নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় সুন্দর ■ www.facebook.com/niazuddin.sumon

নিয়াজ সুমন

ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।

নিয়াজ সুমন › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব আলোকচিত্র দিবসে হয়ে যাক কিছু আলোকচিত্র প্রদর্শনী

১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২৬


কবিতা, গল্প, নাটক, সিনেমা কিংবা গান যেমন আমাদের প্রাত্যহিক জীবনের সরূপ তুলে ধরে। তুলে ধরে আমাদের অতীত ইতিহাস কিংবা ফেলে আসা সময়ের প্রতিচ্ছবি ঠিক তেমনি আলোকচিত্র মানব সভ্যতার বয়ে যাওযা সময়ের প্রতিটি মূর্হুত কে ধারন করে সুনিপুন ভাবে একজন দক্ষ আলোকচিত্র শিল্পীর হাতের ছোঁয়ায় । কখনো কখনো একটি আলোকচিত্র ও সমাজের অন্যায় অত্যাচার বিরুদ্ধে হাতিয়ার হিসেবে কাজ করে। সমাজ বদলানোর মোক্ষক ও সহজে প্রকাশ করার মতো অন্য কোন মাধ্যম নেই যা আলোকচিত্রের মাধ্যমে করা সম্ভব হয়।
সভ্যতার উৎকর্ষে যে কয়টি শিল্প মাধ্যম তৈরী হয়েছে, তার মধ্যে ফটোগ্রাফি ধরে রেখেছে তার স্বতন্ত্র অবস্থান। ফরাসি উদ্ভাবক ‘জোসেফ নিসেফোর নিপেক’ প্রথম ছবিটি তিনি তোলেন ১৮২৭ সালে। তাকেই বলা হয় ফটোগ্রাফির জনক।



এক পা এগিয়ে তালগাছ দাড়িয়ে- কুমিল্লা বৌদ্ধ বিহার


মোছা সহ কলার কাধিঁর রোধ পোহানো - সীতাকুণ্ড, চট্টগ্রাম


আকাশের বুকে সরু পথ- চট্টগ্রাম ওয়ার সিমেট্টি


শীতের রুক্ষতায় শুষ্ক প্রকৃতির অসহায় আর্তনাদ- চট্টগ্রাম ওয়ার সিমেট্টি


অচেনা অজানা ফলের রূপে মুগ্ধতা- নীলগিরি, বান্দরবান

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: ১ম আর ৪র্থ ছবি দুটি সবচেয়ে বেশী ভালো লেগেছে।

২০ শে আগস্ট, ২০২০ সকাল ৭:১৮

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপনার অভিব্যক্তি প্রকাশ করার জন্য। শুভ সকাল জগাই ভাই :)

২| ১৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২১

ওমেরা বলেছেন: ছবিগুলো সুন্দর।

২০ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৫৯

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপু, :)
ভালো থাকবেন।

৩| ১৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

অজ্ঞ বালক বলেছেন: ছবিগুলা সুন্দর। আজকে আরও কতগুলা ছবি ব্লগ আসে আল্লাহ মালুম!

২০ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৫৭

নিয়াজ সুমন বলেছেন: আপনি যা ভেবেছিলেন তা তো ঘটেনি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৭

আমি সাজিদ বলেছেন: বেশ তুলেছেন।

২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৯

নিয়াজ সুমন বলেছেন: শুভেচ্ছা সহ ভালোবাসা থাকলো...

৫| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: ছবি গুলো সুন্দর ।

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২৪

নিয়াজ সুমন বলেছেন: প্রীত হলাম প্রিয় :)

৬| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৯

সামু পাগলা০০৭ বলেছেন: বাহ! সুন্দর তো ছবিগুলো!

২৪ শে আগস্ট, ২০২০ সকাল ৭:৪৪

নিয়াজ সুমন বলেছেন: প্রীত হলাম, ধন্যবাদ ও শুভ সকাল আপুনি। :)

৭| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

link|https://www.somewhereinblog.net/blog/nurubrl/30305773|আন্তর্জাতিক আলোকচিত্র দিবস আজঃ বিশ্বের সকল আলোক চিত্রকরদের জন্য শুভেচ্ছা]

২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৪৪

নিয়াজ সুমন বলেছেন: প্রিয় ভালোবাসা জানবেন । আপনার পোস্টটি পড়েছি।

৮| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:০৬

ঘরহীন বলেছেন: ভালো লাগলো ছবিগুলো, তবে কিছু ক্লোজআপ ছবিও দিতেন তাহলে আরও সুন্দর হতো পোস্টটা।

২৫ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৩৬

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আপনার পরার্মশ অনুযায়ী আগামীতে ক্লেজআপ ছবি দেওয়ার চেষ্টা করবো।

৯| ২০ শে আগস্ট, ২০২০ রাত ১১:০৩

ঢুকিচেপা বলেছেন: বর্ণনাসহ ছবিগুলো ভাল হয়েছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০০

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ প্রিয়.. শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.