নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই

নীহারিক০০১

বিশ্বাস,বন্ধুত্ব,ভালোবাসায়পূর্ণ পৃথিবীর প্রত্যাশায়

নীহারিক০০১ › বিস্তারিত পোস্টঃ

আমি কি কেউ নই?

১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

আমিও খুব সাধারন অন্য দশজনের মত স্বাভাবিক জীবন আমার ও হতে পারত।বল পারতনা? আমি ও তো ভালইবেসেছি।আজ যতই ঘৃনা কর তুমিও কোনদিন বলতে পারবেনা কোথাও আমার অবহেলা ছিল।ছোট বেলা থেকে শুনে এসেছি তুমি খুব ভাল।যেখানেই যাই সবাই খুব পছন্দ ও করে।সেই আমার জীবন কেন এমন হলো বলতে পারবে?এই যে উপচে পড়া ঘৃনা নিয়ে আমাকে দেখছনা।তুমি বলতো আমি কতটা দোষ করেছি।কতটা খারাপ হয়েছি নাকি তুমি আমাকে নিয়ে এসেছ তোমার ঘৃনার অজুহাতে!!জানিনা আমি।আমার জায়গায় একটা মুহুর্ত্ব দাঁড়িও প্রিয়তম তবে বুঝবে।যে মানুষের সাথে এতটা সময় ধরে অমানবিকতা হয়ে আসছে তার কোন জীবন বা স্বপ্ন অবশিষ্ট থাকে।তোমরা তো তোমাদের স্থানেই আছ।আমাকে শূন্য করার কি খুব প্রয়োজন ছিল।আমি তোমার কোন ক্ষতি করেছিলাম তুমি শত্রুর পর্যায়ে নিয়ে আসলা।কোন জীবন তুমি চেয়েছিলে।আমি আমার জীবন তোমার হাতে দিয়েছি বলে আজ আমার কিচ্ছু নাই।সব দু:খের ভার ও আমার কাঁধে তুলে দিয়ে চুপ করে কেমন করে থাকতে পারছ।আমিত প্রতিবার তোমায় জিজ্ঞেস করেছি তাহলে আজ কেন এত খারাপ হলাম আমি।তোমার কাছে ভালবাসা চায়নি,প্রতিদান ও না।শুধু চেয়েছি এই কঠিন সময় তুমি পাশে থাক।এই সমাজে আমার মত অবস্থায় যে মেয়েটা গিয়ে পড়ে তার কি থাকে বল?তুমিই বল?আমি ইচ্ছা করে এই কঠিন অবস্থায় এসেছি?না তুমি আমাকে নিয়ে গেছ?পারবে নিজেকে ক্ষমা করতে?তোমার সেই বিবেক বোধ চেতনা যা নিয়ে তুমি অহংকার কর তাদের তুমি একবার জিজ্ঞেস করে দেখত কতটা কষ্ট পেলে একটা মানুষের আর কিছুই থাকেনা?প্লিজ একবার সেই আয়নায় দাঁড়িও।তোমার তুমিই আমাকে নিয়ে গিয়েছ।আর কতবড় বড় অপরাধ করেছি বলে এইভাবে শাস্তি দিচ্ছ সেই বিবেকের আয়নাও একদিন দেখ।আমি নিশ্চিত তুমি দেখতে পাবে।আমি জানি আমি কিছুই করিনি

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৩৯

রুদ্র জাহেদ বলেছেন: কেমন গোলমেলে অনুভূতি।যে যাই সে যাওয়ারই ছিলো।প্রকৃত নিজের মানুষ কখনো ছেড়ে যেতে পারে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.