নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এন জে শাওন

আমি মানুষ, আমি মুসলিম, আমি বাংলাদশি, আমি বাঙালি । সব মিলেই আমি।

এন জে শাওন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ বনাম ভারত সিরিজ : ১ম টেস্টের ১ম দিন রিভিউ।

১০ ই জুন, ২০১৫ রাত ৯:৩৬

বাংলাদেশ বনাম ভারত সিরিজের একমাত্র টেস্টে প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ২৩৯/০। শিখর ধাওয়ান ১৫০(১৫৮) ও মুরালি বিজয় ৮৯(১৭৮)।
উপরের স্কোরবোর্ড দেখেই বুঝা যায় দিনটা ছিল ভারতের। প্রতিকুল আবহাওয়া এর কারনে টস ছিল খুব গুরুত্বপূর্ণ। ভারত টসে জিতে ব্যাট নিয়ে ব্যাটিং এর পুরো সুবিধাটা নিল। আজকের সবচেয়ে বড় চমক ছিল বাংলাদেশের স্কোয়াড। মাত্র এক পেসার নিয়ে খেলতে নামছে তারা। তাও দলের মুল বোলার বসিয়ে একেবারে নতুন( ২ম্যাচ) বোলার নিল।যেখানে ভারত নিল দুইজন। আর বাংলাদেশ ৮ ব্যাটসম্যান নিয়ে মাঠে নামল। ভারত সাত। বাংলাদেশ দলে ৭৫ তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটল কিপার ও ব্যাটসম্যান লিটন দাসের। এছাড়া নাসির এইবার ও উপেক্ষিত ছিল, দলে ছিল শুভাগত হোম। একমাত্র লেগ স্পিনার জুবায়ের কে নামালেও বল করিয়েছে মাত্র ১ ওভার। দিনের প্রথম থেকেই বাংলাদেশি বোলারদের উপর আগ্রাসন চালালেন ধাওয়ান। আর ওপারে মুরালি মাটি কামড়ে পড়ে থাকলেন। খুব দ্রুত শতক করলেন ধাওয়ান। তারপর ও ততার ব্যটিং তান্ডব থামেনি। সশেষ পপর্যন্ত এএকই গতিতে ব্যাট চালিয়েছেন। প্রথম সেশন(২৩.৩ ওভার) শেষ হওয়ার কিছুক্ষণ আগেই শুরু হল বৃষ্টি যা প্রায় বিকেল পর্যন্ত গড়িয়েছে। যা বাংলাদেশ এর জন্য আর্শীবাদ স্বরুপ। নয়ত ৪.২৭ রান রেটে রানের পাহাড় গড়ে তুলতে পারত ভারত। শিখর ধাওয়ান কিন্ত শতক করার আগে ক্যাচ দিছিলেন তাইজুলের বলে। কিন্ত তালুবন্দী করতে পারেনি সমালোচিত শুভাগত হোম। সর্বশেষ আক্ষেপ নিয়েই মাঠ ছাড়ল টাইগাররা।
টপ অব দ্যা ডে : শিখর ধাওয়ান
ফ্লপ অব দ্যা ডে : শুভাগত হোম।
১ম দিনে এগিয়ে : ভারত ৯.৪, বাংলাদেশ (০.৬)।
ফলাফল সম্ভাবনা : বাংলাদেশ এর জয়ের সম্ভাবনা ১৩% ড্র এর সম্ভাবনা ৪৬% ও হারের সম্ভাবনা ৪১%।
আগামী দিন যেন আমাদেরই হয় এই আশায় আছি।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৫ রাত ৯:৪৭

মোহাম্মদ জামিল বলেছেন: ভারত অবশ্যই জিতবে...সব কিছু সিলেকশন হয়ে গেছে...বাম্বু ইন অন আর হইলো না...

১১ ই জুন, ২০১৫ সকাল ৭:৩২

এন জে শাওন বলেছেন: ভাই মাত্র তো একদিন গেল।আস্থা রাখেন।

২| ১০ ই জুন, ২০১৫ রাত ১০:১১

শতদ্রু একটি নদী... বলেছেন: একেবারে পরশুর রিভিউ দিয়েন ভাই, যদি বাংলাদেশ ব্যাটিং ভালো করে। ইয়াক থু টিম সিলেকশন হইছে

১০ ই জুন, ২০১৫ রাত ১০:২৫

এন জে শাওন বলেছেন: কি করাম ভাই? এইডাই কপাল।।

৩| ১০ ই জুন, ২০১৫ রাত ১০:১১

ইমরান আশফাক বলেছেন: পিচ তো স্বাগতিকদের ফেভারেই বানানো হয়ে থাকে। এমন পিচ কেন বানাবে যে পিচে আমাদের ক্রিকেটাররা ঘরোয়া লিগে খেলেনি? তাছাড়া আমাদের পিচ রিডিং করার ক্ষমতাও খুবই কম, টেস্ট ক্রিকেট খেলার মানসিক পরিপক্কতা এখনো অর্জন করতে পারি নাই। কোন আনন্দে আমরা মাত্র একজন পেস বোলার নিয়ে খেলতে নামলাম? আর বোলিং পরিবর্তনে এবং সে অনুযায়ী ফিল্ডিং সাজাতে মুসফিক ইদানিং অদূরদর্শীতার পরিচয় দিচ্ছে। বোলাররাও কেন যেন খোলসের মধ্যে ঢুকে গেছে। তবে আমি এখনো আশাবাদী।

১১ ই জুন, ২০১৫ সকাল ৭:৩৪

এন জে শাওন বলেছেন: মুশফিক তো প্রথমে পিচ দেখে নাকি চমকেই উঠছিলেন। হুম তবুও আশাবাদী আমিও।

৪| ১০ ই জুন, ২০১৫ রাত ১০:৩০

মোহাম্মদ জামিল বলেছেন: টেষ্ট এর জন্য ইসপিন বহুত দরকার..ইহা মনে হয় বাংলাদেশ টিম সিলেকশন কমিটি ভুলে গেছে..নাকি..ইচ্ছা করে..দাদা বউদির যেভাবে পা-চাটা শুরু হইছে দেশে..আল্লাহ মালুম..

১১ ই জুন, ২০১৫ সকাল ৭:৩৫

এন জে শাওন বলেছেন: মনে হয়না ইচ্ছে করে। পাকিদের সাথেও টিম সিলেকশন ভুল হইছে।

৫| ১০ ই জুন, ২০১৫ রাত ১০:৩১

ভয়ংকর বিশু বলেছেন: সংশোধন: ভারত ৩ জন পেসার নিয়ে খেলছে।

১১ ই জুন, ২০১৫ সকাল ৭:৩৩

এন জে শাওন বলেছেন: ধন্যবাদ ভাই। অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সরি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.