নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

আল্লাহর বানী

১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯




আমি জ্বীন ও ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য,
তাই আদম সন্তান যেনো আল্লাহর ইবাদত করে হয় ধন্য।
আমি সুদকে হারাম ও ব্যবসাকে করেছি হালাল,
তাই সকলে যেনো সুদকে বর্জন করে ধরে সৎ ব্যবসার হাল।।
আমার পথে যারা জীবন দান করে তোমরা তাদেরকে মৃত বলোনা,
তাই মহান আল্লাহর পথকে সুগম করতে সবাই জিহাদে চলোনা।
অন্যকে হত্যা,যেনা ও ব্যভিচার করবে যে,
তার ঠিকানা হবে জাহান্নামে।
নামায কায়েম করো ও যাকাত দাও,
আখিরাতে এসে তোমরা জান্নাত নাও।।
অহংকার আমার ভূষন,কারন আমি স্বয়ংসম্পূর্ণ,
মানুষ যেনো অহংকার না করে,কেননা প্রত্যেক মানুষ অসম্পূর্ণ।
আমি যা বলিনি তা যদি কেউ বলে,
তাহলে সেতো জাহান্নামের পথেই চলে।।
আমিই জীবন দান করি এবং আমিই মৃত্যু ঘটাই,
তাই আদম সন্তান যেনো করেনা বড়াই।
প্রত্যেক প্রানীরই মৃত্যুর স্বাদ করতে হবে ভোগ।
আমার পরীক্ষার মধ্যে অন্যতম কঠিন পরীক্ষা হচ্ছে মানবদেহের রোগ।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: মানুষ এখন আর কুরআন হাদিস নিয়ে ভাবতে চায়না, পড়তে চায়না।

কেবল সুখ খঁজে বেড়ায় ।

চায় বাস্তব দুনিয়া ও অনলাইন দুনিয়ার বিশুদ্ধ ও নিষিদ্ধ সুখ।

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

মো: নিজাম গাজী বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ প্রিয় লেখক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.