সব অপরাজনীতি ।

আধো আলো আধো ছায়াময় পথ ধরে দু’জন পাশাপাশি হাঁটা ধরলো । চলার পথে কথা বলছিলো আর একে অপরের দিকে খানিক বাঁকা হয়ে আড়চোখে তাকাচ্ছিলো । ঝিরিঝিরি বাতাসে মৃন্ময়ীর সাথে হাঁটতে বেশ ভালোলাগা কাজ করছে নভোর মাঝে । এর আগে সেই কখনো কোন মেয়ের এত সান্নিধ্য আসেনি । মৃদু বাতাসের ঝাপটায় মুখের বাম পাশে চোখ বরাবর ঝুলে পড়া একগুচ্ছ কুকডানো চুলের কারনে মৃন্ময়ীর মুখখানা এক পাশ থেকে দেখে নভোর মনে হলো অবিকল রূপকথার কোন পরী । যার মুখ পানে চেয়ে থাকা যায় ঘন্টার পর ঘন্টা পলকহীন ।

স্কুল ও কলেজ সময়ে মৃন্ময়ীর জন্য অনেক ছেলে পাগল ছিলো । মৃন্ময়ী পড়াশোনা ছাড়া আর কোন দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন বোধ কখনও করেনি। ফলে ওদের কেউ তার ধারে-কাছে ঘেষার কোন সুযোগ পায়নি কিংবা সাহস করেনি । মৃন্ময়ীর গায়ের রঙ হয়তো নভোর মতো অতটা ফর্সা হবে না । পাঁচ ফুট চার ইঞ্চির উজ্জ্বল শ্যামবর্ণের মেয়েটির দিপ্তীময় সুশ্রী চেহারায় আছে মোহনীয় ক্ষমতা ।

মুন্ময়ী যে কিনা কোন ছেলেকে কখনো পাত্তা দিতো না । সেই কিনা এই গোবেচারা টাইপ ছেলের মাঝে এক অজানা আকর্ষনে মন বার বার তার কাছে আসার তাড়না দিচ্ছে । এই ভেবে তার মনে মনে এক বড্ড হাসি পেলো । নভোর সামনে তা প্রকাশ না করে নিরবে মুখ থেকে সেই হাসি মুর্হূতে পেটের মধ্যে চালান করে দিলো । প্রথম দেখায় নিজের অজান্তে নভোর জন্য ভালোলাগা সৃষ্টি হয়ে গিয়েছিলো । মৃন্ময়ীর কেন যেন মনে হচ্ছে নভোর প্রতি তার ভালোলাগা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে ।

এর মধ্যে অনেকদূর হাটাঁ হয়ে গিয়েছে কেউ খেয়ালই করেনি। মৃন্ময়ীর পানির খুব পিপাসা পেয়েছে । ফুটপাতের পাশেই একটা দোখান থেকে এক লিটার পানির বোতল নিলো নভো …(অসমাপ্ত)

ভাবতে ভাবতে পথ চলছিলো হঠাৎ নভো বলে একটা ডাক শুনে পিছনে তাকিয়ে অবাক হয়ে গেল---- (ষষ্ঠ পর্বের শেষ বাক্য )

নভোনীল এর অন্য পর্ব সমূহঃ
পর্ব – ১ রিম সাবরিনা জাহান সরকার
পর্ব – ২ পদ্ম পুকুর
পর্ব – ৩ মেঘশুভ্রনীল
পর্ব – ৪ খায়রুল আহসান
পর্ব – ৫ আখেনাটেন
পর্ব – ৬ পুলক ঢালী
পর্ব - ৮ কবিতা পড়ার প্রহর
পর্ব - ৯ মনিরা সুলতানা
পর্ব - ১০ বিলুনী
পর্ব – ১১ ঢুকিচেপা
পর্ব-১২ মো. মাইদুল সরকার

আশা করি পরর্বতী পর্বের মশাল নতুন কেউ একজন ধরবেন। তার অপেক্ষায় রইলাম। শুভ কামনা সবার জন্য ।

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:৫১

ঢুকিচেপা বলেছেন: এ পর্বে প্রচ্ছদটা ভাল হয়েছে।
নভোকে ঠান্ডা মাথার ছেলে হিসাবে ভেবেছি। কারণ ৩য় পর্বে বাসের ঘটনা ঘটার আগেই সে সবাইকে সার্ভাইব করেছিল। এ পর্বে একটু নার্ভাস, দেখা যাক পরবর্তীতে কি হয়।

শুভেচ্ছা রইল।

০১ লা জুলাই, ২০২০ সকাল ৮:০৯

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকে। সব পরিস্থিতিতে মানুষ একই আচরণ করতে পারে না। মূলত তাই প্রকাশ পেয়েছে। নভোর ক্ষেত্রে।

২| ৩০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নভো কি 'গোবেচারা' টাইপের? আগের একটা পর্বে তো তাকে খুব ট্যালেন্টেড এবং স্মার্ট মনে হচ্ছিল। সেটা হতে পারে, সমস্যা নাই।

শেষের দিকে জমে উঠেছিল।

শুভেচ্ছা রইল।

০১ লা জুলাই, ২০২০ সকাল ১১:৩৯

নিয়াজ সুমন বলেছেন: এই খানে গোবেচারা বলতে নিরীহ, শান্তশিষ্ট, নির্বিরোধ ভালো মানুষ বুঝানো হয়েছে।
গোবেচারা অর্থ কিন্তু আনস্মার্ট অর্থে বুঝানো হয়নি।

মৃন্ময়ীর মতে নভো ছেলেটে যতেষ্ট স্মার্ট এইটা যেমন সত্য ঠিক তেমনি প্রকৃতি প্রেমী কেননা যত্রতত্র ফেলে দেওয়া কান্ডজ্ঞানহীন মানুষের ঠুকলা খুড়িয়ে নিয়ে পরিষ্কার করা একমাত্র গোবেচারা টাইপ ছেলের পক্ষে সম্ভব ।
বেশি ওভার স্মার্ট ছেলে কিন্তু এই সব কাজে হাত দিবে না নিশ্চয়ই ?

অশেষ ধন্যবাদ প্রিয় আপনার মন্তব্যএর জন্য। ভালোবাসা জানবেন।

৩| ৩০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

রাজীব নুর বলেছেন: মৃন্ময়ীরা অতি সাধারন ছেলেদের প্রেমে পড়ে, বিয়েও করে। সেই বেশির ভাগ সময় টিকেও না।

০১ লা জুলাই, ২০২০ দুপুর ১:১৫

নিয়াজ সুমন বলেছেন: রাজীব ভাই, কথা কিন্তু সত্য ।

৪| ৩০ শে জুন, ২০২০ রাত ৯:০৯

মা.হাসান বলেছেন: ডায়ালগের পরিমান হয়তো একটু কম হতে পারতো । ডায়ালগের ভিড়ে কাহিনীর সম্ভবত তেমন কোনো উত্তরন ঘটেনি, যেখানে ছিলো প্রায় সেখানেই আছে মনে হচ্ছে (এক পর্বে উত্তরন ঘটানো খুব সহজও নিশ্চয়ই না)। তবে সব মিলিয়ে ভালোই লেগেছে।

মুনিরা আপা একটা পর্ব লিখবেন আভাস দিয়েছিলেন। তবে কত নম্বর পর্ব তা পরিস্কার করেন নি। যার মাধ্যমেই হোক না কেন, রিলে রেস চলতে থাক এই কামনা করছি।

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৩:১৯

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, পরের ইপিসোড যদি মনিরা আপু করবে নিশ্চয়ই, আপনার ধারণা অনুযায়ী।
পরবর্তী পর্বের অপেক্ষায়। চাইলে আপনিও যোগ দিতে পারেন।

৫| ৩০ শে জুন, ২০২০ রাত ৯:২০

নেওয়াজ আলি বলেছেন: দারুন লিখেছেন

০২ রা জুলাই, ২০২০ সকাল ৯:০১

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই, পাশে থাকুন সবসময়।

৬| ০১ লা জুলাই, ২০২০ রাত ১:৩৩

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ছেলেমানুষের মত খুশি হয়ে গিয়েছি। বিশেষ করে শেষের অংশটুকু দারুন উজ্জ্বল। সত্যিই আর কেউ নতুন যে একটা পর্ব লিখবে, ভাবতেও পারি নি। এই আনন্দটুকুর মূল্য অনেক বেশী। ধন্যবাদ দিলে কম হয়ে যাবে।

০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:৪৭

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকেও। এমন একটি অধ্যায় শুরু করার জন্য। অংশগ্রহণ করতে পেরে আমিও আপনার মতো বেশ আনন্দ বোধ করছি।

আপনার প্রথম পর্বে ২,৩,৪ এর পরে ৫,৬,৭ পর্ব আপডেট করা হয়নি এখনো..(আনন্দের উদ্বেলে হয়তো ভুলে গেছেন) । যাই হোক আপডেট করে নিবেন।

পুলক ঢালী একটা প্রস্থাব রেখেছেন আপনার কাছে তার সাথে আমিও একমত পোষন করছি। মিউনিখে একটা জমকালো নৈশ ভোজের আয়োজন হলে মন্দ হতো না সিরিজ সমাপনী পার্টি হিসেবে। কি বলেন আপনি ??


৭| ০১ লা জুলাই, ২০২০ সকাল ৯:০৯

খায়রুল আহসান বলেছেন: রীলে রেসে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। যতটুকুই এগোক, গল্পতো এগোলো কিছুটা!
দ্বিতীয় মন্তব্যে সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর জিজ্ঞাসাটা জেনুইন। আশাকরি, পরের পর্বের লেখক বা লেখিকা বিষয়টি খেয়ালে রাখবেন এবং নভো চরিত্রটির এর থেকে একটু উত্তরণ ঘটাবেন।
গল্পে ভাল লাগা + +।

০২ রা জুলাই, ২০২০ দুপুর ১:৩০

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। সাথে আছি। শুভ কামনা আপনার জন্য ।

৮| ০১ লা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৭

পুলক ঢালী বলেছেন: প্রসঙ্গ ধরে রেখে সুন্দরভাবে এগিয়ে নিয়েছেন বেশ ভাল লাগলো। মেয়েরা ব্যক্তিত্ববান ছেলেদের পছন্দ করে বলে আমার মনে হয়।
যিনি পর্ব লিখবেন তারমতো করেই লিখবেন। রেসে অংশ গ্রহন করার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

(যারা লিখবেন তাদেরকে সাবরিনা ম্যাডাম জার্মান ঘুরিয়ে আনবেন কিনা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম ;) =p~ =p~)

০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ৮:২৬

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ ঢালী ভাই, আপনাদের সাথে থাকতে পেরে আমিও আনন্দিত।

আপনার প্রস্থাবটা সাবরিনা ম্যাডাম কে পুনরায় স্মরন করিয়ে দিলাম। কোন প্রতি উত্তর তো দিলেন না !
ম্যাডাম ভয় পেলেন কিনা সেইটাই ভাবছি ???

৯| ০১ লা জুলাই, ২০২০ রাত ৮:২৫

মিরোরডডল বলেছেন:



নিয়াজ ভালো লিখেছে কিন্তু বিষয় সেটা না । নভোর ইমেজটা স্টেডি হচ্ছেনা ।
প্রতি পর্বে ফ্ল্যাকচুয়েট করছে । কোথায় যেন কি একটা নেই ।
কাহিনী যেন কোথাও যাচ্ছেনা । আই'ম স্টিল থার্স্টি !

০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ১১:১০

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকে। যেহেতু একটা চরিত্র অনেকের হাত ধরে আসতেছে কিছুট বিচ্যুতি হওয়া অস্বাভাবিক কিছু না। এর পর ও কাহিনী চলমান রয়েছে এইটাই বড় কিছু বলে মনে করি।

১০| ০৩ রা জুলাই, ২০২০ রাত ৮:০৪

পদ্মপুকুর বলেছেন: আমি একটু দেরী করে ফেললাম মনে হচ্ছে।
প্রথমেই আপনাকে অভিনন্দন এই খেলায় অংশগ্রহণের জন্য। শুরুর দিকের একজন হিসেবে আমার বেশ গর্ব হচ্ছে। এখন আমিও কবিগুরুর মত বলতে পারব-
এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়
আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়।
শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে
অনাদরে অবহেলায়
আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়॥


আপনার লিংকটা দিয়ে দিয়েছি আমার লেখায়, এখন দেখি পরবর্তিতে সে লিংক ধরে গান গাইতে এই দলে সামিল হয়...

০৫ ই জুলাই, ২০২০ সকাল ৯:০৬

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকেও কবিগুরুর মিষ্টি গানে
মন ভুলানোর জন্য।

১১| ০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:১৫

আহমেদ জী এস বলেছেন: নিয়াজ সুমন,




নভো আর মৃন্ময়ী পাশাপাশি হাটছে, আধো আলো আধো ছায়ায় হাটছে গল্পখানাও ।

ঝকঝকে রোদের আলোর মশাল কিম্বা দীঘল বৃষ্টির আছড়ে পড়ার ঘোর লাগা শব্দ চাই যে!

০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৫

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আহমেদ ভাই, ভালো লাগার মশালের পরবতী ইপিসোড এ আপনাকে আমন্ত্রন করছি। ...

১২| ০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রাজনীতির নেতি বাচক দিক তুলে ধরেছেন অথব বলেছেন । বিষয়টি নিয়ে ভাবনায় আছেন অনেক প্রাজ্ঞ দেশপ্রেমিক ।

সুন্দর লিখেছেন ।

০৬ ই জুলাই, ২০২০ সকাল ৭:১৯

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ভাই, ভালো থাকুন সবসময়।

১৩| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:১৭

মেঘশুভ্রনীল বলেছেন: রোমান্টিক গল্প লিখেছেন, তাই প্রচ্ছদ দেখে কৌতূহল হল- ছবিতে কি আপনি আছেন?

ভালো লিখেছেন। ধন্যবাদ।

০৮ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪১

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
ছবিতে আপনাকে রেখেছি। ঐ নামের সাথে রোমান্টিক ছবি আপনাকে জুতসই লাগবে।

১৪| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১০

কবিতা পড়ার প্রহর বলেছেন: নাহ এ পর্বেও প্রেম হলো না। হই হই করছে। আমিই তবে প্রেমে পড়ে যাবো নাকি ভাবছি। কিন্তু আমি তো এক্সেস না পাওয়া ব্লগার। আমার লেখাটা কি ঠিক হবে?

২১ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৪৯

নিয়াজ সুমন বলেছেন: প্রেমে যেহেতু পড়ে গেছেন। দেরি করে লাভ কি !
চটঝলদি লিখে ফেলুন। এক্সেস পেয়ে যাবেন আশা করি।...

১৫| ২২ শে জুলাই, ২০২০ রাত ৩:১০

কবিতা পড়ার প্রহর বলেছেন: নভোনীল পর্ব -৮


লিঙ্ক দিয়ে গেলাম।

২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:১৪

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ মেহরিন আপু, খুব ভালো লাগছে নাটাই টা আপনি শক্ত করে ধরে পেলছেন। পড়তে যাচ্ছি তারপর মন্তব্য করবো।

১৬| ২৭ শে জুলাই, ২০২০ ভোর ৬:০৬

বিলুনী বলেছেন:


ষষ্ট পর্বের শেষ কথাটি লেখার শুরুতে দিলে ভাল হতো ।
গল্পটি পড়ছি এখন ধিরে ধিরে,বাকি কিছু কথা হবে পরে ।

২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৩:১৭

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। বাকি কথা শুনার জন্য অপেক্ষায় থাকলাম...

১৭| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর এগোচ্ছে। ১৩ পর্ব কে পোস্ট দেয় দেখা যাক।

০১ লা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:০১

নিয়াজ সুমন বলেছেন: প্রিয় আপনার মতো আমিও অপেক্ষার প্রহর গুনছি... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.