নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা (জীবনধর্মী কবিতা)

২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১২



মানুষ জীবনে সবচেয়ে যার বেশি সম্মুখীন হয় তার নাম অপেক্ষা,
আর এই অপেক্ষা মানব জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা।
যার মধ্যে নেই কোনো অপেক্ষা হয় সে দানব,না হয় সে পশু,
মায়ের দুধের অপেক্ষায় থাকে সব শিশু।
আমার যা মনে হয় পশুর ও অপেক্ষা আছে,অপেক্ষা আছে দানবের,
অপেক্ষা সর্বশ্রেষ্ঠ শিক্ষা মানবের।
শিশু ছিলাম যখন,
বড় হওয়ার অপেক্ষায় ছিলাম তখন।
যৌবনপ্রাপ্ত হয়ে প্রেয়সীকে কাছে পাওয়ার করেছি অপেক্ষা,
কিন্তু মাবাবা মোর অপেক্ষাকে করেছেন উপেক্ষা।
লেখাপড়া শুরু করে দীর্ঘ অপেক্ষায় ছিলাম কবে হবে শেষ,
লেখাপড়া শেষ করে চাকুরীর জন্য ঘুরে বেড়ালাম দেশ থেকে বিদেশ।
চাকরি আমি পেয়ে গেলাম-
মাবাবা দেখা শুরু করলো মোর জন্য কনে,
অনেক আনন্দের দোলা লেগেছিল আমারই মনে।
কবে আমি প্রেয়সীকে চিরকালের জন্য পাবো আমার কাছে,
চিকালের জন্য সে থাকবে মোর পাশে।
অবশেষে প্রিয়ার সনে হয়ে গেলো বাসর রাত,
দীর্ঘ অপেক্ষার পরে মোর জীবনে বুঝি হলো প্রভাত।
সন্তান পাওয়ার জন্য কতকাল তাকিয়ে রইলাম প্রিয়ার মুখপানে,
সন্তান দিলো কর্তা,আনন্দের জোয়ার বইলো মনে।
এখন অপেক্ষা মোর সন্তান হবে বড় কবে-
কবে ওদের হবে হুশ,
কবে যে করতে পারবো ওদের মানুষ।
সন্তানেরা বড় হলো,হলো ওরা মানুষ,
পুত্রবধূ আর জামাতা দেখার জন্য আমি হলাম বেহুশ।
পুত্রবধূ,জামাতা পেয়ে গেলাম সব,
অপেক্ষা এখন শুনবো কবে নাত-নাতনীর কলরব।
ছেলের মেয়ে দাদা ডাকে,মেয়ের ছেলে নানা ডাকে,
হৃদয়েতে পুলক মারে মোর ফাকে ফাকে।
সবকিছু পেলাম আমি,ফেল,পাশ করলাম কতো পরীক্ষায়,
বৃদ্ধ আমার কবে যে হবে মরন,এখন আমি আছি সেই অপেক্ষায়।।
বৃদ্ধ আমি আকাশ পানে তাকিয়ে আছি-
কখন সেই চিরসত্য মরন আসবে,
পরকালেও এমন অপেক্ষা হয়তাবা থেকে যাবে।।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জন্মিলে মরিতে হবে
অমর কে কোথা ভবে!!

আল্লাহ রাববুল আলামীন কুরআনে কারীমে ইরশাদ করেন-
"প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কিয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ বদলা দেওয়া হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলকাম। আর পার্থিব জীবন ধোঁকার বস্তু ছাড়া কিছুই নয়।" -(সূরা আল ইমরান, আয়াত: ১৮৫)
যে কোন প্রাণীই হোক তার উপর মৃত্যু একবার আসবেই। ভালো হোক খারাপ হোক তাকে মরতে হবে। আপনারা পত্রিকায় পড়েছেন হয়তো, গত মঙ্গলবার মাগরিবের পর দুনিয়া থেকে এক বড় বুযুর্গ আল্লাহর খাস ওলী হযরত মাওলানা শাহ আবরারুল হক রহ. দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। ইন্তেকাল করেছেন আবরারুল হক হারদুঈ রহ.। বাংলাদেশে খুব আসা-যাওয়া ছিল তাঁর। অনেক বারই এসেছেন। সর্বপ্রথম ১৯৮১ তে এসেছিলেন। ২০০৪ এর ডিসেম্বরে শেষ বার এসেছেন। প্রায় সপ্তাহ খানেক ছিলেন। বয়সও হয়ে গিয়েছিল তাঁর ৮৫ থেকেও বেশি। মাঝে একবার বেশি অসুস্থ হয়ে গিয়েছিলেন। এত বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন যে, আশা ছিল না তিনি দুনিয়াতে থাকবেন। এরপর আল্লাহ রাববুল আলামীন সুস্থ করলেন। সুস্থ হওয়ার পর আরো প্রায় চার বছরের মত তিনি দুনিয়াতে ছিলেন। এরপর চলে গেছেন।

২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১২

মো: নিজাম গাজী বলেছেন: অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় প্রিয় লেখক আপনার মূল্যবান মন্তব্য প্রদান করার জন্য। শুভকামনা।

২| ২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩

শামচুল হক বলেছেন: আপনার লেখায় নুরু ভাইয়ের মূল্যবান মন্তব্য ভালো লাগল।

২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯

মো: নিজাম গাজী বলেছেন: জ্বী ধন্যবাদ প্রিয়। ভালো থাকুন। শুভকামনা।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮

আমপাবলিক বলেছেন: বাইচ্চা আছেন তাই মরতে চান, মরার পরে আবার বাচতে চাইতে পারেন! আপনাদের নিয়া স্রষ্টাও মনে হয় বিপদে আছেন।

২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮

মো: নিজাম গাজী বলেছেন: হাহাহা আপনি সত্যিই আমপাবলিক। না পড়ে মন্তব্য করেন। যাহোক ধন্যবাদ।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৬

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর ভাবনা নিয়ে লিখেছেন ।
নুরুভাই এর মন্তব্য থেকেও গুরুত্বপুর্ণ তথ্য জানা গেল ।

শুভেচ্ছা রইল

২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৩

মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় প্রিয় লেখক। শুভকামনা নিরন্তর।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: বেঁচে থাকাটা অনেক সময় মৃত্যুর অপেক্ষা মনে হয় । :)

২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৪

মো: নিজাম গাজী বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ শ্রদ্ধেয় প্রিয় লেখক। শুভকামনা নিরন্তর।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

রডারিক বলেছেন: ভাই ছবি দেখেই বিমোহিত হয়ে গেলাম। কেমন নস্টালজিক অনুভূতি। ধন্যবাদ।

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭

মো: নিজাম গাজী বলেছেন: জ্বী ধন্যবাদ প্রিয়। ভালো থাকুন। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.