নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

ঈদই মিলাদুন্নবী(সাঃ)

০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩১



সালাম সালাম সালাম ঈদই মিলাদুন্নবী,
এই দিনে যার আগমন ঘটেছিল তিনিই বিশ্ব নবী ।
১২ই রবিউল আউয়ালের পবিত্র দিনে,
সারা দুনিয়া শ্রেষ্ঠ এই মানবকে চিনে ।
মা আমেনার কোলে শ্রেষ্ঠ মানব আসিল,
শ্রেষ্ঠ মানবকে দেখে দুনিয়ার সকল পাপ ধ্বংস হয়ে গেল ।
সালাম সালাম সালাম ঈদই মিলাদুন্নবী,
নবী ছিলেন অসহায় মানুষের সবই ।
মহানবীর আগমনে দুনিয়া থেকে ধ্বংস হল সব নিষ্ঠুরতা,
দুনিয়ার মানুষ খুঁজে পেল মানবতা ।
মহানবীর আগমন পৃথিবীতে আশির্বাদস্বরুপ,
অত্যাচারি কাফিররা নবীর ভয়তে হয়ে গেল চুপ ।
সালাম সালাম সালাম ঈদই মিলাদুন্নবী,
তুমি মোদের আশা তুমি মোদের সবই ।
নবীর মানবতা আর ভালোবাসায় টিকে আছে এই পৃথিবী,
নবীতো মরেননি পৃথিবীর কাছে এটাই সবার দাবী ।
সালাম সালাম সালাম ঈদই মিলাদুন্নবী,
তুমি মোদের ভালোবাসা তুমি মোদের সবই ।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৮

মানিজার বলেছেন: শ্রেষ্ট মানবকে দেখে সকল পাপ নস্ট হয়ে গেল ? ? ?

তাইলে এই সিস্টেমের মতু ফালতু সিস্টেম আর নাই । আর ফালতু জিনিস কখনু সত্য হতে পারে না ।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১

মো: নিজাম গাজী বলেছেন: দয়া করে সবাই তর্ক বন্ধ করুন। কেনোনা তর্ক করা যেনার চেয়েও নিকৃষ্ট। হে আল্লাহ তুমি আমাকে সহ সকলকে হেদায়াত দান করো। আমিন।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ঈদ মিলাদুন্নবী বলতে কিছু নাই।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১

মো: নিজাম গাজী বলেছেন: তাই নাকি মহাপন্ডিত?

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪

শফিউল আলম চৌধূরী বলেছেন: ভাই, এইসব আলতু ফালতু কথা কই থেকে পান? মনে যা আসল আর তাই বলে দিলেন, এগুলি ইসলাম না। আর এই দিনে নবীজি মারা গেছেন এর দলিল আছে; কিন্তু জন্মগ্রহণ এই দিনেই করছেন কিনা সেটা নিয়ে যথেষ্ট মতভেদ আছে।

আল্লাহ হেদায়েত দান করুন।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

মো: নিজাম গাজী বলেছেন: দয়া করে সবাই তর্ক বন্ধ করুন। কেনোনা তর্ক করা যেনার চেয়েও নিকৃষ্ট। হে আল্লাহ তুমি আমাকে সহ সকলকে হেদায়াত দান করো। আমিন।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন:
সবাইকে ঘাম মোবারক।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩

নতুন নকিব বলেছেন:



@জাহাঙ্গীর কবীর নয়ন,
আপনার নতুন চাকরিটা উপভোগ্য! কোত্থেকে কোন বেআক্কলের একটি ফালতু মন্তব্য কপি পেস্ট করে যাচ্ছেন অনেকের পোস্টে! উস্কানী দেয়া ছাড়া আপনাদের পেটের ভাত হজম হয় না? 'সবাইকে ঘাম মোবারক' বলে কী বুঝাতে চান?

চুলকানি বেশি উঠলে, দেয়ালে ভালমত কয়েকবার ঘসা দিন। দেখবেন আশ্চর্য কেরামতি! চুলকানির 'চ' -ও নেই। দু:খিত, ছাল বাকল অবশিষ্ট থাকার নিশ্চয়তা আমি দিচ্ছি না।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০

মো: নিজাম গাজী বলেছেন: দয়া করে সবাই তর্ক বন্ধ করুন। কেনোনা তর্ক করা যেনার চেয়েও নিকৃষ্ট। হে আল্লাহ তুমি আমাকে সহ সকলকে হেদায়াত দান করো। আমিন।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: আমার চুলকানির জন্য মলম না হয় হবে। তবে আমার চুলকানী সারলেই কি আপনার পাগলামী সারবে?
আপনার মাল্টিনিক কাউয়ার জাত, সনেট কবি আরও কতগুলো যেন আছে? বলি ছোটবেলায় মাদ্রাসায় হুজুরের সাথে প্রেমে পড়িয়া ছ্যাঁকা খাইয়াছিলেন নাকি জনাব কাউয়া নকিব? আপনার সৌদির পর্যটনের বিজ্ঞাপনমূলক পোস্টগুলো পড়লাম। চমৎকার। দেখেই সৌদি গিয়ে বাদশাহর ধনভান্ডারে আরও অর্থ যোগ করিতে মুন্চায়। কিন্তু সেই ধন দিয়ে বাদশাহ আবার ইয়েমেনি শিশুদের মারার অস্ত্র কিনিবেন ভাবিলে আগ্রহ হারিয়ে ফেলি।
নিজের যোগ্যতায় থাকুন। আপনি একজন “আমিন” জাতীয় পোস্টের লেখক। আপনার সবগুলো মাল্টি থেকেই ওরকম লেখাই পোস্ট করেন। সেটার বেশী যোগ্যতা আপনার নেই। দেখাতে গেলে ধরা খাবেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০

মো: নিজাম গাজী বলেছেন: দয়া করে সবাই তর্ক বন্ধ করুন। কেনোনা তর্ক করা যেনার চেয়েও নিকৃষ্ট। হে আল্লাহ তুমি আমাকে সহ সকলকে হেদায়াত দান করো। আমিন।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯

নতুন নকিব বলেছেন:



@জাহাঙ্গীর কবীর নয়ন,
চুলকানির জন্য মলম নয়, ডিজিটাল যুগে দেয়ালে ঘসাই হল, উত্তম মাধ্যম। ইসলাম ধর্মের বিরুদ্ধে এই অপপ্রচারের জন্য মাসিক মাসোহারার পরিমানটা একটু জানতে পারি?

কাউয়া, নকিব কত কিছুই তো দেখি ছিঁড়ে ফেলেছেন! আপনার এখন পশ্চিমে ঘুরে আসাটা খালি বাকি! আপনি বোধ হয়, নতুন মোড়কে পুরান কাদিয়ানী মাল! আকাশ টাকাশ কিছু হবেন!

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫

কাউয়ার জাত বলেছেন: কিছুলোকের আকাঙ্ক্ষা থাকে যেভাবেই হোক আলোচনায় আসতে হবে। এরা আলোচনায় আসার জন্য বিচিত্র কাজকর্ম করে থাকে। সর্বশেষ উপায় হিসেবে রাস্তার মাঝখানে পায়খানা করতে বা মানুষের গায়ে ময়লা আবর্জনা ছিটাতেও এরা দ্বিধা করেনা।

এই জাহাঙ্গীর কবীর নয়ন সেই টাইপের একজন লোক। নিজের ব্লগে কিছু বাল ছাল লিখে রেখেছে। সেখানে মাছিও পড়েনা। অতএব শুরু করেছে হিজড়াদের মত উৎপাত। প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিভিন্ন পোস্টে যেয়ে ফ্লাডিং করে ঘাম মোবারক দিচ্ছে। ন্যূনতম ব্যক্তিত্ববোধ থাকলে কেউ একাজ করেনা।

যাহোক বেশি কিছু বলতে চাচ্ছিনা। ইদানীং মাথা ঠাণ্ডা রাখার চ্যালেঞ্জ নিয়েছি।

কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়
তাই বলেকি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়।

অট: আমি অবশ্যই নতুন নকিব না। যে কেউ দাবী করবে সে মিথ্যাবাদী।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

মো: নিজাম গাজী বলেছেন: দয়া করে সবাই তর্ক বন্ধ করুন। কেনোনা তর্ক করা যেনার চেয়েও নিকৃষ্ট। হে আল্লাহ তুমি আমাকে সহ সকলকে হেদায়াত দান করো। আমিন।

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: খূব সুন্দর।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩

মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা শতত।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০১

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: একটা জিনিস বুঝিনা। আপনাদের “মাদরাসাতুল সমকামিয়া ওয়াল ধর্ষণকারিয়া” নিয়ে কিছু বললেই আপনারা সেটাকে ইসলামবিরোধী আর বক্তাকে দেশছাড়া করার হুমকি দেন কেন? দেশটা আপনাদের ছিল কবে?
আর ইসলামবিদ্বেষীরা সবাই বিদেশে যায় না এটা সত্যি। তবে আপনাদের ইসলামী চরমপন্থীরা কিন্তু বিপদে পড়লে দুটোই আশ্রয় খোঁজে। হয় সন্ত্রাসীরাষ্ট্র সৌদি, নয় পাকিস্তান। আপনাদের জামায়াতে ইসলামের বহু নেতাও মুক্তিযুদ্ধের পরে বোরকা গায়ে জড়িয়ে সেখানে পালিয়েছিরেন। স্বয়ং ফাঁসির আসামী মওদুদীও বাঁচার তাগিদে সৌদি পাড়ি জমান। জাকির ডাক্তারের কথা বাদ।
তো আপনারও পবিত্রস্থানে হিজরত করবার শখ হয়েছে নাকি কাউয়া নকিব ওরফে সনেট কবি ওরফে ড্যাস ড্যাস ড্যাস?

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫১

নতুন নকিব বলেছেন:



বিশেষ কারনে ১০ নং কমেন্টের উত্তরটি অন্যত্র প্রদান করা হয়েছে। লিঙ্কটা-

কাদিয়ানী আহমদীদের ধোঁকা থেকে বাঁচতে হলে তাদের অসারতা অনুধাবন অপরিহার্য্য পর্ব-০২

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯

মো: নিজাম গাজী বলেছেন: দয়া করে সবাই তর্ক বন্ধ করুন। কেনোনা তর্ক করা যেনার চেয়েও নিকৃষ্ট। হে আল্লাহ তুমি আমাকে সহ সকলকে হেদায়াত দান করো। আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.