নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই

নীহারিক০০১

বিশ্বাস,বন্ধুত্ব,ভালোবাসায়পূর্ণ পৃথিবীর প্রত্যাশায়

নীহারিক০০১ › বিস্তারিত পোস্টঃ

হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে

১৬ ই জুন, ২০১৫ রাত ৮:৩০

"নয়ন তোমারে পায় না দেখিতে,
রয়েছ নয়নে নয়নে।
হৃদয় তোমারে পায় না জানিতে,
হৃদয়ে রয়েছ গোপনে।"
রবীন্দ্রনাথ কি দারুন ভাবে মনের ব্যাকুল কথা বলে গেছেন।তোমাকে দেখিনা কতদিন হয়ে গেছে।তবু একটা মুহুর্তের জন্য তুমি নেই তাতো নয়।দেখতে না পাওয়া মনকে আকুল করে তোলে।অফিস থেকে ফিরলে ভীষন মিস করি তোমার হাসি হাসি মুখটা।তুমি থাকলে কেমন হত ভাবি।আমাদের রাতকে ভোর করে দিয়ে মুভি দেখার কথা ছিল।ইদানিং খুব কোরিয়ান মুভি দেখি আর ভাবি পাশেই তো তুমি।ভাল কোন বই পড়লে মনে হয় ইস তুমিও পড়তে তোমারো খুব ভাল লাগত।ভাল কিছু রান্না করলে এত খারাপ লাগে জানিনা তুমি কি খাচ্ছ।তোমার শরীর এত খারাপ হয়েছে।এটাই খুব কষ্ট দেয়।শুধু ওতদূর যাওয়ার ক্ষমতাই নেই।তুমিও জাননা কি ভীষন মিস করি।আমিতো একাই তোমার অনস্তিত্ব অনুভবে একজন বেশে আমরা হয়ে যাই।তুমি আমার পাশে নেই কিন্তু হৃদয়ের গভীরতম কোটরে তুমি প্রতি মুহুর্তে আছ। নয়নের জলে যে রোজ স্নানিত, সে
তো রবে
নয়নে নয়নেনয়ন তোমারে পায় না দেখিতে,
রয়েছ নয়নে নয়নে।
হৃদয় তোমারে পায় না জানিতে,
হৃদয়ে রয়েছ গোপনে।"
রবীন্দ্রনাথ কি দারুন ভাবে মনের ব্যাকুল কথা বলে গেছেন।তোমাকে দেখিনা কতদিন হয়ে গেছে।তবু একটা মুহুর্তের জন্য তুমি নেই তাতো নয়।দেখতে না পাওয়া মনকে আকুল করে তোলে।অফিস থেকে ফিরলে ভীষন মিস করি তোমার হাসি হাসি মুখটা।তুমি থাকলে কেমন হত ভাবি।আমাদের রাতকে ভোর করে দিয়ে মুভি দেখার কথা ছিল।ইদানিং খুব কোরিয়ান মুভি দেখি আর ভাবি পাশেই তো তুমি।ভাল কোন বই পড়লে মনে হয় ইস তুমিও পড়তে তোমারো খুব ভাল লাগত।ভাল কিছু রান্না করলে এত খারাপ লাগে জানিনা তুমি কি খাচ্ছ।তোমার শরীর এত খারাপ হয়েছে।এটাই খুব কষ্ট দেয়।শুধু ওতদূর যাওয়ার ক্ষমতাই নেই।তুমিও জাননা কি ভীষন মিস করি।আমিতো একাই তোমার অনস্তিত্ব অনুভবে একজন বেশে আমরা হয়ে যাই।তুমি আমার পাশে নেই কিন্তু হৃদয়ের গভীরতম কোটরে তুমি প্রতি মুহুর্তে আছ। নয়নের জলে যে রোজ স্নানিত, সে
তো রবে
নয়নে নয়নে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.