নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় সুন্দর ■ www.facebook.com/niazuddin.sumon

নিয়াজ সুমন

ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।

নিয়াজ সুমন › বিস্তারিত পোস্টঃ

পদ্মফুলের নগ্ন পা

১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৭


ঐ সফেদ পায়ের দিকে তাকালে
চোখ ফেরানো না যায়
দু’চোখ ডুবে থাকে শুধু
নিবিড় আবেশে গভীর মমতায় ।

তোমার আঙ্গুল যেন ফুটন্ত পদ্ম
নোখে মেহেদীর লাল আবরণ
নগ্ন পায়ে জড়িয়ে আছে
দুধে-আলতা ত্বকের স্মিগ্ধ বাতাবরণ ।

যত দেখি তত দেখার স্বাধ জাগে
অনিন্দ্য সুন্দরে শিহরিত হয়
আমি বারে বারে।

শিশির মাখা ভোরের সোহাগে
রাখিতে চাই যে তোমারে
পরম আদরে, ভালোবাসার চাদরে
মনের অন্দরে প্রোথিত করে ।

ঐ যুগল চরণের দ্যুতি-
রোজ আসে আমার কল্পনায়
শরৎ মেঘের মতো ভাসে মনের আঙিনায় ।

পূর্বের কবিতা সমুহঃ
আপন পর
মন
তুমি নেবে
চিঠির আত্মকাহিনী
ফাগুনের আহবানে
মোরা
জীবনের বাঁকে
ব্লু হোয়েল
বাস্তবতা
২০২০

ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:১৯

আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ কবি দা

১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫০

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ লিটন ভাই, কবিতাটি পড়ে মন্তব্য প্রকাশ করার জন্য। শুভেচ্ছা জানবেন।

২| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে প্রেমের কবিতা।
অন্যান্যাদের লেখা পড়বেন কমেন্ট করবেন আশা করি

১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫১

নিয়াজ সুমন বলেছেন: জি, ছবি আপু। আপনার কবিতার একজন পাঠক আমি।

৩| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০২

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৯

নিয়াজ সুমন বলেছেন: শুভেচ্ছা রইলো রাজীব ভাই,

৪| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১৬

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর হয়েছে l

১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২০

নিয়াজ সুমন বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ

৫| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১০

আহা রুবন বলেছেন: শুধু পা দেখে আর কবিতা লিখে কত দিন? পায়ের গুণগান ভালই লাগল।

১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২৯

নিয়াজ সুমন বলেছেন: হা হা হা :)
প্রিয় রুবন ভাই।
কপালে ঐ পায়ের সান্নিধ্য না পায় যতদিন ....

৬| ১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৫

মনিরা সুলতানা বলেছেন: আহা !
কে বলে শারদশশী সে মুখের তুলা
পদ নখে পরে আছে তার কত গুলা !!

সুন্দর সুন্দর !

১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৫

নিয়াজ সুমন বলেছেন: বাহ ! :)
মুগ্ধ হলাম আপু,
আপনার প্রাণবন্ত চয়নে..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.