নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এন জে শাওন

আমি মানুষ, আমি মুসলিম, আমি বাংলাদশি, আমি বাঙালি । সব মিলেই আমি।

এন জে শাওন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা : টি-টোয়েন্টি দল ঘোষনা ও একাদশ রিভিউ।

০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:৫৫

বাংলাদেশ আজকে তাদের টি-টোয়েন্টি দল ঘোষনা করল। দলে ৯ মাস পরে ফিরেছে স্পিনার সোহাগ গাজী। এছাড়া জুবায়ের প্রথম বারের মত টি-টোয়েন্টি তে ডাক পেয়েছে। রনি তালুকদার, লিটন দাস ও ১৪ সদস্য এর ভিতরেই আছে।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: তামিম
ইকবাল, রনি তালুকদার, সৌম্য সরকার, লিটন
কুমার দাস, সাকিব আল হাসান (সহ-
অধিনায়ক), মুশফিকুর রহিম, নাসির হোসেন,
সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা
(অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, জুবায়ের
হোসেন, সোহাগ গাজী, রুবেল হোসেন,
আরাফাত সানি।
বাংলাদেশ দল পরিকল্পনা: বাংলাদেশ ভারতের বিরুদ্ধে চার পেসার খেলালেও সাধারনতই চাইবে বেশি স্পিনার নিতে। এছাড়া ব্যাটসম্যান বেশি নেওয়ার পক্ষেই জোর থাকার সম্ভাবনা বেশি। নিচে আমার ব্যাক্তিগত রিভিউ দিলাম।
ওপেনার: ওপেনার হিসেবে তামিম অটোচয়েস। এছাড়া সোম্য ভারত সিরিজে যা খেলছে এতে সেই তামিমের সাথে থাকবে।
মিডল অর্ডার: ওয়ান-ডাউন কে করবে এই নিয়ে একটু সংশয়। একদিকে রনি তালুকদার সেই পাকিস্তান সিরিজ থেকে অবহেলিত অপরদিকে লিটন দাস ভারতের বিপক্ষে টেস্ট এর নজরকাড়া ব্যাটিং। এই দিক দিয়ে দুজনের সম্ভাবনা ফিফটি-ফিফটি। কিন্তু মুশফিক যদি কিপিং না করতে চায় তাইলে অবশ্যই লিটন দাস সুযোগ পাবে। এর পরে মুশফিক,সাকিব তো থাকবেই। মুশফিক সাম্প্রতিক সময়ে অফ-ফর্মে থাকলেও তারে বাদ দেওয়ার কোন সম্ভাবনা নেই।
লোয়ার অর্ডার: এখানে নাসির, সাব্বির দুজনেই থাকবে। ব্যাটিং এর জন্য গাজী ও হয়ত একাদশ এ সুযোগ পাবে। ম্যাশ তো আছেই। সানি ও থাকতে পারে।
স্পিনার: ১৪ সদস্য এর ভিতরে স্পিনার আছে সাকিব, নাসির,আরাফাত সানি,সোহাগ গাজী ও জুবায়ের। এখান থেকে সাকিব, নাসির থাকবেই। স্পিনার এর উপর গুরুত্ব দিলে বাকি তিনজনের মাঝে ২ জন খেলবে। এক্ষেত্রে আমি সানি ও গাজী কে এগিয়ে রাখব। কারন গাজী তার ব্যাটিং এর জন্য ও শুযোগ পেতে পারে। আর সানি সবসময় হিসেবি বোলিং করার চেস্টা করে। এছাড়া টি-টোয়েন্টি তে তার উইকেট ও আছে। অপরদিকে লেগ-স্পিনাররা সাধারনতই একটু বেশি রান দেয় তাই হয়ত জুবায়ের কে ১ম ম্যাচে এ সুযোগ দিবেনা।
পেসার: ১৪ সদস্য এর মাঝে ৩ পেসার আছে।এর মাঝে ৩ পেসার নিয়ে একাদশ সাজানোর সম্ভাবনা কম। যদি ২ পেসার নেয় এক্ষেত্রে রুবেল বাদ পড়ে যেতে পারে। ভারতের সাথে মুস্তাফিজ এর ঝলকই তাকে ম্যাশ এর সাথে একাদশ এ রাখতে পারে।
আমার নির্বাচিত একাদশ: তামিম ইকবাল, সোম্য সরকার, লিটন /রনি, মুশফিক, সাকিব,সাব্বির, নাসির,গাজী, মাশরাফি, সানি ও জুবায়ের।
এগিয়ে যাও বাংলাদেশ ক্রিকেট দল।
অর্জনে তোমরা, গর্জনে আমরা।
আমার ফেসবুক ঠিকানা

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:১৮

াজার বলেছেন: এগিয়ে যাও বাংলাদেশ ক্রিকেট দল।
অর্জনে তোমরা, গর্জনে আমরা।

০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:২৫

এন জে শাওন বলেছেন: হুম,,,গর্জন কিন্তু খুব জোরে হবে।

২| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:১৯

মুদ্‌দাকির বলেছেন:
পেসার এত কম হওয়া ঠিক হবে না মনে হয়। আমার মনে হয় সাব্বিরের লেগ স্পিন ব্যাবহার করা উচিত।

আমার অবশ্য লিটন বা রনিরচেয়ে এনামুলকে ভালো মনে হয়, কিন্তু ও তো দলেই নাই!! :( :(

১) তামিম
২) এনামুল
৩) সৌম হলে ভালো হয় ...............।

দল যাইহোক ওরা জিতুক!!

০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:২৮

এন জে শাওন বলেছেন: সাউথ আফ্রিকা স্পিন এ কিছুটা দুর্বল। আর গাজী, সানি দুইজন ই ভাল খেলতেছে। আমিও এনামুল কেই এগিয়ে রাখতাম দলে থাকলে। ধন্যবাদ আপনার অভিমত এর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.