নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এন জে শাওন

আমি মানুষ, আমি মুসলিম, আমি বাংলাদশি, আমি বাঙালি । সব মিলেই আমি।

এন জে শাওন › বিস্তারিত পোস্টঃ

মোমবাতিবিলাস

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১২:৫৭

মোমবাতি বিলাস
.
- ওই ওঠ! ওঠ!!।
এত রাতে এই ঘুমের ভিতরে ওর ডাকে জেগে গেলাম,কিন্ত উঠতে মন চাচ্ছেনা তাই চুপ করে রইলাম।
- ওই উঠবা, নাকি পানি ঢালব??
এই কথা বলে শাড়ীর আচল দিয়ে কানে সুরসুরি দিচ্ছিল। আমি বুঝলাম এখন উঠতে হবে নয়ত সত্যি সত্যি পানি ঢেলে দিবে.
আমি:- হুম, বল।
ও :- বাইরে কি সুন্দর বৃষ্টি!! ওঠ তো তুমি।
আমি - ভিজবে নাকি? (অবাক হয়ে)।
ও :- না, তুমি ওঠ। বারান্দায় যাব।
আমি:- ( কোন উপায় না দেখে) । ওকে চল।
ও :- (আমাকে লাইট নিতে দেখে) ওই লাইট নিও না।
আমি :- কেন? এত অন্ধকারে কিভাবে যাব? (বিরক্ত হয়ে)
ও :- মোমবাতি জ্বালাব। এই পরিবেশে মোমবাতি খুব মানাবে।
আমি:- মানাবে না নামাবে (মনে মনে)। তবুও বললাম। ওকে।
অতপর একটা মোমবাতি নিয়ে আসল। দুজনে একসাথে বারান্দায়। আমি গিয়ে একটু চেয়ারে বসলাম।
ও:- ওই বসা চলবেনা। দাড়াও।
আমি :- কেন? বসেও তো বৃষ্টি দেখা যায়। (মেজাজ এইবার ফুল খারাপ, মনে করলাম ও বৃষ্টি দেখবে আর আমি চেয়ারে বসে একটু ঘুমিয়ে নিবো)
ও :- দুজনে বারান্দার গ্রিল ধরে বৃষ্টি দেখব।
আমি একরাশ বিরক্তি নিয়ে ওর পাশে দাড়াঁলাম। ও আমার একটা হাত ধরে, কাঁধে মাথা দিয়ে দাড়াল।
হঠাত বিদ্যুৎ চমকালো আর আমি ওর দিকে তাকালাম। দেখলাম একদৃষ্টে বাইরে তাকিয়ে আছে.। আকাশের আলো চলে গেল কিন্ত আমি ওর দিক থেকে চোখ ফিরাতে পারলাম না। মোমবাতির আলোয় দেখলাম কি নিষ্পাপ, মায়াবী বাচ্ছাদের মত চেহারা। খোলা চুল গুলো ওর সৌন্দর্য কে আরও বাড়িয়ে তুলল।চোখের ভিতরে আমার প্রতি পুর্ন ভালবাসার ছাপ। ইচ্ছে করে এইভাবে তাকিয়ে থেকে হাজার টা বছর পাড়ি দেই।
ও:- ওই, ওই, কি হইছে? (আমার কোন খেয়াল নেই দেখে একটা ঝাঁকুনি দিল)
আমি:-(বাস্তবে ফিরে) হুম।
ও:- ওই কি দেখ এইদিকে,? তোমাকে বৃষ্টি দেখার জন্য ওঠাইছি।
আমি:- একটা পেত্নিকে দেখি।
ও:- (মেকি রাগ দেখিয়ে) আমি পেত্নী?
আমি-হুম, পেত্নী সর্দারনী।
ও:- দাড়াও, তাইলে তোমার ঘাড় মটকাব।
এই কথা বলে আমার বুকে ঘুষি দিতে লাগল।
আর আমি জড়িয়ে নিলাম বুকে। জড়িয়ে নিতেই চুপ হয়ে গেল। আর আমি সিদ্ধান্ত নিলাম, নাহ মাঝে মাঝেই ঘুম টা মিস করব ও ঘরে আরও কয়েক ডজন মোমবাতিও এনে রাখতে হবে।
-ফেসবুকে পেতে এখানে যান এখানে ক্লিক করুন

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১:৪৭

সচেতনহ্যাপী বলেছেন: এমন ভালবাসার জন্য ঘুম মিস করা এবং মোমবাতিও কিনে রাখা উচিৎ।।

২| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৮:১৫

এন জে শাওন বলেছেন: হুম,আপু।সেটাই বলছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.