নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই

নীহারিক০০১

বিশ্বাস,বন্ধুত্ব,ভালোবাসায়পূর্ণ পৃথিবীর প্রত্যাশায়

নীহারিক০০১ › বিস্তারিত পোস্টঃ

আঁধারেই তুমি

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫০

এইবার সহ পরপর তিনবার আমি একই বিষয়ে ফেল করছি।কেন করছি এর উত্তর নেই।জীবনের সব ক্ষেত্রেই যেখানে ফেল সেখানে এই ডিপ্লোমা খুব নগন্য।কিন্তু আজ তোমাকে কেন জানি ভীষন মনে পড়ছে।ইচ্ছে হচ্ছে তোমার সাথে কিছুক্ষন কথা বললেই মন ভাল হয়ে যাবে।এত মানসিক চাপ নিয়ে অফিস করি কেউ টেরই পায়না আমার ভেতরের ঝড় বাদল।প্রতিদিন প্রতিদিন একরাশ করে দু:খ যোগ হয়।তবু স্মৃতিটুকু আমার কাছে সম্বল।হীরে জহরতের মত মুল্যবান স্মৃতি আমার।আমি বোধহয় ঐটুকু ভাল লাগার জোরে বেঁচে আছি।তোমাকে আমি দেখি।দূরত্ব শুধু সময়ের নয়,মনের দূরত্ব বেড়েছে তার চেয়ে হাজার গুন বেশি।যে মানুষটা আমাকে বলে গেছে যত ঝড় আসুক একসাথে থাকার কথা,যে বলে গেছে তুমি ছাড়া আমার কেউ নেই,যার সাথে একসাথে দীর্ঘ সময় স্বপ্নের পথে হেঁটেছি সে ভালবাসি বলে যদি বলে তুমি অসুস্থ,আমি সুস্থ থাকি কি করে বল।৫টা পাশ করেছি যতদিন ছিলে।তুমি যাওয়ার পর একি পরীক্ষায় আমি পরপর তিনবার ফেল করছি,কি অদ্ভুত!পে স্কেল দিয়ে আমি কি করব যেখানে তুমি নেই।আমার মনে আঁধার নিয়ে এসে সেই আঁধারে তুমিও কি ঢাকা পড়নি? জীবন এতটা উদাসীন হতে পারে যতটা তুমি ভাব?যতটা স্বাভাবিকতা ছিল ততটাই অস্বাভাবিক করে কি লাভ হয়েছে বল?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.