নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সব সময় সুন্দর ■ www.facebook.com/niazuddin.sumon

নিয়াজ সুমন

ভালোলাগে ভ্রমন করতে। প্রকৃতির সাথে মিশে গিয়ে ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে। অবসর কাটে সাহিত্যের আঙিনায় পদচারনা করে। ব্যস্তময় যান্ত্রিক জীবনের মাঝেও চেষ্টা করি নিজের অব্যক্ত কথামালা সবার মাঝে ছড়িয়ে দিতে।

নিয়াজ সুমন › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ জীবন যেখানে যেমন

২১ শে জুন, ২০২১ বিকাল ৩:২৯


ছবি কখনো হাসায় কখনো কাঁদায় কখনো বা স্মৃতির গভীরে নিয়ে যায়। সেই জন্য ছবির কদর আগের চেয়ে দিন দিন যেন বৃদ্ধি পাচ্ছে। আধুনিক এত কিছু আবিষ্কার করার পরেও স্থির আলো ছায়ার মায়া এখনো রয়ে গিয়েছে মানব জীবনে। এতটুকুর জন্যও অম্লান হয়নি । তাহলে আর দেরি কেন, চলুন ঘুরে আসি কিছু আলোর ছায়ার খেলায়…
পুষ্পময় শৈশব
স্থানঃ শালবন বিহার, কুমিল্লা ।


কৃষকের স্বপ্নের কাছে ওজন হার মানে
স্থানঃ বোয়ালখালী, চট্টগ্রাম।


আয়ের উৎস যখন দৃষ্টিনন্দন বেলুন আর বাহারি শিশু খেলনা
স্থানঃ অভয়মিত্র ঘাট, চট্টগ্রাম ।


কারো বিলাসিতা কারো সংসার চালানোর হাতিয়ার
স্থানঃ কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার।


নাগরিক জীবনের জঞ্জাল থেকে খানিকটা মুক্তির চেষ্টা
স্থানঃ কমনওয়েলথ ওয়ার সিমেট্রি চট্টগ্রাম


পাহাড়ি ললনার শীতের মাপলার বুনন
স্থানঃ চিম্বুক, বান্দরবান।


● গ্রামীন শৈশবের বাঁধাহীন দুরন্তপনা
স্থানঃ বাঁশবাড়ীয়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম ।


● নরম হাত যখন বাস্তবতার কঠিন শিকলে আবদ্ধ
স্থানঃ গুলিয়াখালী সমুদ্র সৈকত, সীতাকুণ্ড, চট্টগ্রাম ।


● পড়ন্ত সময়
স্থানঃ সীতাকুণ্ড, চট্টগ্রাম ।


● মুক্ত পাখির মতো জীবন
স্থানঃ কমনওয়েলথ ওয়ার সিমেট্রি চট্টগ্রাম


● তপ্ত দুপুরে কর্মঠ যুবক
স্থানঃ বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকত, সীতাকুণ্ড, চট্টগ্রাম ।


সময়কে ধরে রাখার প্রয়াসে একখান সেলফি
স্থানঃ সোনারগাঁও, নারায়নগঞ্জ।


আরো ছবি ব্লগঃ
সবুজের মিতালী মনে আনে প্রশান্তির ঢালি
ভাস্কর্যের পেছনে সংগ্রামী ইতিহাস ও ঐতিহ্যের গল্প

মন্তব্য ৪৮ টি রেটিং +২১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৮

নতুন বলেছেন: ভাল হইছে। +

২১ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৬

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ। সাথে থাকবেন।

২| ২১ শে জুন, ২০২১ বিকাল ৩:৫৬

হাবিব বলেছেন: সুন্দর সব ছবি++

২১ শে জুন, ২০২১ বিকাল ৩:৫৯

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ হাবিব ভাই, ।

৩| ২১ শে জুন, ২০২১ বিকাল ৪:০০

ইমতিয়াজ ১৩ বলেছেন: করো বিলাসিতা কারো জীবন চালানোর হাতিয়ার

২১ শে জুন, ২০২১ বিকাল ৪:০০

নিয়াজ সুমন বলেছেন: B-)

৪| ২১ শে জুন, ২০২১ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
ভালো লাগলো

২১ শে জুন, ২০২১ বিকাল ৪:০১

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ ছবি আপু। :)

৫| ২১ শে জুন, ২০২১ বিকাল ৪:০২

ঢুকিচেপা বলেছেন: সাবজেক্ট হিসাবে বেশ কয়েকটি ছবি দারুণ হয়েছে।
এমনিতে সব ছবিই খুব সুন্দর।

২১ শে জুন, ২০২১ বিকাল ৪:২০

নিয়াজ সুমন বলেছেন:
ধন্যবাদ সুনিপুন মতামত ব্যক্ত করার জন্য। ভালো থাকবেন।

৬| ২১ শে জুন, ২০২১ বিকাল ৪:৫৫

আমি সাজিদ বলেছেন: দারুন এসেছে ছবিগুলো।

২২ শে জুন, ২০২১ সকাল ১০:২১

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো সাজিদ ভাই। ভালো থাকবেন।

৭| ২১ শে জুন, ২০২১ বিকাল ৪:৫৬

মনিরা সুলতানা বলেছেন: মুক্তপাখি সবচেয়ে সুন্দর !

২২ শে জুন, ২০২১ সকাল ১১:২১

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ সুলতানা আপু। আপনার কাছ থেকেও একটা ছবিব্লগ চাই...

৮| ২১ শে জুন, ২০২১ বিকাল ৫:০৪

মোঃমোজাম হক বলেছেন: চমৎকার হয়েছে

২২ শে জুন, ২০২১ দুপুর ১২:২৫

নিয়াজ সুমন বলেছেন: হক ভাই, ভালো থাকুন, পাশে থাকুন।

৯| ২১ শে জুন, ২০২১ বিকাল ৫:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:




● নাগরিক জীবনের জঞ্জাল থেকে খানিকটা মুক্তির চেষ্টা
স্থানঃ কমনওয়েলথ ওয়ার সিমেট্রি চট্টগ্রাম


বিশ্বের আর কোনো দেশে ২য় বিশ্বযুদ্ধের শহীদ যোদ্ধাদের কবরস্থানে এভাবে আড্ডাবাজি চলে বলে আমার ধারণা নেই। যেমনটি আমাদের দেশে হচ্ছে। এটি খুবই দুঃখজনক ও লজ্জাজনক।

২২ শে জুন, ২০২১ দুপুর ১২:৫৩

নিয়াজ সুমন বলেছেন: সহমত, মাহমুদ ভাই।
তবে এখন সমাধির ভিতরে বসতে ও আড্ডা দিতে দেয়না কৃর্তপক্ষ। ছবিটি মুল সমাধির প্রধান গেইট এর বাহিরের খোলা জায়গা থেকে তুলা হয়েছে।

১০| ২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর।

২২ শে জুন, ২০২১ দুপুর ২:১৯

নিয়াজ সুমন বলেছেন: শুভেচ্ছা সতত :) সুজন ভাই, ভালো থাকবেন।

১১| ২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার সব ছবি, ৫ নাম্বার সবচেয়ে ভালো।

২২ শে জুন, ২০২১ বিকাল ৪:০০

নিয়াজ সুমন বলেছেন: আপনার মুখে ভালো হয়েছে শুনে অনুপ্রাণিত হলাম। ভালোবাসা জানবেন।

১২| ২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

ভুয়া মফিজ বলেছেন: দারুন সব ছবি। দ্বিতীয় ছবিটা সবচেয়ে ভালো লেগেছে।

অল দ্য বেস্ট ফর প্রতিযোগিতা। :)

২২ শে জুন, ২০২১ বিকাল ৫:৩২

নিয়াজ সুমন বলেছেন: আপনার উপস্থিতি ও মতামত পেয়ে খুশি হলাম।
প্রতিযোগিতার ভাগ্য মোটেও আমার ভালো নয়,
তার উপর আছে সামুর সব বাঘা বাঘা ভালো মানের আলোকচিত্র ব্লগার তাদের কাছে তো আমি নসিৎ B-)

১৩| ২১ শে জুন, ২০২১ রাত ৮:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর সবকয়টা ছবিই।

২২ শে জুন, ২০২১ বিকাল ৫:৫৯

নিয়াজ সুমন বলেছেন: মাহমুদ ভাই, অনুপ্রানিত হলাম। শুভ কামনা আপনার জন্য।

১৪| ২১ শে জুন, ২০২১ রাত ১০:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: সব ছবিগুলোই সুন্দর।
একটা প্রশ্ন ছিল,ভাই শেষের সেলফিটাও আপনার তোলা? হেহেহে

২২ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৩

নিয়াজ সুমন বলেছেন: আপনার উৎসাহে অনুপ্রানিত হলাম।
হা হা হা.. :)
জি, আমার তুলা,,,,
আর বলিযেন না..।আধুনিক সেলফি আর কি..।

১৫| ২২ শে জুন, ২০২১ সকাল ৯:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঘোড়ার ছবিটা সবচেয়ে সুন্দর।

২৩ শে জুন, ২০২১ সকাল ৮:২৫

নিয়াজ সুমন বলেছেন: ঘোড়ার প্রতি দুর্বলতা আছে। কিন্তু ঘোড়ার পিঠে উঠার র্দুসাহস হয়নি কখনো :)
ভালো থাকবেন মাইদুল ভাই।

১৬| ২২ শে জুন, ২০২১ দুপুর ১২:০৬

হাসান রাজু বলেছেন: ছবি এমনিতেই কথা বলে। আর আপনি তো কি বলে সেটাও জানিয়ে দিলেন । হা হা হা ......।

● গ্রামীন শৈশবের বাঁধাহীন দুরন্তপনা। ;)

২৩ শে জুন, ২০২১ সকাল ৯:১৮

নিয়াজ সুমন বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রিয় হাসান ভাই, আপনার অভিমত ব্যক্ত করার জন্য। ভালো থাকবেন।

১৭| ২২ শে জুন, ২০২১ বিকাল ৪:২৩

সামিয়া বলেছেন: সুন্দর সব ছবি। শুভকামনা,

২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৪১

নিয়াজ সুমন বলেছেন: সামিয়া আপু আপনার জন্য ও শুভ কামনা। ভালো থাকবেন।

১৮| ২২ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৩

জুন বলেছেন: খুব সুন্দর সবগুলো ছবি তবে পাহাড়ি মেয়েরা কি আজ এমন পোশাকে তাত বোনে !! হয়তো যুগের হাওয়া তাদেরকেও বদলে দিয়েছে। প্রথম ছবির বাচ্চা দুটো মাশাল্লাহ দারুন কিউট । কি আপনার ??
ভালোলাগা রইলো অনেক ।
+

২৩ শে জুন, ২০২১ দুপুর ২:৩০

নিয়াজ সুমন বলেছেন: --হুম। একমত আপু। হতে পারে নগরায়নের ছোঁয়া পাহাড়েও লেগেছে সেজন্য পাহাড়ী ললনার বেশ ভুষার পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে।
---কি যে বলেন, লাজে মরি.. কুমিল্লা ঘুরতে গিয়ে কিউট এর ডিব্বা দুটিকে দেখে ছবি না তুলে থাকতে পারলাম না। তাই ঐ সময় ছবির ফ্রেমে বন্ধী করে নিলাম। :)
---- আপনার জন্যও শুভ কামনা ও ভালোবাসা...

১৯| ২২ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১১

মোহামমদ কামরুজজামান বলেছেন: কি বলব ভাই বলেন? তবে আপনার সাথে সুরে সুর মিলিয়ে এটাই বলব, " জীবন যখন যেখানে যেমন,কখনো পাজেরোয় কখনো নৌকায় "।

আর নাগরিক জীবনের ব্যস্ততা থেকে যদি এমন কারো সাথে :P কিছুটা সময় অতিবাহিত করা যায় তাহলে আসলেই মুক্তি মিলবে, মুক্তি!!! (মুনচায় :(( ভাই) ।

সাফল্যের জন্য কি কমু কন? সাফল্য আসবেই - দুরন্ত শৈশবের জন্য হলেও।

২৩ শে জুন, ২০২১ বিকাল ৫:০৪

নিয়াজ সুমন বলেছেন: আপনি ঠিক বলেছেন। জীবন এমনি..।
ভালোথাকবেন, শুভ কামনা।

২০| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যতসব মুগ্ধকরা ছবি।

২৪ শে জুন, ২০২১ সকাল ৯:০১

নিয়াজ সুমন বলেছেন: শুভ সকাল, ভালো থাকবেন। :)

২১| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৫:৩০

ওমেরা বলেছেন: আপনার ছবিগুলো সুন্দর হয়েছে।

২৪ শে জুন, ২০২১ দুপুর ১২:৪০

নিয়াজ সুমন বলেছেন: ব্লগে আপনার উপস্থিতিতে আনন্দিত হলাম।
ভালো থাকবেন।

২২| ২৪ শে জুন, ২০২১ রাত ১০:২৯

করুণাধারা বলেছেন: খুবই সুন্দর সব ছবি, বর্ণনাও চমৎকার।

প্রতিযোগিতায় ভালো করুন, শুভকামনা রইল।

২৬ শে জুন, ২০২১ সকাল ৮:৫৬

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ এপ্রিশিয়েট করার জন্য। সাথে থাকুন।
ভালো থাকুন, শুভ কামনা থাকলো আপনার জন্যও..

২৩| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:২১

শেরজা তপন বলেছেন: আপনার ছবি প্রাথমিকভাবে নির্বাচিত হবার জন্য অভিনন্দন
এর আগে মন্তব্য করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি।

০৫ ই জুলাই, ২০২১ সকাল ১০:২৩

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ তপন ভাইয়া উইশ করার জন্য।
আপনার উপস্থিতিতে খুশি হলাম :)

২৪| ০৬ ই জুলাই, ২০২১ রাত ১২:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ● মুক্ত পাখির মতো জীবন
স্থানঃ কমনওয়েলথ ওয়ার সিমেট্রি চট্টগ্রাম

........................................................................
ভাল লাগল
অংশগ্রহনের জন্য আপনাকে ধন্যবাদ ।

২৯ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৩৩

নিয়াজ সুমন বলেছেন: ধন্যবাদ শঙ্খচিল আপনার মন্তব্যের জন্য। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.