নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

কানাগলির মানচিত্র থেকে

১০ ই আগস্ট, ২০২১ রাত ৯:৫৭

১।
অশ্রু কে আমি রেখে এসেছিলাম পাহাড়ে বন্ধক
সে ফিরিয়ে দিলো নদী
চোখের পলকে জলে পূর্ণ হয়ে গেল সব গর্ত, খানাখন্দ শুন্যস্থান!
অশ্রু কে আমি রেখে এসেছিলাম পাহাড়ে
এখন সাগরের গর্জনের কাছে বসে আছে ব্যাথিত পাথর।



২।
পতন দিয়ে যদি পতন ঠেকানো যেতো গাণিতিক সূত্রে,
মৃত্যু দিয়ে মৃত্যুকে,
মহাবিশ্বের কোথাও এমন অংক কি মেলে?
মুখ দেখিনা তারপরও-
ফুরিয়ে যাচ্ছে সময় খরুচে আয়নায়।


৩।
ভারী পাথরের মতো তলিয়ে যেতে যেতে নীরবতাকে আয়ত্ব করেছি
পতনের কথা জানতে পারেনি কেউ,
না জল না জলের ঢেউ,
ভাঙতে এসে সরল মুখোশে ফিরে যেতে হয়েছে রুদ্র নদীকেও।


৪।
কোন এক পরিযায়ী পাখি
বলে ছিলো, আমি শুধু সরোবরে থাকি
সেই থেকে রাতদিন গর্ত খুঁড়ছে বোকা ছেলে
খুঁড়তে খুঁড়তে মহাসাগর, বুকের সবটা জুড়ে।


৫।
ক্রোধ চেপে হাসির অভিনয়
জীর্ণ শরীরে নৃশংস হবার প্রত্যয়,
এর থেকে বড় ঘুমন্ত দানব দেখেছো কোথায়
যার বৃদ্ধি আছে নেই আনবিক ক্ষয়?


৬।
পাখিকে ছাড়াই লিখছি আকাশ
নদীকে ছাড়াই লিখছি মাঠ
এখন অনেকে মৃত
কিংবা পৃথিবীটাই মৃতদের আজকাল!


৭।
কে আমার খোঁজ নেয়? কে মনে রাখে?
কেউ না? কেউ না!
অভিমানে বাড়ে দিন, বাড়ে রাত দীর্ঘ মেঘে ঢাকা অন্ধকার..
অভিমান কিসের?
কার সাথে প্রণয় তোমার?!


৮।
মুখোশের অভাবে মুখচোরা
মুখোশে মুখোশে নির্লজ্জ
তবুও একটা মুখোশ চাই অভেদ্য।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২১ রাত ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.