নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় সুন্দর ■ www.facebook.com/niazuddin.sumon

নিয়াজ সুমন

ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।

নিয়াজ সুমন › বিস্তারিত পোস্টঃ

সকাল বিকাল রং বদলায় যে সমুদ্র জবা ফুল

০৩ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩০


সুন্দরবন অঞ্চলের খুব পরিচিত ফুল । এই ফুল গাছের বাকল খুব শক্ত রশি হিসেবে ব্যবহার করা যায় । সকাল বিকাল ফুলের রং বদলায় তাই এর আরেক নাম সাজুনী ফুল । সুন্দরবনের সর্বত্রই এই গাছটি দেখা যায়। ফুলের রং হলুদ, যা ধীরেধীরে লালচে বর্ণ ধারন করে। বীজের পাশাপাশি কাটিংয়ের মাধ্যমেও সহজেই বংশবিস্তার করতে পারে। তাই স্থানীয়রা এটিকে বসতবাড়ির বেড়ায় জীবন্ত খুটি হিসেবে ব্যবহার করে। এছাড়াও বনে বিভিন্ন পেশায় যাদের জীবিকা, তারা এই গাছের ছালকে দড়ি হিসেবে ব্যবহার করে।


আঞ্চলিক নামঃ বোলা, বলই, ভোলা, ছালুয়া, সূতীকাঠ ।



Scientific Name: Hibiscus tiliaceus
Sea Hibiscus or Coastal Cottonwood is a species of flowering tree in the mallow family, Malvaceae,that is native to the Old World tropics.




ছবি তোলার স্থানঃ বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকত, সীতাকুণ্ড, চট্টগ্রাম ।




ফুল নিয়ে আরো ব্লগ দেখুনঃ
চিরসবুজ সুগন্ধি কুন্দ বা মেঘ মল্লিকা ফুল
ঐ শিউলি ফুলের সুবাসে মন করে আকুল
দৃষ্টিনন্দন শীতের ফুল
চোখ জুড়ানো বুনো ফুলের সন্ধানে

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাহ বেশ সুন্দর। হলুদ থেকে গোলাপী, গোলাপী থেকে লাল বর্ন। আসলেই রং বদালয় ফুলটি।

০৩ রা জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩৮

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই, ভালো থাকবেন।

২| ০৩ রা জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন সুন্দর ফুল

০৩ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১২

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ ছবি আপু.. পড়ন্ত বেলার শুভেচ্ছা রইলো।

৩| ০৩ রা জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৩

মেহেদি_হাসান. বলেছেন: সুন্দর তো

০৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩২

নিয়াজ সুমন বলেছেন: হুম। ধন্যবাদ হাসান ভাই,।

৪| ০৩ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২১

ঢুকিচেপা বলেছেন: এই ফুল আমি দেখেছি কিন্তু রঙ বদলের বিষয়টা কখনো খেয়াল করিনি। এবার দেখতে হবে।
ছবিগুলো সুন্দর হয়েছে।

০৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪৮

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই। গাছের দিকে লক্ষ্য করলে ‍বুঝতে পারবেন। একি গাছে দু রঙের ফুল ।

৫| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:



ইহা সুন্দরবনের ভেতরে পাওয়া যায়?

০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫০

নিয়াজ সুমন বলেছেন: শুধু ভিতরে নয়, আশে পাশের যে কোন জায়গায় এই গাছের দেখা মিলতে পারে।

৬| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১০:১১

ওমেরা বলেছেন: একটা জবা ফুল গাছ কিনেছিলাম অনেক গুলো ফুলসহ কিন্ত সেই ফুল গুলো ঝরে যাওয়ার পর আর কোন কলি এল না , কিছুদিন পর গাছটাই মরে গেল । :((

সকাল বিকাল রং বদলায় এটা জানতাম না। অনেক ধন্যবাদ আপনাকে ।

১০ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৩

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ আপু আপনাকেও, ভালো থাকুন সবসময়।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ২:৫৩

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট দিয়েছেন।

১০ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:১৫

নিয়াজ সুমন বলেছেন: রাজীব ভাই, শুভেচ্ছা জানবেন। শুভ কামনা।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: এমন রং বদলানো আরো দুটি ফুলের কথা এই মুহুর্তে মনে পরছে। একটি হচ্ছে স্থলপদ্ম, অন্যটি বিচিত্রা

১০ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৯

নিয়াজ সুমন বলেছেন: আপনার মাধ্যমে আরো দুটি ফুলের তথ্য জানা হলো। ধন্যবাদ ভাইয়া।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৯

নেওয়াজ আলি বলেছেন: এই ফুল আমাদের এলাকায় নদীর ধারে দেখেছি ছোটকালে ।

১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৭

নিয়াজ সুমন বলেছেন: আমিও নদীর পাশ্ববর্তী এলাকায় গাছটির সন্ধান পেয়েছি। ধন্যবাদ আলি ভাই।

১০| ০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:০১

রানার ব্লগ বলেছেন: এই ফুলটা আমি দেখেছি, আমার মামার শশুর বাড়ি সুন্দরবনের কাছেই তো যখন মামার সাথে যেতাম এই ফুল দেখতাম, এর হলুদ রঙ টাও বেশ দৃষ্টি নন্দন কিন্তু আফসোসের বিষয় আমি লাল বা গোলাপি হতে দেখি নাই।

১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০৪

নিয়াজ সুমন বলেছেন: আপসোসের কারন নেই। বাস্তবে না দেখলেও ছবিতে তো দেখা হলো।
ধন্যবাদ রানা ভাই। পাশে থাকুন।

১১| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৫

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! কি সুন্দর ফুল।

১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৬

নিয়াজ সুমন বলেছেন: জি, মনিরা আপু,
সত্যি ফুলটির রঙ নয়ন জুড়ানো মায়া ভুলানো।
ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.